বিষয়বস্তুতে চলুন

শহীদ গোলাম কিবরিয়া সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শহীদ গোলাম কিবরিয়া সেতু বা কুমারখালী সেতু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে নির্মিত একটি সেতু[][][] অর্থনৈতিক দিক দিয়ে সেতুটি কুষ্টিয়া জেলা সহ পার্শ্ববর্তী সকল জেলার জন্য গুরুত্বপূর্ণ।[] এটি গড়াই নদীর উপর নির্মিত ৩য় সড়ক সেতু।

শহীদ গোলাম কিবরিয়া সেতু
স্থানাঙ্ক২৩°৫১′০২″ উত্তর ৮৯°১৪′১৬″ পূর্ব / ২৩.৮৫০৪৮৮৫° উত্তর ৮৯.২৩৭৮৬১৭° পূর্ব / 23.8504885; 89.2378617
বহন করেযানবাহন
অতিক্রম করেগড়াই নদী
স্থানকুমারখালী, কুষ্টিয়া জেলা
শুরুকুমারখালী শহর
সমাপ্তিলালন বাজার
যার নামে নামকরণগোলাম কিবরিয়া (কুষ্টিয়ার রাজনীতিবিদ)
রক্ষণাবেক্ষকসড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৬৫০ মিটার (০.৬৫ কিমি)[]
প্রস্থ৯.৮০ মিটার[]
স্প্যানের সংখ্যা১৩[]
লেনের সংখ্যা
ইতিহাস
নির্মাণ শুরু১৭ এপ্রিল ২০১৯; ৫ বছর আগে (2019-04-17)[][]
নির্মাণ ব্যয়৮৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৫৯১ টাকা[][]
চালু২৮ জুন ২০২৩; ১৪ মাস আগে (2023-06-28)[]
পরিসংখ্যান
টোলনাই
অবস্থান
মানচিত্র

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ১৭ এপ্রিল ২০১৯ সালে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন‌।[][]

২০২৩ সালের ২৮ জুন কুষ্টিয়া ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করেন।[]

সেতুটি নির্মাণে ৮৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৫৯১ টাকা ব্যয় হয়েছে।[][]

নামকরণ

[সম্পাদনা]

গোলাম কিবরিয়া কুষ্টিয়া জেলার একজন রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ছিলেন (৭ মার্চ ১৯৭৩ – ২৫ ডিসেম্বর ১৯৭৪)। তিনি কুমারখালী উপজেলা বাটিকামারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওনার নামানুসারেই সেতুর নামকরণ করা হয়েছে।

গুরুত্ব

[সম্পাদনা]

কুষ্টিয়া জেলার গড়াই নদীর তীর ঘেঁষে কুমারখালী উপজেলার অবস্থান। নদীটি উপজেলাকে দুইভাগে ভাগ করে রেখেছে। ১১টি ইউনিয়নের ৬টি দক্ষিণ দিকে এপারে ও ৫টি নদীর উত্তর দিকে। যদুবয়রা, পান্টি, চাঁদপুর, বাগুলাটচাপড়া নামের এ পাঁচটি ইউনিয়নের মানুষের উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ইঞ্জিন চালিত ট্রলারনৌকা। ঝড়-বৃষ্টি ও আবহাওয়া খারাপ হলে পারাপারে চরম দুর্ভোগে পড়তে হতো সাধারন মানুষের। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ছিল একই সমস্যা। বিশেষ করে রোগী পরিবহনে বড় সমস্যা ছিল এলাকার কয়েক লাখ মানুষের। অনেক সময় ঘাটে মারা গেছে রোগীরা। এই সেতু নির্মাণ মাধ্যমে তবে দীর্ঘ ৪ যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান হয়েছে।[]

সেতুটি চালু হওয়ায় শুধু কুষ্টিয়া এবং কুমারখালীবাসীই নয় দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, পাবনা, রাজবাড়ী, নড়াইল সহ প্রায় ১০টি জেলার মানুষ উপকৃত হবে। মানুষের জীবনমানের উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারের পাশাপাশি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে।[]

সেতুটি কংক্রিট দিয়ে তৈরি।[]

অন্যান্য তথ্য-

  • পিয়ারের সংখ্যা ১২ টি
  • এব্যাটমেন্ট ২ টি
  • পাইলের সংখ্যা ১১২ টি
  • পিসি গার্ডার ৫২ টি
  • পাইলের দৈর্ঘ্য ৪৩.৫০ মিটার ও ২৬.৫ মিটার
  • পাইলের ডায়া ০১ মিটার
  • স্প্যান ১৩ টি
    • প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ৫০ মিটার
  • মানুষ চলাচলের পথের প্রস্থ সহ সেতুর মোট প্রস্থ ৮.৫৫ মিটার
    • সেতুর প্রস্থ ৭.৩০ মিটার
    • মানুষ চলাচলের পথের প্রস্থ ১.২৫ মিটার
  • দুই পাড়ে মোট এপ্রোচ সড়ক ৮০০ মিটার।
    • উত্তর দিকে ৪৫০ মিটার
    • দক্ষিণ দিকে ৩৫০ মিটার

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এসএম রাশেদ, কুষ্টিয়া (২০২৩-০৬-২৮)। "৯০ কোটি টাকার সেতু উদ্বোধন, গতি আসবে গড়াই নদীপাড়ের অর্থনীতিতে"সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  2. নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া (২০২৩-০১-২৯)। "কুষ্টিয়ার কুমারখালীতে উদ্বোধনের পরদিন সেতু পরিণত হলো ঈদ বিনোদনকেন্দ্রে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  3. শরিফ বিশ্বাস, কুষ্টিয়া (২০২৩-০৬-২৮)। "খুলে দেয়া হলো শহীদ গোলাম কিবরিয়া সেতু"চ্যানেল ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  4. প্রতিনিধি, কুষ্টিয়া (২০২৩-০৬-২৭)। "শহীদ গোলাম কিবরিয়া সেতুর দ্বার খুলছে আজ; দুর্ভোগ শেষ হচ্ছে কুমারখালীর ৭ লাখ মানুষের"আন্দোলনের বাজার। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  5. সংবাদদাতা, কুমারখালী (কুষ্টিয়া) (২০২৩-০৯-২৯)। "অর্থনীতিতে নতুন ভূমিকায় কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতু"ভোরের ডাক। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  6. প্রতিনিধি, কুষ্টিয়া (২০১৯-০৯-১৫)। "গড়াই নদীর ওপর শহীদ গোলাম কিবরিয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  7. প্রতিনিধি, কুষ্টিয়া (২০২৩-০৬-২৮)। "খুলে দেওয়া হলো গোলাম কিবরিয়া সেতু"সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩