আর্মড পুলিশ ব্যাটালিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্মড পুলিশ ব্যাটালিয়ন
আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতীক
সক্রিয়১৯৭৬-বর্তমান
দেশ বাংলাদেশ
অংশীদারবাংলাদেশ পুলিশ
ডাকনামএপিবিএন
সজ্জাবিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের সশস্ত্র বিভাগ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত একটি দল। [১][২] এটির সদর দপ্তর ঢাকায়। ১৯৭৬ সালে ৯ ব্যাটালিয়নের একটি রিজার্ভ বাহিনী গঠন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন নাম দেয়া হয়। এই ব্যাটালিয়নের তত্ত্ববধায়ক হিসেবে বর্তমানে একজন অতিঃআইজিপি পুলিশ প্রধান আইজিপিকে সাহায্য করেন। [৩]

বিবরণ[সম্পাদনা]

বর্তমানে মোট ২০ টি ব্যাটালিয়ন রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের। নদীপথ বা দুর্গম পার্বত্য অঞ্চলসহ সব জায়গাতেই পুলিশের এই ব্যাটালিয়নগুলো কাজ করছে। বিশেষ নিরাপত্তা এবং সুরক্ষা ব্যাটালিয়নের দুটি ব্যাটেলিয়ন রয়েছে।[৪] ২০১০ সালের জুন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার সার্বিক দায়িত্ব নেবার পর থেকে সেখানকার অপরাধ নিয়ন্ত্রণ এবং যাত্রী হয়রানি রোধে বিশেষ ভূমিকা রাখেছে। ২১ জুন ২০১১ সালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রথম নারী ইউনিট চালু করে।[৫] ১ জুলাই ২০১৬ সালে গুলশানে জঙ্গি আক্রমণের পর বাংলাদেশের শহর এলাকায় কমান্ডো ইউনিট গঠন করার জন্য সরকারের পরিকল্পনার অংশ হিসাবে ভারতের জাতীয় নিরাপত্তা গার্ড সেন্টারে প্রশিক্ষণ নেন দলটির কর্মকর্তারা।[৬]

১ অক্টোবর ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশের মাধ্যমে এই ব্যাটালিয়নকে যেসব দায়িত্ব দেয়া হয়েছে:
ক্রমিক দায়িত্ব
অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা।
বেআইনি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক প্রভৃতি উদ্ধার।
সশস্ত্র অপরাধী চক্র গ্রেফতার।
আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য ইউনিটকে সহায়তা প্রদান।
বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সংক্রান্ত যে কোন কাজ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Now Moulvibazar under grip of terror"Dhaka Tribune। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭ 
  2. "Little progress in police reform"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭ 
  3. "Sagar-Runi murder: Kamal 'uninformed' about current status of investigation"Dhaka Tribune। ১০ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭ 
  4. "Bangladesh Police"police.gov.bd। ১৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭ 
  5. "First all-female armed cop unit launched"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০১১। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭ 
  6. "Police form new anti-terror teams"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭