উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৬/বিবিসি ১০০ নারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য নারীদের নিবন্ধ বৃদ্ধি সংক্রান্ত এডিটাথন
বিবিসি বাংলা অফিসে এডিটাথনে নিবন্ধ তৈরি করছেন সাংবাদিকরাও!
Colored dice with white background
Colored dice with checkered background
বিবিসি বাংলা অফিসের এডিটাথনের সব ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

উইকিমিডিয়া বাংলাদেশ ও বিবিসি বাংলার উদ্যোগে ৮ই ডিসেম্বর সারাদিনব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীদের নিবন্ধ সমৃদ্ধ করা হবে। প্রতিবছরই বিবিসি থেকে বিশ্বে অবদান রাখা ১০০ নারীদের নিয়ে একটি ধারাবাহিকের আয়োজন করা হয়। যেখানে, দিনব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে বিবিসির উদ্যোগে নারীদের সমাজে অবদান সংশ্লিষ্ঠ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এটি বিবিসি ১০০ নারী ধারাবাহিক নামে পরিচিত। এ বছর বিবিসি ও উইকিমিডিয়া যুক্তরাজ্যের উদ্যোগে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য নারীদের নিবন্ধ উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্প হাতে নেওয়া হয়। এতে বিভিন্ন ভাষার উইকিমিডিয়া সম্প্রদায় ও উক্ত অঞ্চলের বিবিসির মধ্যে একটি যৌথ এডিটাথন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয় ও এই এডিটাথনটি বৈশ্বিক বিবিসি ১০০ নারী এডিটাথনেরই একটি অংশ। বাংলাদেশে বাংলা উইকিপিডিয়ায় এই আয়োজনে সহয়তা করছে স্থানীয় উইকিমিডিয়া চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ ও স্থানীয় বিবিসি বাংলা সংস্করণ বিবিসি বাংলা

নতুনরা কিভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।

সময় ও কিছু বিষয়
  • এই এডিটাথন ৮ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের স্থানীয় সময় রাত ১২টায় শুরু হবে ও একই দিনে রাত ১১.৫৯ মিনিটে শেষ হবে।
  • দিনব্যাপী বিবিসি ও উইকিপিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে #100womenwiki হ্যাশট্যাগ দিয়ে নিবন্ধ তৈরি পোস্ট করা হবে।
  • এই এডিটাথনে বিবিসি বাংলার অফিস থেকে বিবিসির সাংবাদিকরাও অংশ নেবেন।
নিয়মাবলী
  1. এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোনো নিবন্ধই তৈরি করা যাবে। প্রথমে তালিকাতে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার ‘বাংলা নাম’ অংশ থেকে লাল লিংক যুক্ত যেকোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন। তবে, আপনি ইচ্ছে করলে তালিকার বাইরেও অন্য যেকোন নারীর নিবন্ধ তৈরি করতে পারেন।
  2. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার প্যারা যুক্ত করুন।
  3. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না। ইংরেজি উইকিপিডিয়ার তথ্যসূত্রগুলোই নিবন্ধ তৈরির সময় যুক্ত করে দিতে পারেন।
  4. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ করবেন না।
  5. নিবন্ধ জমাদানের প্রয়োজন নেই। আমরা তালিকা থেকে গণনা করে নেব।

অংশগ্রহণকারী[সম্পাদনা]

(অংশগ্রহণে ইচ্ছুক হলে, এই অনুচ্ছেদে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন।)

  1. NahidSultan (আলাপ · অবদান · ইমেইল)
  2. Ali Haidar Khan (আলাপ · অবদান · ইমেইল)
  3. Sajibur (আলাপ · অবদান · ইমেইল)
  4. ANKAN GHOSH DASTIDER (আলাপ · অবদান · ইমেইল)
  5. Foysol3195 (আলাপ · অবদান · ইমেইল)
  6. এম আবু সাঈদ (আলাপ · অবদান · ইমেইল)
  7. Nahid.rajbd (আলাপ · অবদান · ইমেইল)
  8. শাহাদাত সায়েম (আলাপ · অবদান · ইমেইল)
  9. Abu Sayeem Mahfooz Khan (আলাপ · অবদান · ইমেইল)
  10. Tarunno (আলাপ · অবদান · ইমেইল)
  11. Sharif Uddin (আলাপ · অবদান · ইমেইল)
  12. Hasive (আলাপ · অবদান · ইমেইল)
  13. Wikitanvir (আলাপ · অবদান · ইমেইল)
  14. Wakim32 (আলাপ · অবদান · ইমেইল)
  15. TanvirH (আলাপ · অবদান · ইমেইল)
  16. Arian Writing (আলাপ · অবদান · ইমেইল)
  17. Suvray (আলাপ · অবদান · ইমেইল)
  18. ferdous (আলাপ · অবদান · ইমেইল)
  19. Tanweer Morshed (আলাপ · অবদান · ইমেইল)
  20. Mayeenul Islam (আলাপ · অবদান · ইমেইল)
  21. Afifa Afrin (আলাপ · অবদান · ইমেইল)
  22. hafezahmad1000 (আলাপ · অবদান · ইমেইল)
  23. অভিজিৎ দাস (আলাপ · অবদান · ইমেইল)
  24. Shuvanon razik (আলাপ · অবদান · ইমেইল)
  25. Bodhisattwa (আলাপ · অবদান · ইমেইল)
  26. mmrsafy (আলাপ · অবদান · ইমেইল)
  27. Ibrahim Husain Meraj (আলাপ · অবদান · ইমেইল)
  28. Mony.bnn (আলাপ · অবদান · ইমেইল)
  29. Masum-al-hasan (আলাপ · অবদান · ইমেইল)
  30. Obangmoy (আলাপ · অবদান · ইমেইল)
  31. বলরাম (আলাপ · অবদান · ইমেইল)
  32. Niriho khoka (আলাপ · অবদান · ইমেইল)
  33. Faizul Latif Chowdhury (আলাপ · অবদান · ইমেইল)
  34. Shahriar Kabir Pavel (আলাপ · অবদান · ইমেইল)
  35. Sufe (আলাপ · অবদান · ইমেইল)
  36. Moheen Reeyad (আলাপ · অবদান · ইমেইল)
  37. Rakib Hasnet Suman (আলাপ · অবদান · ইমেইল)
  38. Sayala Roksana Dina (আলাপ · অবদান · ইমেইল)
  39. nazmul.raj (আলাপ · অবদান · ইমেইল)
  40. মো: সাজিদ মাহামুদ (আলাপ · অবদান · ইমেইল)
  41. Orchi Othondrila (আলাপ · অবদান · ইমেইল)
  42. Tameem Mahmud 007 (আলাপ · অবদান · ইমেইল)
  43. Mzz Tanmay (আলাপ · অবদান · ইমেইল)
  44. iqsrb722 (আলাপ · অবদান · ইমেইল)
  45. Brishti Akter (আলাপ · অবদান · ইমেইল)
  46. মোঃ তাকিউল হাসান সাকিব (আলাপ · অবদান · ইমেইল)
  47. Shahidul Hasan Roman (আলাপ · অবদান · ইমেইল)

এডিটাথনের ফলে তৈরি নিবন্ধ[সম্পাদনা]

  1. হামিদা হোসেন
  2. নাশিদ কামাল
  3. সুলতানা কামাল (খেলোয়াড়)
  4. কাবেরী গায়েন
  5. সামিয়া জামান
  6. সৈয়দা রাজিয়া ফয়েজ
  7. লায়লা হাসান
  8. সৈয়দা সাজেদা চৌধুরী
  9. ফারাহ গজনবী
  10. রোলা (মডেল)
  11. মাবিয়া আকতার সীমান্ত
  12. সৈয়দা খাতুন
  13. আমীরা হক
  14. রিতা আর. কোলওয়েল
  15. বেনিতা রায়
  16. আনোয়ারা বেগম (শিক্ষাবিদ)
  17. চিত্রা ভট্টাচার্য
  18. তানিকা গুপ্তা
  19. হামিদা বানু বেগম
  20. ইফ্‌ফাত আরা
  21. রোকেয়া লিটা
  22. দিপালী বরঠাকুর
  23. মোক্ষদায়িনী মুখোপাধ্যায়
  24. হোসনে আরা ওয়াহিদ
  25. রহিমা বেগম
  26. লুসি রহমান
  27. বঙ্গমহিলা
  28. রেখা ওয়াহিদ
  29. শাহনাজ মুন্নী
  30. হাজেরা খাতুন
  31. মুন্নুজান সুফিয়ান
  32. আঞ্জুমান আরা জামিল
  33. হুসনা বানু খানম
  34. হোসনে আরা শাহেদ
  35. সাহারা খাতুন
  36. রাখি বিড়লা
  37. নাজনীন রহমান
  38. কবিতা সিংহ
  39. কানিজ আলী
  40. নাজিয়া খানম
  41. ফারিয়া আলম
  42. জেবা ইসলাম সিরাজ
  43. আনোয়ারা বাহার চৌধুরী
  44. রওনক জাহান
  45. লিসা আজিজ
  46. সিগমা হুদা
  47. সালমা খাতুন (ট্রেন চালক)
  48. নাদিয়া শারমীন
  49. নাজমা চৌধুরী
  50. জ্ঞানদানন্দিনী দেবী
  51. রুনা ইসলাম
  52. নিলুফার জাফর
  53. সুজানা আনসার
  54. শেলিনা বেগম
  55. রূজী ইয়াসমীন
  56. মঞ্জু বোরা
  57. নাদিয়া হোসেন
  58. মনিকা ইউনুস
  59. মমতাজ হুসেইন (আইনজীবী)
  60. মোনালিসা বরুয়া মেহতা
  61. খোদেজা খাতুন
  62. জোবেদা খানম
  63. জোবেদা আলী
  64. আমিনা খৈয়াম
  65. তৈয়বা বেগম লিপি
  66. রূপা হক
  67. নলিনী দাশ (লেখিকা)
  68. তাসলিমা আখতার
  69. বীণা মজুমদার
  70. তারেন খানম
  71. পরিণীতা বরঠাকুর
  72. ফারিনা আলম
  73. শ্রাবন্তী নারমীন আলী
  74. রুবায়াত জাহান
  75. তাসমিন লুসিয়া খান
  76. জয়ী রহমান
  77. গৌরী চৌধুরী
  78. নদিয়া আলী
  79. শাহিনা আলী
  80. নূরজাহান মুর্শিদ
  81. কেতকী কুশারী ডাইসন
  82. ইয়াসমিন আরা চৌধুরী
  83. আনিকা রহমান
  84. তালিন রহমান
  85. স্যাকাজাউইয়া
  86. খাতুন সাপনারা
  87. ফিরদৌসী কাদরী
  88. রেজিনা সবুর
  89. মায়া আলী (রাজনীতিবিদ)
  90. সেলিমা রহমান
  91. ইসমত আরা সাদেক
  92. রোশনারা মনি
  93. আমীরা অ্যাবেজ, শামীমা বেগম ও খাদিজা সুলতানা
  94. হাসিনা মমতাজ
  95. রেশমিন চৌধুরী
  96. শাহীদা রহমান
  97. নীলিমা খাতুন
  98. নিনা হোসেন
  99. সারাহ বেগম
  100. আমেনা বেগম