বিশ্ব খাদ্য দিবস এডিটাথন ২০২৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


বিশ্ব খাদ্য দিবস এডিটাথন ২০২৩

বিশ্ব খাদ্য দিবস একটি আন্তর্জাতিক দিবস যা ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করার জন্য প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়। দিবসটি বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সহ ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা কর্তৃক ব্যাপকভাবে উদযাপিত হয়।

২০২৩ সালের ১৬ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব খাদ্য দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় তিন দিনব্যপী এই অনলাইন এডিটাথন আয়োজন করা হয়েছে।

নিয়মাবলী[সম্পাদনা]

  1. অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে
  2. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে ৩০০ শব্দ বা অন্তত ৩০০০ বাইট লেখা যুক্ত করুন।
  3. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরি করবেন না। নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
  4. কোন ক্রমেই অন্য ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে যুক্ত করা যাবে না। বিদ্যমান তালিকার নিবন্ধসমূহ থেকে এরকম কপিরাইট লঙ্ঘন করেছে এমন নিবন্ধসমূহ পূণঃলিখন করতে পারেন।
  5. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  6. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।

অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাব?[সম্পাদনা]

আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা রয়েছে (এই তালিকা থেকে পূর্বে তৈরি হয় নি এমন যে কোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি ডানদিকে উপরে আইকনে ক্লিক করে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে এবং সেটি পুনরায় তৈরি করা হতে বিরত থাকুন।)

নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্যে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যে কোনো সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।

যোগ দিন[সম্পাদনা]

আপনি এডিটাথন চলাকালীন যে কোনও সময় এই সম্পাদনা সভায় যোগ দিতে পারেন। এই এডিটাথনে যারা অবদান রাখছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/বিশ্ব খাদ্য দিবস এডিটাথন অবদানকারী}} টেমপ্লেট এবং অসম্পূর্ণ নিবন্ধের উপর {{কাজ চলছে/বিশ্ব খাদ্য দিবস এডিটাথন}} টেমপ্লেট যোগ করতে পারেন।

নিবন্ধ জমা দিন[সম্পাদনা]

নিচের বোতামে ক্লিক করে আপনার নিবন্ধ জমা দিন। নিবন্ধের আলাপ পাতায় স্বয়ংক্রিয়ভাবে {{বিশ্ব খাদ্য দিবস এডিটাথন ২০২৩}} টেমপ্লেটটি যুক্ত হবে।

সকল সংস্করণ[সম্পাদনা]

সাংগঠনিক সহায়তা[সম্পাদনা]

চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়