বিষয়বস্তুতে চলুন

লিসা আজিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিসা আজিজ
জন্ম
লিসা শিরলী আজিজ

(1962-06-19) ১৯ জুন ১৯৬২ (বয়স ৬২)
টনেস, ডেভন, লন্ডন
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনলন্ডন বিশ্ববিদ্যালয়
পেশাসাংবাদিক, উপস্থাপক
কর্মজীবন১৯৮২-বর্তমান

লিসা শিরলী আজিজ (জন্ম: ১৯ জুন, ১৯৬২) একজন ইংরেজি সংবাদ উপস্থাপক। তিনি লন্ডনের এলবিসিতে সকালের সংবাদ উপস্থাপনার জন্য পরিচিত।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লিসা আজিজ লন্ডনের টেনাসে জন্মগ্রহণ করেন। তার পিতা বাঙালি এবং মাতা ব্রিটিশ নাগরিক।[] তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বিএ (অনার্স) পাশ করেন। তারপর লিভারপুলের রেডিওসিটিতে উপস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালে সেখান থেকে ব্রিস্টল চলে আসেন, যেখানে তিনি বিবিসি ও এইচটিভি ওয়েস্ট এ টিভি রিপোর্টার এবং উপস্থাপক হিসেবে কাজ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]
  • এইচটিভি নিউজ (১৯৮৪-১৯৮৮)
  • গুড মর্নিং ব্রিটেন (১৯৮৮-১৯৯২)
  • কিউডি: দ্যা মাস্টার গেম (১৯৯২)
  • ক্লুডো (১৯৯২)
  • স্কাই নিউজ (১৯৯৪-২০০৫)
  • দ্যা ওয়েস্ট টুনাইট (২০০৫-২০০৯)
  • দ্যা ওয়েস্ট কাউন্ট্রি টুনাইট (২০০৯)

পুরস্কার

[সম্পাদনা]

লিসা ২০০৪ সালে এমা, সেরা টেলিভিশন নিউজ সাংবাদিক হিসেবে পুরস্কার পান।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bangla babes rule Britannia" (ইংরেজি ভাষায়)। দ্যা টেলিগ্রাফ (ইন্ডিয়া)। ২৯ এপ্রিল ২০০৭। ২১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০০৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]