রুবায়াত জাহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুবায়াত জাহান
জন্মচট্টগ্রাম, বাংলাদেশ
উদ্ভবলন্ডন, ইংল্যান্ড
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রকণ্ঠ, গিটার
কার্যকাল২০০৮ - বর্তমান
লেবেলমুভি বক্স

রুবায়াত জাহান বাংলদেশের চট্টগ্রামে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ সঙ্গীতশিল্পী।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রুবায়াত জাহান বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকালে কুষ্টিয়ায় বেড়ে উঠছিলেন, তখন তার বাবা তাকে লালন শাহ-এর আখড়াতে গানের অনুষ্ঠান দেখাতে নিয়ে গিয়েছিলেন।

কর্মজীবন[সম্পাদনা]

আট বছর বয়সে তার গান গাওয়া শুরু। তিনি আমেরিকাতে এশিয়া ফেস্টিভালে পার্ফমেন্স করেছেন। তিনি ২০০৮ সালে লন্ডন এবং অন্যন্য শহরে নিয়মিত গান গাইতে লাগলেন। জাহান ২০১০ সালে ব্রিট এশিয়া টিভি'র এশিয়ান সুপারস্টার হিসেবে ফাইনাল রাউন্ডে উঠেন।[১]

তিনি মিউজিক ফেস্টিভালে রাজা কাশিফের সাথে দেখা করেন এবং ফেব্রুয়ারি, ২০১৩ তে তারা দুজন যৌথভাবে কাজ শুরু করছেন। তারা একত্রে বিভিন্ন লাইভ কনসার্টে গান গেয়েছেন।

পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]

তিনি ২০১৩ সালে, ব্রিট এশিয়া টিভি মিউজিক আওয়ার্ড ২০১৩ এর জন্য মনোনিত হয়েছিলেন।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Singing Sensation Rubayyat" (ইংরেজি ভাষায়)। বাংলা মিরর। ২০ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ 
  2. "Brit Asia TV Music Awards 2013" (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]