তৈয়বা বেগম লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তৈয়বা বেগম লিপি
জন্ম১৯৬৯ (বয়স ৫৪–৫৫)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়

তৈয়বা বেগম লিপি (জন্ম ১৯৬৯) একজন বাংলাদেশী চিত্রশিল্পী ও বৃত্ত আর্টস ট্রাস্টের প্রতিষ্ঠাতা। ২০০৪ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্ট বিনালেতে তিনি গ্র্যান্ড পুরস্কার লাভ করেন।[১] এছাড়াও তিনি চিত্রকর্ম, প্রিন্ট, ইন্সটলেশন্স ও ভিডিওতে কাজ করেছেন। তার শির্পগুলো বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে প্রদর্শীত হয়েছে এরমধ্যে হলো, ২০১১ সালে ৫৪তম ভেনিস বিনালে ও ২০১২ সালের কলম্বো বিনালে।[২] এছাড়াও তিনি ৫৪তম বিনালেতে বাংলাদেশ প্যাভিলিয়নের কমিশনার ছিলেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

লিপি গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন ও ছোটবেলা থেকেই তার এসব করতেই ভালো লাগতো। তারা পিতামাতার ১২ সন্তানের মধ্যে তিনি ১১তম হওয়ায় তিনি তার ভাতিজা ও ভাতিজেদের জন্মগ্রহণ করা দেখেছেন। পরবর্তীতে তার কাজকর্মে গ্রামে ব্যবহার করা স্টেইনলেস ব্লেইডের বিষয়টি ফুটে উঠেছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অবজেক্টগুলো একটা মেয়ের জীবনের সংগে বেশি সর্ম্পকিত : শিল্পী তৈয়বা বেগম লিপি | চিত্রম : শিল্পকলার অন্দর-বাহির"চিত্রম.কম.বিডি। ১৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬ 
  2. Asia Society। "Meet the Artist – Tayeba Begum Lipi 'No Country: Contemporary Art for South and Southeast Asia' Programs" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-৩০ 
  3. Alexa, Alexandra (২০১৫-০৮-০৬)। "Tayeba Begum Lipi Wields Razor Blades to Address Violence Against Women"Artsy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-৩০