উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২৩/রমজান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

     রমজান, ঈদ মোবারক আইকন.svg

Wikipedia-logo-v2-bn.svg     

ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের মানোন্নয়ন করাই হল এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

নিয়মাবলি[সম্পাদনা]

  1. এডিটাথনে অংশ নিতে অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. প্রদত্ত নিবন্ধ তালিকা থেকে নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে। অসম্পূর্ণ অনুবাদ গৃহীত হবে না।
  3. নতুন নিবন্ধ তৈরি করার সময় কয়েকটি বাক্য অনুবাদ করার পর {{কাজ চলছে/রমজান}} ট্যাগটি যোগ করে নিবন্ধটি প্রকাশ করবেন এবং এরপরই বাকি অনুচ্ছেদগুলো অনুবাদ করবেন।
  4. যা লিখবেন তা যেন বোধগম্য হয়। যান্ত্রিক ও অগ্রহণযোগ্য অনুবাদ করবেন না।
  5. তালিকার বাইরের ইসলাম সম্পর্কিত কোনও নিবন্ধ অনুবাদ করতে চাইলে এডিটাথনের আলাপ পাতায় বার্তা দিন। উল্লেখ্য, নিবন্ধটি অবশ্যই ৩০০+ শব্দের হতে হবে এবং সম্পূর্ণ অনুবাদ করতে হবে৷

নিবন্ধ তালিকা[সম্পাদনা]

অংশগ্রহণকারী[সম্পাদনা]

এই এডিটাথনে অংশগ্রহণ করতে {{ব্যবহারকারী|আপনার উইকি অ্যাকাউন্টের নাম}} আকারে এখানে নাম নথিভুক্ত করুন