বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ali Haidar Khan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ১৭ দিন আগে "উইকিপিডিয়া:সম্পাদকের নির্ঘণ্ট নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা" অনুচ্ছেদে


পরামর্শ

[সম্পাদনা]

প্রতিবার নিবন্ধে পরিবর্তনের পর সংরক্ষণ বুতাম না চেপে প্রাকপ্রদর্শন বুতামে চেপে আপনার পরিবর্তনের প্রিভিউ দেখে নিন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ২০:১৬, ৩১ মার্চ ২০০৮ (UTC)

উইকিপিডিয়ার মজাটাই আসলে এখানে। একে অন্যকে সাহায্য করা এবং সবাই মিলে একটা কিছু গড়ে তোলা। অভিজ্ঞ যেকোন ব্যবহারকারীর কাছে আপনার প্রশ্ন নির্দ্বিধায় করতে পারেন। আমরা সবাই মিলেই আপনাকে সাহায্য করবো।

১. আপনি কি নিজে কোন ছবি আপলোড করতে চাইছেন? তাহলে সাইটের বাম পাশের হাতিয়ার বক্সে আপলোড অপশন রয়েছে। সেখান থেকে আপনি ছবি আপলোড করতে পারেন। তবে ছবিটি অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে এবং এর কপিরাইট তথ্য, ছবির উৎস এবং বর্ণনা ছবির সাথে সারাংশ অংশে লিখে দিতে হবে। নতুবা ছবিটি কপিরাইটেড ধরে নিয়ে মুছে ফেলা হবে। ছবি আপলোড হয়ে গেলে তা নিবন্ধে ব্যবহার ঠিক আগের মতই (মাচু পিচু তে যেভাবে ছবি ব্যবহার করেছেন)।

২. দেখি পতাকা দেখানো ব্যবস্থা করা যায় কিনা।

৩. এ কাজটি করতে ঐ নিবন্ধের উপরে একটি ট্যাব আছে সরিয়ে ফেলুন বলে। সেখানে যেয়ে নতুন শিরোনামে নিবন্ধটির নতুন নাম কি হবে তা এবং কারণে এ পরিবর্তনের কারণ উল্লেখ্য করে পাতা সরান বুতামে চাপতে হবে। এতে আপনার আগের নিবন্ধটি নাম পরিবর্তন হয়ে নতুন নামে হবে।


আপনি জানেন কি উইকিপিডিয়ার প্রধান পাতার একটি অংশ। আর পাতার নিচে যা আছে তা বিষয়শ্রেণী বা ইংরেজীতে ক্যাটাগরি। আর অন্য যা যোগ হয়েছে তা টেম্পলেট। যা আপনার সম্পর্কে বলা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪১, ১ এপ্রিল ২০০৮ (UTC)

স্বাগতম

[সম্পাদনা]

এখানে স্বাগতম আপনাকে। আশা করি নিয়মিত লিখবেন। :) --রাগিব (আলাপ | অবদান) ১৮:২৬, ৩ এপ্রিল ২০০৮ (UTC)

সাহায্য টেম্পলেট

[সম্পাদনা]

আপনার নিজের অসুবিধা জানিয়ে অন্যদের কাছে সাহায্য চাইতে হলে {{সাহায্য করুন}} টেম্পলেটি আপনার আলাপ পাতায় ব্যবহার করুন ব্যবহার করুন। অনুগ্রহ করে নিবন্ধের পাতায় ব্যবহার করেবেন না,যেমনটি করেছেন আলাপ:মাচু পিচু পাতায়। ধন্যবাদ।--দায়ীন(আলাপ)/(অবদান) ০১:০৬, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

নিজের নাম

[সম্পাদনা]

বহিঃসংযোগ নিবন্ধটি আরম্ভ ও সম্পাদনা করছেন: আলী হায়দার খান লেখার দরকার নেই, কারণ যে কেউ ইতিহাস দেখলে তা বুঝতে পারবে। জয়ন্ত নাথ ০৪:৪৬, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

যে কোন কাজই সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে হলে তার একজন সমন্বয়কারী থাকা দরকার। যারাই এই কাজটিতে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এতে সুবিধাই হবে। তাই আমি মনে করি যতক্ষণ কাজটি সম্পন্ন না হচ্ছে ততক্ষণ একজন সমন্বয়কারীর নাম থাকলে তাতে কাজটি ভালভাবে শেষ করা সম্ভব হবে। --তন্ময় ১২:৩১, ৪ এপ্রিল ২০০৮ (UTC)আলী হায়দার খান

কী ভাবে নতুন টেমপ্লেট ও বিষয় শ্রেণী তৈরি করবো??????

[সম্পাদনা]

আমি কিছু নতুন টেমপ্লেট ও বিষয়শ্রেনী বাংলা উইকিপেডিয়াতে অর্ন্তভুক্ত করতে চাই। কী ভাবে করবো বুঝতে পারছিনা। কেউ সাহায্য করবেন ????

আপনি কি ধরণের টেম্পলেট তৈরি করতে চাচ্ছেন তা বিস্তারিত কোন পরিচিত অভিজ্ঞ ব্যবহারকারীকে বলতে পারেন। অথবা নিজেই তৈরি করতে চাইলে দেখুন Template। বিষয়শ্রেণীর ব্যপারেও একই কথা অভিজ্ঞ কাউকে বলুন কোন নিবন্ধে কি বিষয়শ্রেণী যোগ করতে হবে। যোগ করা হয়ে গেলে দেখে নিন অভিজ্ঞ ব্যবহারকারী নিবন্ধে কিভাবে বিষয়শ্রেণী যোগ করেছে। আমরা সবাই কিন্তু দেখে দেখেই শেখা। তাই আপনাকেও এ পদ্ধতিটিই অনুসরণ করতে হবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:৩৫, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

নিজের নাম

[সম্পাদনা]

প্রস্তাবটি উত্তম। এর জন্য আপনাকে নিন্মলিখিত উইকিপিডিয়ার প্রশাসকবৃন্দ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

তার আগে আপনি এটা করতে পারবেন না। এটা উইকিপিডিয়ার নিয়ম বিরুদ্ধ্ব কাজ। ধন্যবাদ নেবেন। জয়ন্ত নাথ ১২:৪৬, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

নিবন্ধে নিজের নাম ব্যবহার করা যাবে না। কারণ উইকিপিডিয়ায় আপনার লেখাটি দেওয়া মানেই আপনি লেখাটি GFDL লাইসেন্সের আওতায় প্রদান করলেন। এর মানে এর মালিক এখন বিশ্বের সবাই। আর উইকিপিডিয়ায় নিবন্ধ শুরু করা বা মানোন্নয়নের জন্য কোন সমন্নয়কারীর দরকার পরে না কারণ একই নিবন্ধ লেখা, পরিবর্তন, সম্পাদনা করার অধিকার সবার। আপনি যদি অনানুষ্ঠানিক কোন গ্রুপ তৈরি করে কোন নিবন্ধের মানোন্নয়ন করতে চান তা নিবন্ধে কোন রকম পরিচয় উল্লেখ ছাড়াই করতে পারবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩০, ৪ এপ্রিল ২০০৮ (UTC)
নিবন্ধের আলাপ পাতায় কিছু লিখতে পারেন। কিন্তু নিবন্ধের ভিতরে নাম যোগ করা যাবে না। নিবন্ধ কে শুরু করেছেন, তা নিবন্ধের সম্পাদনা ইতিহাসে সংরক্ষিত আছে। আপনার নিজের শুরু করা নিবন্ধের তালিকা নিজের ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ১৬:১৪, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

নটরডেমিয়ান

[সম্পাদনা]

মুছে ফেলা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১৯, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

কলেজ টেম্পলেট

[সম্পাদনা]

নটরডেম কলেজ নিবন্ধে কলেজের জন্য প্রজয্য এমন টেম্পলেট ব্যবহার করা উচিত। কিন্তু আমার মনে হচ্ছে এমন কোন টেম্পলেট এখনও বাংলা উইকিপিডিয়াতে তৈরি করা হয় নাই। তবে একটু ধৈর্য ধরুণ, আমি খুজে দেখছি অথবা তৈরি করে দিচ্ছি। আমি আপনাকে জানাবো, ততক্ষণে অন্য কোন নিবন্ধে কাজ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩২, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

আপনার করা সংস্করণে ফেরত নিয়েছি নিবন্ধটিকে। আপাতত ঐ টেম্পলেটি দিয়েই কাজ চালিয়ে যেতে হবে। পরে সময় করে কলেজের জন্য টেম্পলেট করে দিবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৩, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

ছবিগুলো কি আপনার তোলা? সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু ছবিগুলো অন্য সাইট থেকে যাতে নেয়া না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার কাছে আরো ছবি থাকলে আমাকে বা বেলায়েতকে জানান, সেগুলো সরাসরি উইকিমিডিয়া কমন্সে দিয়ে দিলে সব ভাষার উইকিপিডিয়াতে তা ব্যবহার করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ২১:১৪, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

তাহলে সমস্যা নেই। আপনি এরকম যা যা ছবি আছে সেগুলোকে wikiphotos AT bdosn.org এই ঠিকানায় পাঠিয়ে দিন, আর সাথে "I release the photos under GNU Free Documentation License" এই অনুমতিবাক্যটি ইমেইলে লিখে দিন। তাহলে ছবিগুলোকে আমাদের স্বেচ্ছাসেবীরা কমন্সে আপলোড করে দিতে পারবে, আর সেগুলো ইংরেজি উইকিতেও ব্যবহার করা যাবে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২১:৩৭, ৪ এপ্রিল ২০০৮ (UTC)

একই Template

[সম্পাদনা]

Template:HistoryOfSouthAsiaTemplate:দক্ষিণএশিয়ারইতিহাস দুটি একই Template তৈরি করছেন। বাংলা টা রেখে ইংরাজি টা মুছে ফেলুন। জয়ন্ত নাথ ০৯:০৯, ১১ এপ্রিল ২০০৮ (UTC)

টেম্পলেট মুছতে পারি না। কিভাবে করবো? সাহায্য চাই.
রিডাইরেক্ট করে মুছে ফেলা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪১, ১৫ এপ্রিল ২০০৮ (UTC)

আজাকি ভুক্তির জন্য কি করবো?

[সম্পাদনা]
মাচু পিচু নিবন্ধটি আজাকিতে দিতে চাই। কিভাবে করবো। আজাকির প্রস্তাবনায় একটি ভূমিকা দিয়ে এসেছি, তাতে কি চলবে? মাচু পিচুতে স্থানাঙ্ক দিতে চাই। তথ্যছকে একভাবে স্থানাঙ্ক দিয়েছি কিন্তু সেটা নিবন্ধের একেবারে ওপরে দিতে চাই। এজন্য সাহায্য চাই।
আজাকির জন্য দেওয়াটা ঠিক আছে তবে খেয়াল রাখতে হবে যেন একটি আজাকিতে একের অধিক fact তথ্য না থাকে। আর আজাকির ফরমেট তা হবে এমন "আপনি জানেন কি অমুক লোক এমনটা করেছেন?"। প্রশ্ন বোধক একটা লাইন হবে। যেহেতু "আপনি জানেন কি" ইতিমধ্যে সেকশনের শিরোনামে রয়েছে আপনাকে বাকীটুকু দিতে হবে। আজাকি সম্পর্কে বিস্তারিত এবং কি ধরণের তথ্য আজাকিতে দিতে পারবেন তা জানতে আজাকির WP:DYK পাতাটি দেখুন। আর মাচু পিচু নিবন্ধের উপরে স্থানাংক যোগ করা হয়েছে, দেখে নিন কিভাবে করা হয়েছে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৬, ২১ এপ্রিল ২০০৮ (UTC)

উইকিপিডিয়াগুলোর তালিকা মেটা তৈরি করেছি, প্রথম পাতায় লিংক দিতে চাই

[সম্পাদনা]
আমি meta.wikimedia.org এ [উইকিপিডিয়াগুলোর তালিকা] তৈরি করেছি বাংলার জন্য। এটা তৈরি করেছি প্রথম পাতার অন্যান্য ভাষায় উইকিপিডিয়া এর সাথে লিংক করে দেবার জন্য। এজন্য সাহায্য চাই। এটির অনুবাদ এখনো কিছুটা বাকি আছে এবং এটি হালনাগাদ করা আমার একার পক্ষে কঠিন হয়ে যাবে, তাই অনেকের সাহায্য লাগবে।

মাচু পিচু

[সম্পাদনা]

তন্ময় ভাই,

মাচু পিচু নিবন্ধটা পড়ে আমার খুব ভালো লাগল। বাংলা অনুবাদটা খুব সুন্দর হয়েছে। আমি কয়েক জায়গায় বানান ঠিক করেছি, এবং কেচুয়া/স্পেনীয়/ইংরেজি শব্দগুলোর প্রতিবর্ণীকরণ করেছি। তা ছাড়া সেই নিবন্ধের আলাপ পাতায় আমার একটা প্রশ্ন লিখেছি। সময় পেলে দয়া করে মন্তব্য করুন। ধন্যবাদ --সামীরুদ্দৌলা ২২:২৯, ২৩ এপ্রিল ২০০৮ (UTC)

The article looks fantastic! কয়েকটা প্রতিবর্ণীকরণ ঠিক করে দিয়েছি। তা ছাড়া, কয়েকটা উইকি-লিংক মুছে ফেলে দিয়েছি, কারণ উইকিপিডিয়ার নিয়ম হচ্ছে শুধুমাত্র প্রথম instance-এ উইকিলিংক দেওয়া উচিৎ। প্রথম mention-এর পরে একই নিবন্ধের কোনও লিংক রাখা উচিৎ নয়। তাই আমি সেটাও ঠিক করে দিয়েছি। If I can be of any other help, আমাকে জানিয়ে দিন। --সামীরুদ্দৌলা ০৮:১৯, ২ মে ২০০৮ (UTC)

আজাকি হালনাগাদ

[সম্পাদনা]
Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত মাচু পিচু নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ৪ অক্টোবর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:০০, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

মোহাম্মদপুর দ্রুত অপসারণ

[সম্পাদনা]
মোহাম্মদপুর নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদ বিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষর বিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেনো আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ্য করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যাক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়া অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নির্বিঘ্নে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।— তানভিরআলাপ০০:৫১, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব

[সম্পাদনা]

তনয় ভাই, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক একটি নিবন্ধ নিয়ে কাজ করছি। বিভিন্ন সময় আমাকে উক্ত নিবন্ধে তানভির ভাই, বেলায়েত ভাই, রাগিব ভাইসহ আরো অনেক উইকিপিডিয়ান সহায়তা করেছেন, করছেন। নিবন্ধটিকে আমি ২০১০-এর ১২ সেপ্টেম্বর "পরিবেশ" ক্যাটাগরিতে ভালো নিবন্ধের জন্য প্রস্তাব করেছি। নিবন্ধে মোটামুটি সম্পূর্ণতা আনা হয়েছে। এই বিষয়টি একটি চলমান বিষয়, তাই এর সম্পাদনা একেবারে থেমে থাকবে -এমনটা আশা করা সমিচীন হবে না। তবে বড়সড় পরিবর্তন হয়তো আর আসবে না, যদিনা উল্লেখযোগ্য কোনো গবেষণা প্রতিবেদন ইতোমধ্যে আর প্রকাশিত না হয়। এদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরা দরকার। তাই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ করার মাধ্যমে প্রধান পাতায় নেবার বিকল্প নেই। কিন্তু নিবন্ধটি এখনও ভালো নিবন্ধই হতে পারেনি। সেক্ষেত্রে আপনিসহ সকল উইকিপিডিয়ানের কাছে আমার বিনীত অনুরোধ, এবার আপনারা উদ্যোগ নিয়ে নিবন্ধটিকে অন্তত ভালো নিবন্ধস্তরে উন্নীত করুন। নিবন্ধের "মৎস্যসম্পদ হ্রাস" অংশে সুন্দরবনের বর্ণনায় একটু কাটছাট করা লাগতে পারে। এছাড়া আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিবন্ধটিতে ভালো নিবন্ধের মানদন্ড বজায় রাখতে। মুহুর্মুহু তথ্যসূত্র দিয়েছি, যাতে রিভিউ করা সহজ হয়। নিতান্ত অপ্রয়োজনীয় তথ্যসূত্র আলোচনাস্বাপেক্ষে বাদ দেয়া যেতে পারে। ...তাহলে আর দেরি কেন? শুরু করে দিন। আমার ধীরগতির ইন্টারনেট সংযোগ যদি এতো বড় নিবন্ধ তৈরিতে বাধা না হতে পারে, তবে আপনি আটকে আছেন কিসে? একটু সহায়তা চাই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৪৮, ১৪ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

Invite to WikiConference India 2011

[সম্পাদনা]

Hi Ali Haidar Khan,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

দ্বিজেন শর্মা স্যারের জীবনী

[সম্পাদনা]

তন্ময় ভাই, আসসালামু 'আলাইকুম এবং ঈদ মোবারক!
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, নটরডেম কলেজের প্রথিতযশা শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞানী স্যার দ্বিজেন শর্মা বিষয়ে ইংরেজি উইকিপিডিয়ায় কোনো নিবন্ধই নেই। বাংলা নিবন্ধতে প্রচুর কপিরাইটেড লেখা। আমি বাংলা নিবন্ধটিকে মানসম্মত অবস্থায় আনতে কাজ করছি। ঈদের ছুটিতে, স্যারের বৃদ্ধ বয়সে, স্যারের জন্য কি আমরা সব নটর ডেমিয়ানরা সম্মিলিত প্রয়াসে একটা ইংরেজি নিবন্ধ উপহার দিতে পারি না স্যারের জীবনী দিয়ে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:০০, ২৯ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই! তবে আমার মনে হয় বাংলা নিবন্ধটা মোটামুটি মানে নিয়ে আসতে পারলে পর ওটার ইংরেজি অনুবাদ করে দেয়াটা সহজ হবে। আপনি বাংলাটা অনুবাদ করার পর্যায়ে আসলে আমাকে জানান, আমি ইংরেজি উইকিতে অনুবাদটা করে দেব। আলী হায়দার খান তন্ময় (আলাপ) ১৫:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা সারাংশ

[সম্পাদনা]

উইকিপিডিয়াতে আপনি নিয়মতভাবে অবদান রাখছেন। কিন্তু আপনার সম্পদনাগুলোতে আপনি সম্পাদনা সারাংশ ব্যবহার করেন না। অনুগ্রহ করে পরবর্তী সম্পদানাগুলোতে এই বিষয়টি খেয়াল রাখেন। কারণ এটি লেখা হলে নির্দিষ্ট সম্পাদনাতে কি পরিবর্তন করা হয়েছে অন্যান্য ব্যবহারকরীরা সেটি সহজেই বুঝতে পারা যায়। --নাসির খান সৈকতআলাপ ০৮:২০, ৬ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ

[সম্পাদনা]

তন্ময় ভাই, চুনাতি অভয়ারণ্যে আপনার চোখ পড়ায় খুব ভালো লাগছে। ওটার আলাপ পাতায় একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি ঝামেলাটার কিছুই বুঝতে পারছি না আসলে। আশা করি ভালো আছেন। ভালো থাকার দোয়া। আল্লাহ হাফেজ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:২৩, ১৩ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন

[সম্পাদনা]

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২০, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Nomination of চাকমা বর্ণমালা for deletion

[সম্পাদনা]
A discussion is taking place as to whether the article চাকমা বর্ণমালা is suitable for inclusion in Wikipedia according to Wikipedia's policies and guidelines or whether it should be deleted.

The article will be discussed at Wikipedia:Articles for deletion/চাকমা বর্ণমালা until a consensus is reached, and anyone is welcome to contribute to the discussion. The nomination will explain the policies and guidelines which are of concern. The discussion focuses on high-quality evidence and our policies and guidelines.

Users may edit the article during the discussion, including to improve the article to address concerns raised in the discussion. However, do not remove the article-for-deletion template from the top of the article. বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪১, ২৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

[সম্পাদনা]
সুপ্রিয়, Ali Haidar Khan। Aftab1995-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
লিমন ২০:১০, ২৭ মে ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

লিমন ২০:১০, ২৭ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

May 2013

[সম্পাদনা]

Thank you for your contributions to Wikipedia. In the future, it is recommended that you use the preview button before you save; this helps you find any errors you have made, reduces edit conflicts, and prevents clogging up recent changes and the page history. Thank you. বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৫, ৩১ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

June 2013

[সম্পাদনা]

Thank you for your contributions to Wikipedia. Regarding your edits to তক্ষশীলা, it is recommended that you use the preview button before you save; this helps you find any errors you have made, reduces edit conflicts, and prevents clogging up recent changes and the page history. Thank you. বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৫, ৪ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Thank you for your contributions to Wikipedia. I noticed your recent edit to অঙ্গ does not have an edit summary. Please provide one before saving your changes to an article, as the summaries are quite helpful to people browsing an article's history. Thanks! বেলায়েত (আলাপ | অবদান) ১৮:১৭, ৪ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কর্ণপাতের অনুরোধ

[সম্পাদনা]

আপনাকে শুরু থেকেই প্রাকদর্শন বোতামটি ব্যবহার নিয়ে বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, অনেকবার অনুরোধও করা হয়েছে। কিন্তু আপনি তাতে কোন সাড়া দিচ্ছেন না। কোনো সমস্যার কথাও জানাচ্ছেন না। আপনি সম্পাদনা করার সময় প্রতিটি পদক্ষেপেও সংরক্ষণ বোতাম চাপছেন। অর্থ্যাত ছোট কোনো সম্পাদনাতেই আপনি পাতাটি সংরক্ষণ করছেন। তাতে সাম্প্রতিক পরিবর্তন পাতায় আপনার ছোট ছোট অনেকগুলো সম্পাদনা ভুক্তি যোগ হচ্ছে। এতে করে সম্পাদনা প্রট্রোলে অযথাই বেগ পেতে হচ্ছে। অনুগ্রহ করে প্রাকদর্শন বোতামটি ব্যবহার করুন প্রিভিউ দেখার জন্য এবং অনেকগুলো সম্পাদনা একসাথে হলে তবেই পাতাটি সংরক্ষণ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৮, ৫ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আমার কম্পিউটার স্লো এবং নেট এর স্পীডও কম। প্রাকদর্শণ করতে যে সময় ব্যয় হয় সেটা করতে গেলে সম্পাদনাই করা যাবে না। আর যেহেতু আমি সাধারণত ইংরেজি থেকে অনুবাদের কাজ করে থাকি, তাই আমার জন্য এভাবেই সুবিধা। তাছাড়া আমার সম্পাদণায় প্যাট্রোল করে আপনার সময় নষ্ট করতে হবে না সেটা আপনি ভাল করে জানেন। ইংরেজি উইকিপিডিয়াতে এর চাইতে হাজারগুণ বেশি সম্পাদণা হয় এবং সেখানে সবকিছু ঠিকভাবেই চলছে। এখানে আমি নতুন নিবন্ধ তৈরিতেই সাধারণত কাজ করি, গুণগত কিছু হয় না বা টুকটাক মেনটেনেন্স, ট্যাগ লাগিয়ে বেড়ানো এসব অযথা কাজ করা মতো সময় আমার নেই। বাংলা উইকিপিডিয়াতে ভালমানের অনেক নিবন্ধ দরকার এবং আমি মনে করি সবারই তাই করা উচিৎ। ধন্যবাদ - আলী হায়দার খান (তন্ময়) (আলাপ) ০৯:১০, ৭ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার সম্পাদনা পেট্রোল করার প্রয়োজন নেই তা জেনেই আমি আপনাকে আটোপেট্রোল ফ্লাগ দিয়েছি। সমস্যাটি হচ্ছে আপনার ছোট ছোট সম্পদনার ভীরে অন্যের সম্পাদনা খুজেঁ পাওয়া। এ ধরনের পরামর্শ ইংরেজি উইকিপিডিয়াতেও একই কারণে দেওয়া হয়। তাই অনুরোধ জানানো। আর বাংলা উইকিপিডিয়ায় আপনার গুণগত অবদান এবং ভালো মানের নিবন্ধের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ২০:৫৭, ৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রশাসকদের আলোচনাসভা

[সম্পাদনা]

বর্তমানে প্রশাসকদের আলোচনাসভায় বাংলা উইকি-তে ফাইল মুভার নামে একটি ব্যবহারকারী গ্রুপ প্রবর্তনের বিষয়ে আলোচনা রয়েছে। এখানে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ।----প্রত্যয় (স্বাগতম) ১৪:১২, ২৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Wikimedia LGBT

[সম্পাদনা]

I am reaching out to people who have translated pages at Wikimedia Outreach to assist with translating pages at Wikimedia LGBT. If you are willing and able, any assistance would be appreciated. If not, I understand. Thanks for your consideration. --Another Believer (আলাপ) ২২:৪৩, ৪ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিনিময় ভারসাম্য পাতাটি লেনদেন ভারসাম্য তে স্থানান্তর প্রসঙ্গে।

[সম্পাদনা]

তন্ময় ভাই, শুভেচ্ছা নিন। বহুকাল পূর্বে আপনি বিনিময় ভারসাম্য পাতাটি তৈরী করেছিলেন এবং বেশ খানিকটা সম্প্রসারণও করেছেন। Balance of Payment খুঁজতে গিয়ে পাতাটিতে আমার নজর পরে। আমার মনে হয় বিনিময় ভারসাম্য পাতাটি লেনদেন ভারসাম্যে স্থানান্তর করলে আরও অর্থপূর্ন হত। আমি এই বিষয়ে সম্পূর্ন নিশ্চিত নই তাই আপনাকে জানালাম। বাংলা মিডিয়ামে না পড়ার কারণে অনেক শব্দের সঠিক বাংলা বের করতে আমার বেশ অসুবিধা হয় এবং জানা থাকলেও দ্বিধা দ্বন্দ্বে ভুগি। অনুগ্রহ করে নিবন্ধটি স্থানান্তর করা যায় কি না এ সম্পর্কে আমাকে একটু ধারনা দিন। ভাল থাকবেন। -আসিফ মুকতাদির (আলাপ) ১৭:৫৮, ৫ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর উইকি পেজ বিষয়ে

[সম্পাদনা]

কাইন্ডলি জানাবেন....যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সে মাঠে আজ বসে নেশার হাট".....এটা রুদ্রের কোন কবিতার অংশ??

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা

[সম্পাদনা]
আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৮:২৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা

[সম্পাদনা]
মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৭:৩০, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

থ্রিজি (দেশসমূহ) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on থ্রিজি (দেশসমূহ) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ১০:৫৬, ২ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৫, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ

[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

নিবন্ধ স্থানান্তর প্রক্রিয়া

[সম্পাদনা]

লক্ষ্য করা গেছে যে, আপনি `টুইঙ্কেল’ নামক একটি বিশেষ টুলস ব্যবহারের মাধ্যমে নিবন্ধকে স্থানান্তর করেছেন। কিন্তু নিবন্ধকে স্থানান্তর করার পূর্বে -

  • পছন্দের শিরোনামে পুণঃনির্দেশ করুন; বা,
  • সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা ব্যবহার করতঃ অপেক্ষা করুন; বা,
  • ব্যবহারকারী সক্রীয় হলে - নিবন্ধ প্রণেতাকে অবগত করুন। বা,
  • ব্যবহারকারী নিষ্ক্রীয়/অনিয়মিত হলে - সঠিক শিরোনামে স্থানান্তরের পূর্বে অভিধান/গুগলে অনুসন্ধান [১] [২] করুন বা অন্য কোন সক্রীয় ব্যবহারকারীকে জানান!

কিন্তু, এগুলো অনুসরণ না করে নিবন্ধ স্থানান্তর প্রক্রিয়া অসম্পূর্ণ; অর্থাৎ, নিবন্ধের আলাপ পাতা রয়েছেই সংশ্লিষ্ট নিবন্ধের উন্নতি বা মতামত ব্যক্ত করার জন্যে - তা নিশ্চয়ই আপনার অজানা নয়! - Suvray (আলাপ) ১৭:৩৫, ৪ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন

[সম্পাদনা]

সুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।

নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০০, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
দলগত কাজের পদক
উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:২২, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ, Ali Haidar Khan!

[সম্পাদনা]
-- Iqsrb722 (আলাপ) ০৪:১৩, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

[সম্পাদনা]

সুপ্রিয় Ali Haidar Khan,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:নটর ডেম কলেজের লোগো.jpg দ্রুত অপসারণ

[সম্পাদনা]
চিত্র:নটর ডেম কলেজের লোগো.jpg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে
এই মুক্ত নয় চিত্রের একাধিক প্রতিলিপি রয়েছে এবং টেমপ্লেটের চিত্রটি প্রতিস্থাপিত হয়েছে

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:নটর ডেম কলেজের লোগো.jpg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ০৪:২৯, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

সুপ্রিয় Ali Haidar Khan,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ

[সম্পাদনা]
সুপ্রিয় Ali Haidar Khan, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৮:৪৮, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

[সম্পাদনা]

সুপ্রিয় Ali Haidar Khan,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

[সম্পাদনা]

সুপ্রিয় Ali Haidar Khan,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

[সম্পাদনা]

সুপ্রিয় Ali Haidar Khan,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:সম্পাদকের নির্ঘণ্ট নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য উইকিপিডিয়া:সম্পাদকের নির্ঘণ্ট নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

বাংলা নয়

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ―  ☪  কাপুদান পাশা () ১২:১০, ৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন