বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক সৌধ দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্তর্জাতিক সৌধ দিবস উপলক্ষ্যে ২০১৫ সালের ১৮ই এপ্রিল ও ১৯শে এপ্রিল ৪৮ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হবে।

  • বিষয় - ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
  • শুরু - ভারতীয় ও বাংলাদেশ সময় অনুসারে, ১৮ই এপ্রিল, ০০-০১ ঘন্টা (ইউটিসি ৫:৩০ ও +৬:০০)
  • শেষ- ভারতীয় ও বাংলাদেশ সময় অনুসারে, ১৯শে এপ্রিল, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি ৫:৩০ ও +৬:০০)
  • নতুন নিবন্ধের সংখ্যা -
  • মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা -

প্রস্তুতি

[সম্পাদনা]

কী করবেন

[সম্পাদনা]
  1. ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
  2. ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন।
  3. যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
  4. উইকিডাটার সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
  5. নিবন্ধ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিক ভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণীভূক্ত করুন।

কী করবেন না

[সম্পাদনা]
  1. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
  2. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
  3. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।

নতুন নিবন্ধের তালিকা

[সম্পাদনা]

মানোন্নয়নযোগ্য পুরাতন নিবন্ধের তালিকা

[সম্পাদনা]

নতুন টেমপ্লেট

[সম্পাদনা]

পুরাতন মানোন্নয়নকৃত টেমপ্লেট

[সম্পাদনা]

অংশগ্রহণ করলেন

[সম্পাদনা]
  1. সুব্রত রায়
  2. বোধিসত্ত্ব
  3. সর্বান
  4. Sajibur
  5. দেবাশিস মল্লিক

অংশগ্রহণে ইচ্ছুক

[সম্পাদনা]
  1. বোধিসত্ত্ব (আলাপ) ২১:১৫, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  2. Kishorsopnoneel (আলাপ) ০৩:০১, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  3. Sajibur (আলাপ) ০৬:৪৭, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  4. Suman420 (আলাপ) ১০:৩৬, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  5. Shahadat.natore6400 (আলাপ) ০৪:২৩, ১৯ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  6. Minister of Welfare CHAT০৮:২১, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  7. --Aasif (আলাপ) ০৪:২৪, ১৯ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  8. রাকিব (আলাপ) ১৮:৫১, ১৯ মার্চ ২০১৫‎ (ইউটিসি)[উত্তর দিন]
  9. মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৪:৫৪, ২৭ মার্চ ২০১৫‎ (ইউটিসি)[উত্তর দিন]
  10. Md Mohan Mozumder (আলাপ) ২০:২৭, ২৪ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  11. Ashisullah (আলাপ) ১৭:০১, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  12. রাজিব বিশ্বাস​ (আলাপ - অবদান) 0১:20, ১৮ এপ্রিল ২০১৫‎ (Magura)