উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক সৌধ দিবস
অবয়ব
আন্তর্জাতিক সৌধ দিবস উপলক্ষ্যে ২০১৫ সালের ১৮ই এপ্রিল ও ১৯শে এপ্রিল ৪৮ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হবে।
- বিষয় - ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
- শুরু - ভারতীয় ও বাংলাদেশ সময় অনুসারে, ১৮ই এপ্রিল, ০০-০১ ঘন্টা (ইউটিসি ৫:৩০ ও +৬:০০)
- শেষ- ভারতীয় ও বাংলাদেশ সময় অনুসারে, ১৯শে এপ্রিল, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি ৫:৩০ ও +৬:০০)
- নতুন নিবন্ধের সংখ্যা -
- মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা -
প্রস্তুতি
[সম্পাদনা]- এডিটাথনে অংশগ্রহণকারীরা কে কোন নিবন্ধে (নতুন বা বর্তমান) কাজ করবেন সেটা আগে থেকে ঠিক করে নিয়ে উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক সৌধ দিবস#কর্মবিভাজন অংশে তালিকাভুক্ত করুন।
কী করবেন
[সম্পাদনা]- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন।
- যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
- উইকিডাটার সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
- নিবন্ধ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিক ভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণীভূক্ত করুন।
কী করবেন না
[সম্পাদনা]- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
- সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।
নতুন নিবন্ধের তালিকা
[সম্পাদনা]- দক্ষিণ এশিয়ার বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকা
- আফগানিস্তানের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকা
মানোন্নয়নযোগ্য পুরাতন নিবন্ধের তালিকা
[সম্পাদনা]নতুন টেমপ্লেট
[সম্পাদনা]পুরাতন মানোন্নয়নকৃত টেমপ্লেট
[সম্পাদনা]অংশগ্রহণ করলেন
[সম্পাদনা]অংশগ্রহণে ইচ্ছুক
[সম্পাদনা]- বোধিসত্ত্ব (আলাপ) ২১:১৫, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)
- Kishorsopnoneel (আলাপ) ০৩:০১, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)
- Sajibur (আলাপ) ০৬:৪৭, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)
- Suman420 (আলাপ) ১০:৩৬, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)
- Shahadat.natore6400 (আলাপ) ০৪:২৩, ১৯ মার্চ ২০১৫ (ইউটিসি)
- Minister of Welfare CHAT০৮:২১, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)
- --Aasif (আলাপ) ০৪:২৪, ১৯ মার্চ ২০১৫ (ইউটিসি)
- রাকিব (আলাপ) ১৮:৫১, ১৯ মার্চ ২০১৫ (ইউটিসি)
- মৌর্য্য বিশ্বাস (আলাপ - অবদান) ১৪:৫৪, ২৭ মার্চ ২০১৫ (ইউটিসি)
- Md Mohan Mozumder (আলাপ) ২০:২৭, ২৪ মার্চ ২০১৫ (ইউটিসি)
- Ashisullah (আলাপ) ১৭:০১, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)
- রাজিব বিশ্বাস (আলাপ - অবদান) 0১:20, ১৮ এপ্রিল ২০১৫ (Magura)