বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Mmrsafy

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সীমান্ত ব্যাংক-এর লোগো প্রসঙ্গে

[সম্পাদনা]

আমি সীমান্ত ব্যাংক-এর লোগোর একটি নতুন সংস্করণ আপলোড করতে চেয়েছিলাম। ফাইলটির ইতিহাসে থাকা ২য় সংস্করণটি। কিন্তু না বুঝে পরের ২টা সংস্করণ সংযুক্ত করে ফেলেছি। এজন্য দুঃখ প্রকাশ করছি। যদি সম্ভব হয় আপনি ২য় সংস্করণটি বা মূল সংস্করণটি ফিরিয়ে দিন। ধন্যবাদ। রুবেল শেখ (আলাপ) ১৩:৪৮, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
সম্পাদকের পদক
সাফি, আমার দেখা অল্প সময়ে উইকি আয়ত্বে নিয়ে আসার সম্পাদকদের মধ্যে একজন। সাফির কাজ দেখে আমি আবিভুত এবং ওর উইকি পথচলা সুগম হৌক এই কামনায় আমার পক্ষ থেকে তাকে সম্পাদকের পদক প্রদান করলাম। Nahid Hossain (আলাপ) ২০:০১, ৩০ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সম্প্রসারন

[সম্পাদনা]

সাফি, আমি তোমার সম্পাদনায় বেশ মুগ্ধ। বিশেষ করে বলা যেতে পারে তুমি অল্প সময়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেছো। কিন্তু তোমার কিছু নিবন্ধ নিবন্ধের শিরোনাম বিবেচনায় বেশ ছোট হয়ে যাচ্ছে। নিবন্ধ সমূহ পরে হয়তো সম্প্রসারন করা যেতে পারে, কিন্তু একবার তৈরি নিবন্ধ সম্প্রসারন হতে বেশ দেরি হয়ে যায়। উদাহরন হিসেবে বলবো হুকের সূত্র নিবন্ধটি’র জন্য একটি ইংরেজী নিবন্ধ আছে যা পাওয়া যাবে এখানে। তুমি এইরকম নিবন্ধ এর ক্ষেত্রে কিছু কন্টেন্ট ইংরেজী থেকে নিয়ে অনুবাদ করতে পারো। এতে একটা ভালো মানের নিবন্ধ বাংলা উইকিতে পাওয়া যাবে এবং নিবন্ধটি মূল ইংরেজী নিবন্ধ এর সাথে যুক্ত করা যাবে। তোমার সফলতা কামনা করছি। --Nahid Hossain (আলাপ) ০৪:৪৯, ১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এটা আমার ভুল ছিল। বাংলায় নিবন্ধ না পেয়ে নতুন নিবন্ধ শুরু করেছিলাম প্রাথিমিক ভাবে। আসতে আসতে সম্প্রসারিত করতাম, যাইহোক আমি নিবন্ধটি সম্প্রসারণে সচেষ্ট হব। Mmrsafy (আলাপ) ০৮:৪৫, ১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
পরিশ্রমী পদক
অসাধারণ পর্যবেক্ষণ এবং সম্প্রদায়ের প্রতি সেবামূলক মানসিকতার সমন্বয় আপনার মধ্যে আছে তা আপনি অল্প সময়েই প্রমান করেছেন। তাই আমার পক্ষ থেকে এই পদকটি আপনার জন্য। নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ০৭:১৬, ৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
দলগত কাজের পদক
উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:১৪, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেনীতে উইকি সংযোগ

[সম্পাদনা]

হ্যালো সাফি ভাই, বাংলা উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ জানাই। আজ সন্ধ্যায় আপনি ১৩ টি নতুন বিষয়শ্রেণী তৈরী করেছেন। আপনি যদি বিষয়শ্রেণী তৈরী করার পরে অন্য ভাষার উইকির বিষয়শ্রেণীর সংগে সংযোগ দিয়ে দেন তবে কাছাকাছি নামের বিষয়শ্রেণী কম তৈরী হবে। ধন্যবাদ। ফেরদৌস

২০:০২, ২৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
অন্য উইকির বিষয়শ্রেণীর সাথে কিভাবে সংযোগ দিতে হয়? Mmrsafy (আলাপ) ০৫:১৮, ২৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণী পৃষ্ঠার বাম পাশের সাইড বারের নিচের দিকে আছে দেখুন, অন্য ভাষার সাথে সংযোগ। ফেরদৌস
হ্যা পেয়েছি। 'ভাষা' এবং 'পাতা' দুইটি শূণ্য ঘর দেখাচ্ছে। এই দুই জায়গায় যে নিবন্ধের সাথে সংযোগ দেব তার মুল ভাষা ও পাতার নাম দেব? Mmrsafy (আলাপ) ০৭:০৫, ২৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
এখানে আপনার ইচ্ছাকৃত কোন কিছু দেওয়ার সুযোগ নেই। ধরুন আপনি বিষয়শ্রেণী:ধোঁয়াশা পাতাটি তৈরী করেছেন। ইংরেজী উইকিতে একই বিষয়ের বিষয়শ্রেণী আছে category:smog পাতাটি আছে। তাহলে আপনি প্রথম ঘরে লিখবেন enwiki এবং দ্বিতীয় ঘরে category:smog লিখবেন। ফেরদৌস
আচ্ছা আচ্ছা। বুঝেছি ভাই, ধন্যবাদ। ফেসবুকে মেসেজ দিয়েছি আপনাকে, হয়তো আদার্সে গেছে।

বিষয়শ্রেণী প্রসঙ্গে

[সম্পাদনা]

আপনি সম্প্রতি বেশ কিছু নতুন নিবন্ধ তৈরি করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। বিষয়শ্রেণীগুলোও যদি ইংরেজি উইকি থেকে কপি করেন, তাহলে আরোও ভালো হয়। যেমন, বিষয়শ্রেণী:মসজিদ হলো মূল বিষয়শ্রেণী, এর অন্তর্গত হলো বাংলাদেশের মসজিদ/ভারতের মসজিদ। এখন বাংলাদেশের অবস্থিত মসজিদের জন্য বিষয়শ্রেণী হবে "বাংলাদেশের মসজিদ", তখন আর বিষয়শ্রেণী:মসজিদ হবে না। একই ভাবে "রাজনীতিবিদ" না হয়ে "বাংলাদেশের রাজনীতিবিদ" হবে। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বুঝলাম। কিন্তু আমেরিকার একটা মসজিদের নিবন্ধ এ বিষয়শ্রেণী হিসেবে তো "মসজিদ" এবং "আমেরিকার মসজিদ" দুটোই দিতে হয়,তাইনা? এতে "মসজিদ" বিষয়শ্রেণী খুঁজলে সেখানে উপ-বিষয়শ্রেণী হিসেবে "আমেরিকার" মসজিদ দেখাবে। এতে তথ্য খুঁজে পেতে সুবিধা হবে,তাইনা? Mmrsafy (আলাপ) ১৫:৫১, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
বাংলাদেশের মসজিদেও যদি "মসজিদ" বিষয়শ্রেণী না দিতে বলেন, তবে তা দিবেন কোথায়? সহজ কথা হলো একটা নিবন্ধ যত ক্যাটাগরিতে পড়বে সবই দেওয়া উচিত। বায়তুল মোকাররম হলো ঢাকার মসজিদ, বাংলাদেশের মসজিদ, এশিয়ার মসজিদ। একই জিনিসের একাধিক ক্যাটাগরিতে পরিচয় দেওয়া যায়। Mmrsafy (আলাপ) ১৬:০৫, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি) Mmrsafy (আলাপ) ১৬:০৫, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"মসজিদ" এবং "আমেরিকার মসজিদ" দুটোই দেয়া উচিত হবে না। কারন "মসজিদ" বিষয়শ্রেণীর মাঝেই "আমেরিকার মসজিদ" আছে। তাই সরলীকরণের জন্য একটা ব্যবহার করাই উত্তম। আর "মসজিদ" বিষয়শ্রেণী মসজিদ সম্পর্কিত অন্য বিষয়শ্রেণী বা নিবন্ধে যুক্ত করা যায় বা আছে।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৮:২৬, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
সরলীকরণের প্রশ্নে কথাটি ঠিক। পরবর্তী নিবন্ধ সরলীকরণের চেষ্টা করব। ধন্যবাদ রকি ভাই। Mmrsafy (আলাপ) ১৮:৩০, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প ইসলাম-আমন্ত্রণ

[সম্পাদনা]

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৮:৪৩, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি উক্ত প্রকল্পে অনেক আগে থেকেই আছি, আপনি হয়তো অংশগ্রহণকারীর তালিকা দেখেন নি। Mmrsafy (আলাপ) ১৩:৩০, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) Mmrsafy (আলাপ) ১৩:৩০, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
নিরলস অবদানের পদক
নিরলসভাবে বহু নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:৫২, ৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
পরিশ্রমী পদক
পরিশ্রমী পদক দিতে আরেকটু দেরী করবো কিনা ভাবছিলাম। যথেষ্ট শ্রম দিচ্ছো বাংলা উইকিপিডিয়ায়। এই শ্রমের ধারা অব্যহত থাকুক। ফেরদৌস১০:১০, ১২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

রোকেয়া লিটা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

রোকেয়া লিটা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রোকেয়া লিটা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ মহীন (আলাপ) ০৮:০৯, ১৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অসমীয়া বর্ণমালা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - Nahid Hossain (আলাপ), শুক্রবার ৬:৩৩, ০৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি শরিয়াহর উৎস নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ •, রবিবার ৭:৩৬, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি পুরুষ মানুষ নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পুরুষ মানুষ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ •, রবিবার ১০:১০, ১২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি পূর্ব নাগরী বর্ণমালা নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি পূর্ব নাগরী বর্ণমালা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ফেরদৌস •, বুধবার ১৮:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Review of initial updates on Wikimedia movement strategy process

[সম্পাদনা]

Note: Apologies for cross-posting and sending in English. Message is available for translation on Meta-Wiki.

The Wikimedia movement is beginning a movement-wide strategy discussion, a process which will run throughout 2017. For 15 years, Wikimedians have worked together to build the largest free knowledge resource in human history. During this time, we've grown from a small group of editors to a diverse network of editors, developers, affiliates, readers, donors, and partners. Today, we are more than a group of websites. We are a movement rooted in values and a powerful vision: all knowledge for all people. As a movement, we have an opportunity to decide where we go from here.

This movement strategy discussion will focus on the future of our movement: where we want to go together, and what we want to achieve. We hope to design an inclusive process that makes space for everyone: editors, community leaders, affiliates, developers, readers, donors, technology platforms, institutional partners, and people we have yet to reach. There will be multiple ways to participate including on-wiki, in private spaces, and in-person meetings. You are warmly invited to join and make your voice heard.

The immediate goal is to have a strategic direction by Wikimania 2017 to help frame a discussion on how we work together toward that strategic direction.

Regular updates are being sent to the Wikimedia-l mailing list, and posted on Meta-Wiki. Beginning with this message, monthly reviews of these updates will be sent to this page as well. Sign up to receive future announcements and monthly highlights of strategy updates on your user talk page.

Here is a review of the updates that have been sent so far:

More information about the movement strategy is available on the Meta-Wiki 2017 Wikimedia movement strategy portal.

Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation, ২০:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি) • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুনGet help

অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy, উইকিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। গত কয়েকদিনে আপনি কিছু অপসারণ প্রস্তাবনা এনেছেন, প্রস্তাবনা আনা ভাল কিন্তু আপনি কিছু নিবন্ধের অপসারণ প্রস্তাবনা এনেছে সেগুলো দ্রুত অপসারণ প্রস্তাবনায় অপসারিত হওয়ার যোগ্য ছিল, এর জন্য আলোচনার প্রস্তাবনার প্রয়োজন ছিল না। যেমন সেক্স শোতে টুইংকল থেকে দ্রুত অপসারণ ট্যাগ নি২, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তে নি১/স১/স২ বা নিজস্ব যৌতিকতা (নিজস্ব যৌতিকতায় আপনি নিজের মত করে কারণ উল্লেখ করতে পারেন), International Union of Pure and Applied Physics নিবন্ধটি পুর্বের নিবন্ধে পুনর্নির্দেশ করে দিলে হত। আবারো ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ০২:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি ভেবেছিলাম নিবন্ধ প্রণেতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া যেতে পারে। Mmrsafy (আলাপ) ০৩:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি) Mmrsafy (আলাপ) ০৩:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পোস্ত

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে তিন/চার প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে তিন/চার প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি ফেসবুকে বলেছিলাম একবার যে আমি পথ শিশুদের নিয়ে একটা কাজে কিছুদিন আটকে আছি। উইকিপিডিয়াতে তাই অনুবাদের কাজ করছি না এবং তাই যেন আমার নিবন্ধ অপসারিত না হয়। Mmrsafy (আলাপ) ১৭:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan:, নিবন্ধটা ফিরিয়ে আনা হলে ভালো হত, আমি ৩/৪ দিনের মধ্যেই শেষ করে দেব, ওয়াদা,, Mmrsafy (আলাপ) ১৭:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিদ্যানন্দ ফাউন্ডেশন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

বিদ্যানন্দ ফাউন্ডেশন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বিদ্যানন্দ ফাউন্ডেশন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৫, ৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Overview #2 of updates on Wikimedia movement strategy process

[সম্পাদনা]

Note: Apologies for cross-posting and sending in English. This message is available for translation on Meta-Wiki.

As we mentioned last month, the Wikimedia movement is beginning a movement-wide strategy discussion, a process which will run throughout 2017. This movement strategy discussion will focus on the future of our movement: where we want to go together, and what we want to achieve.

Regular updates are being sent to the Wikimedia-l mailing list, and posted on Meta-Wiki. Each month, we are sending overviews of these updates to this page as well. Sign up to receive future announcements and monthly highlights of strategy updates on your user talk page.

Here is a overview of the updates that have been sent since our message last month:

More information about the movement strategy is available on the Meta-Wiki 2017 Wikimedia movement strategy portal.

Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation, ১৯:৪২, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি) • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুনGet help

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৮:৫৪, ১১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ সাফি ১৭:৩৫, ১২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

We invite you to join the movement strategy conversation (now through April 15)

[সম্পাদনা]

০৫:০২, ১৮ মার্চ ২০১৭ (ইউটিসি)

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

১৭:৫৩, ৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

১৮:৩৪, ১০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

জাতীয়তাসূচক বিশেষণ সঠিকভাবে লিখন

[সম্পাদনা]

শুভেচ্ছা নিবেন মোস্তাফিজুর রহমান সাফি। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি লক্ষ্য করলাম আপনি জাতীয়তাসূচক বিশেষণ সঠিকভাবে বাংলা করছেন না। এটি ঠিক করতে যেয়ে অন্যদের কাজ বেড়ে যায়। আপনার ভুল অনুবাদের কিছু উদাহরণ: আপনি আমেরিকান লিখছেন যা আসলে বাংলায় মার্কিন হবে, একই রকম জাপানিজ নয় জাপানি হবে, আর্জেন্টাইন নয় আর্জেন্টিনীয় হবে; আরেকটি ভুল হল পর্নোগ্রাফিক অভিনেতা/ত্রী নয় পর্নোগ্রাফি অভিনেতা/ত্রী হবে (ক বাদ যাবে)। জাতীয়তাসূচন বিশেষণ অনুবাদে গুগল অনুবাদ ব্যবহার করবেন না, গুগল অনুবাদ বেশীরভাগ ক্ষেত্রে এটি ভুল অনুবাদ করে। জাতীয়তাসূচক বিশেষণের প্রয়োগের বিষয়ে উইকিপিডিয়া:বাংলা প্রয়োগবিধি#জাতীয়তাসূচক বা উদ্ভবস্থলসূচক বিশেষ্য ও বিশেষণ দেখুন। বাংলায় জাতীয়তাসূচক বিশেষণের একটি তালিকা পেতে উইকিপিডিয়া:এলাকাভিত্তিক বিশেষণের তালিকা দেখুন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৮:৩৪, ১১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

১৯:৩২, ১৭ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
দলগত কাজের পদক
সুপ্রিয় Mmrsafy,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) ১৯:৩৪, ২১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

১৬:৪০, ২৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

১৯:৪৯, ১ মে ২০১৭ (ইউটিসি)

০২:২৪, ৯ মে ২০১৭ (ইউটিসি)

২১:৪৮, ১৫ মে ২০১৭ (ইউটিসি)

১৯:৩০, ১৬ মে ২০১৭ (ইউটিসি)

২২:০২, ২২ মে ২০১৭ (ইউটিসি)

১২:১৮, ৩০ মে ২০১৭ (ইউটিসি)

১৯:০৪, ৫ জুন ২০১৭ (ইউটিসি)

১৫:২৯, ১২ জুন ২০১৭ (ইউটিসি)

১৫:৪৪, ১৯ জুন ২০১৭ (ইউটিসি)

ইদ মোবারক

[সম্পাদনা]
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৯:০৮, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

১৫:৩৮, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)

১৫:৩১, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)

১৫:০৭, ১০ জুলাই ২০১৭ (ইউটিসি)

২২:৫৯, ১৭ জুলাই ২০১৭ (ইউটিসি)

১৫:৫৭, ২৪ জুলাই ২০১৭ (ইউটিসি)

২১:৪৫, ৩১ জুলাই ২০১৭ (ইউটিসি)

২১:৪৫, ৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)

২৩:২৮, ১৪ আগস্ট ২০১৭ (ইউটিসি)

নুরুল ইসলাম ফারুকী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

নুরুল ইসলাম ফারুকী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নুরুল ইসলাম ফারুকী (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ মহীন (আলাপ) ২১:৪৭, ১৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

১৮:০০, ২১ আগস্ট ২০১৭ (ইউটিসি)

২২:০৯, ২৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)

ঈদ মোবারক

[সম্পাদনা]

ব্যবহারকারী:Tahmid02016/বার্তাবাক্স/1

২২:১৪, ৪ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

১৯:১৫, ১১ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

১৫:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

১৫:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

আহা কল্যাণম

[সম্পাদনা]

@সাফি ভাই, আহা কল্যাণম পাতাটি থেকে ছবি সরানো হলো কেন? এস তুষার (আলাপ) ১৪:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@এস তুষার: ভাই, এবার দেখুন। সাফি বার্তা ১৪:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান

[সম্পাদনা]

@সাফি ভাই, আমি অভিজিৎ রায় এর লেখা বই সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান উইকি পাতা তৈরি করেছি, এটি মুছে ফেলা হবেনা তো? এস তুষার (আলাপ) ১৪:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এস তুষার , বই এর ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করা হয়, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই) সাফি বার্তা ১৬:২৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সাফি ভাই, ঐ পাতাটির ক্ষেত্রে আমি আর কোনো রেফারেন্স খুঁজে পাচ্ছিনা। এস তুষার (আলাপ) ১৭:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ছোট নিবন্ধ অনুবাদ

[সম্পাদনা]

সাম্প্রতিক সময়ে তোমার শুরু করা বেশ কিছু নিবন্ধ দেখলাম। মাইকেল ডব্লিউ ইয়ংমাইকেল রসব্যাশ ‎জেফ্রি সি হল এর মতো বেশ কিছু সমৃদ্ধ নিবন্ধের কেবল মাত্র শিরোনাম অংশ অনুবাদ করে রেখে দিয়েছো। কোন নিবন্ধ তৈরির সময় কমপক্ষে তিন/চার প্যারা অনুবাদ যুক্ত করলে ভালো হয় এবং পরবর্তীতে সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করতে পারবে। তিনটা ছোট ছোট অসম্পূর্ন নিবন্ধ না করে একটাতে ৩ টা প্যারা করে রেখে দাও, তারপর আরেকটা ধরো। আশা করি বিষয়টি নিয়ে পরবর্তি নিবন্ধ তৈরির ক্ষেত্রে আরো সচেতন হবে। --নাহিদ হোসেন (আলাপ) ১৮:১৮, ২ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্প্রসারণের কাজ চলছে তো, এপর্যন্ত আমার মনে হয় ১টা নিবন্ধ আংশিক অনুবাদ হয়ে পড়ে আছে, এছাড়া সব নিবন্ধই দিনে দিনে সম্পুর্ন করেছি। যাইহোক, আপনার কথানুযায়ী সচেতন হবো। সাফি বার্তা ১৮:২২, ২ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

২৩:২৫, ২ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

নালা দমায়ান্থী

[সম্পাদনা]

@সাফি ভাই, নালা দমায়ান্থী পাতাটিতে আন্তঃউইকি ভাষা সংযোগ করে দিন, আমার আইপি ঠিকানা ইংরেজি উইকিতে বাঁধাপ্রাপ্ত (ব্লক) বিধায় আমি তা পারছিনা, দেখুন এখানে ইংরেজিটিপ্রতিভা মনির (আলাপ) ১৭:৩৯, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

হয়ে গেছে। সাফি বার্তা ১৭:৪৪, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের কওমী মাদ্রাসা সমূহের তালিকা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

বাংলাদেশের কওমী মাদ্রাসা সমূহের তালিকা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলাদেশের কওমী মাদ্রাসা সমূহের তালিকা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১০:৫৯, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফেসবুক লিংক

[সম্পাদনা]

আপনার প্রফাইল লিংকটি বন্ধ দেখাচ্ছে। ব্যবহারকারী পাতা দ্রষ্টব্য।Mussharraf Hossen Shoikot (আলাপ) ১৮:৩৩, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করা হয়েছে। ভুল সংশোধন করতে সহায়তার জন্য ধন্যবাদ সাফি বার্তা ১৯:৪৩, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

রোকেয়া লিটা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

রোকেয়া লিটা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রোকেয়া লিটা (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ০৬:২১, ১২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

WAM Address Collection

[সম্পাদনা]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

WAM Address Collection - 1st reminder

[সম্পাদনা]

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM

[সম্পাদনা]

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

কেএন আছন?

[সম্পাদনা]

সাফি কেএন আছন? কি গইরতু লাগন? কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১৭:১১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অনরে উজ্ঞো পদক

[সম্পাদনা]

কেএন অাছন? কি গইরতু লাগন? কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১৭:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Share your experience and feedback as a Wikimedian in this global survey

[সম্পাদনা]
WMF Surveys, ১৮:১৯, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Share your feedback in this Wikimedia survey

[সম্পাদনা]
WMF Surveys, ০১:১৭, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

[সম্পাদনা]
WMF Surveys, ০০:২৭, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Thank you for keeping Wikipedia thriving in India

[সম্পাদনা]

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder ১৮:১৮, ১ মে ২০১৮ (ইউটিসি)

আসিফ নজরুল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

আসিফ নজরুল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আসিফ নজরুল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১০:৩৫, ১৬ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক!

[সম্পাদনা]
চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশে পতিতাবৃত্তি

[সম্পাদনা]

@সাফি ভাই, আপনার তৈরি করা বাংলাদেশে পতিতাবৃত্তি পাতায় আপনি 'কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে গৃহবধুরাও অতিরিক্ত আয়ের জন্য এই কাজ করে থাকে।' - এই বাক্যটি কোথা থেকে পেয়েছেন? বাক্যটি কি নারীঅবমাননাকর নয়? বাক্যটি দ্বারা আপনি দেশের শিক্ষার্থীদের (ছাত্রী) কি একভাবে অপমান করেননি? অন্যদিকে এই বাক্যের জন্য কোনো তথ্যসূত্রও আপনি যোগ করেননি, পতিতাবৃত্তি বাংলাদেশে আইনগতভাবে (আদালত) বৈধ হলেও সামাজিকভাবে অবৈধই রয়ে গিয়েছে আর একজন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই ধরণের কাজে জড়ায় তার প্রমাণ আপনি কিভাবে জানেন? অনুগ্রহ করে এই ধরণের বক্তব্য সরান বা এর পক্ষে কোনো তথ্যসূত্র দিন। Fayaz Rahman (আলাপ) ১৩:৪৪, ২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

:@Fayaz Rahman: কিছু মনে করবেন না, আপনার এই ধরনের না জেনে শুনে অভিযোগ করায় আমি প্রচন্ড বিরক্তবোধ করছি। অভিযোগ করার পূর্বে বিস্তারিত না জানা মূর্খতা ছাড়া আর কিছুই না। উইকিপিডিয়ার একটি নিবন্ধ অনেকজন সম্পাদনা করতে পারে। আমি সর্বশেষ সম্পাদনা করার পর  Edit*** নামের একজন এইসব ফালতু কথা ঢুকিয়েছে। পাতার ইতিহাস অপশনটি ব্যবহার করে খুব সহজেই আপনি তা জানতে পারতেন কোন অংশটুকু কার লিখা। তবে আপনার উদ্দেশ্যকে সম্মান জানাচ্ছি। উইকিপিডিয়াকে ভালোবাসেন বলেই নিবন্ধের প্রতি যত্ন নিচ্ছেন। আল্লাহ আপনার মঙ্গল করুক। সাফি ১৫:২১, ২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Mmrsafy:, দুঃখিত সাফি ভাই, যিনি ঐসব কথা ঢুকিয়েছেন তাকে আমি বার্তা দিয়েছি তার আলাপ পাতায়। ক্ষমা করবেন আমায়। Fayaz Rahman (আলাপ) ১৫:৩০, ২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!

[সম্পাদনা]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:২৭, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি) {{subst:CFDNote|1=বিষয়শ্রেণী:চীনা-তিব্বতি ভাষা পরিবার}} য় (আলাপ) ১১:৩২, ৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস

[সম্পাদনা]

সাফি, আমি বেশ কয়েকটি নিবন্ধ থেকে আপনার যুক্ত করা বেশ কিছু লিংক সরিয়েছি। উইকিপিডিয়ায় তথ্যসূত্র হিসেবে যে সব লিংক ব্যবহার করতে হয় সেগুলো হতে হয় নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য উৎস বলতে সাধারণত, নির্ভরযোগ্য সংবাদপত্রের লিংক, নির্ভরযোগ্য বইয়ের উদ্বৃতি ইত্যাদিকে বুঝায়। আর অনির্ভরযোগ্য উৎস হলো, সামাজিক যোগাযোগের যেকোন সাইট, ব্লগ, নামমাত্র বা বেনামি নিউজ পোর্টাল, এমন ওয়েবসাইট বা লিংক যেগুলোতে অন্য উইকিপিডিয়ার বিষয়বস্তুই অনুবাদ করা হয়েছে বা উইকিপিডিয়াকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে, বই বিক্রির ওয়েবসাইট ও অন্যান্য বেনামি ওয়েবসাইট। বিস্তারিত আপনি উপরের লিংকে পাবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২৫, ১৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


সুধী,

উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ তে যোগদানের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮/নিবন্ধ তালিকা থেকে ২৪ নভেম্বরের মধ্যে ৯০০০ বাইটের ও ৩০০ শব্দের করে জমা করুন। এই মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান যে জরুরী তা আমাদের সবারই জানা। সম্পাদনা শুভ হোক। সুমিতা রায় দত্ত ১২:৪৩, ১৯ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

রোকেয়া লিটা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

রোকেয়া লিটা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রোকেয়া লিটা (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — তানভির০৯:১৮, ২১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ দৃষ্টি আকর্ষণ

[সম্পাদনা]

সুপ্রিয়! গত ফেব্রুয়ারিতে রাজীব হাসান অপসারণ প্রস্তাবনাতে আপনি মন্তব্য রেখেছিলেন। যাতে ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়নি। তাই, ২য় মনোনয়নে রাজীব হাসান নিবন্ধ অপসারণের আলোচনা শুরু করেছি। আপনার সুচিন্তিত মন্তব্য কাম্য! আ হ ম সাকিব বার্তা ১৮:৫১, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

রূজী ইয়াসমীন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

রূজী ইয়াসমীন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রূজী ইয়াসমীন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ০৮:২৪, ১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
সম্পাদকের পদক
সুপ্রিয় Mmrsafy!

উইকিপিডিয়ায় আপনাকে সুইডিশ দূতাবাস এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে ৩ মে থেকে ১৭ মে ১৫ দিনব্যাপী উইকিগ্যাপ এডিটাথনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় জেন্ডারভিত্তিক অসমতা দূরীকরণে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৯-এর অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -ShahadatHossain (আলাপ) ০৯:৫৪, ১৯ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় Mmrsafy,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
নিরলস অবদানের পদক
দীর্ঘ দিন ধরে অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই নিরলসভাবে অবদান রেখে যাচ্ছেন আপনি। আশা করি অনন্তকাল ব্যাপী আপনাকে এভাবেই পাওয়া যাবে। মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৫০, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Project Tiger 2.0

[সম্পাদনা]

Sorry for writing this message in English - feel free to help us translating it

বাদশাহ জামে মসজিদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

বাদশাহ জামে মসজিদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাদশাহ জামে মসজিদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। S. M. Nazmus Shakib (আলাপ) ০৪:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

[সম্পাদনা]
সুপ্রিয় Mmrsafy,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -দেলোয়ার () •, শুক্রবার ৭:০০, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই

[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী:Mmrsafy,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত

[সম্পাদনা]

পোনাবালিয়া হত্যাকান্ড - en:Ponabalia Massacre এটাতে যে আপনি নাম দিয়ে রেখেছেন খেয়াল করি নি। ১ টা সম্পাদনায় নিবন্ধটি তৈরি শুরু করেছি মাত্র। আপনি কি এখনো এটা করবেন? নাকি বাকিটুকুও আমি শেষ করে দিবো। ইমতিয়াজ (আলাপ) ১৫:৪৯, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি শেষ করুন, অসুবিধা নাই Mmrsafy (আলাপ) ০৯:৩২, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঈদ শুভেচ্ছা

[সম্পাদনা]
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Mmrsafy,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ঈদ মোবারক

[সম্পাদনা]
প্রিয় সাফি ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:১০, ২৪ মে ২০২০ (ইউটিসি) উত্তর দিন

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ!

[সম্পাদনা]

প্রিয় Mmrsafy,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১১:৫৭, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ফারজানা ওয়াহিদ সায়ান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

ফারজানা ওয়াহিদ সায়ান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ফারজানা ওয়াহিদ সায়ান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১৩:০২, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Enabling Section Translation on Bengali Wikipedia

[সম্পাদনা]

হ্যালো Mmrsafy

I trust this message meets you well. I am Uzoma, the new Community Relations Specialist supporting the Language team, nice to meet you.

We, the Language team plan to improve the mobile translation experience with Section Translation enablement in Bengali Wikipedia. This announcement contains the details.

Since you translate articles, we thought it might be of your interest. Please, feel free to provide any feedback.

Thanks!

UOzurumba (WMF) (আলাপ) ১০:০১, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Section Translation tool enabled in Bengali Wikipedia

[সম্পাদনা]

Hello Mmrsafy!

The Language team is pleased to let you know that the Section Translation tool is now enabled in Bengali Wikipedia. It means you can translate real content one section at a time using your mobile devices with ease.

We know this tool will be useful for your community since data shows significant mobile editing activity in Bengali Wikipedia. Also, the Bengali editors helped validate the Section translation concept during the Initial research.

Content created with the tool will be marked with the “sectiontranslaiton” tag for the community to review. We’ll monitor the content created, but we are very interested to hear about your experience both using the tool and reviewing the contents created with it.

In the future, there are plans to make the following improvements to the tool:

  • Enhance the ways to select the articles for translation
  • Support complex content like infoboxes
  • Allow working on a translation in multiple sessions.
  • Add mechanisms for communities to filter low-quality translations.

So, enjoy the tool and provide feedback on improving it before deploying it to other Wikipedia communities.

Thank you! UOzurumba (WMF) (আলাপ) ১২:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

ঈদ মোবারক!

[সম্পাদনা]

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই!!! তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (মহান আল্লাহ্‌ আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন)। ~ তন্ময় (আলাপ) ১৯:২০, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

[সম্পাদনা]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১

[সম্পাদনা]

প্রিয় Mmrsafy,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

আপনার একটি মেইল এসেছে!

[সম্পাদনা]

সুধী,
আপনি উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ইমেইল পাঠানো হয়েছে। দয়া করে, ইমেইলের নির্দেশনা অনুসরণ করে ৫ আগস্টের মধ্যে একটি প্রত্যুত্তর দিন। মেইল না পেয়ে থাকলে আপনার মেইলবক্সের স্প্যাম ও প্রমোশনস (Promotions) ফোল্ডার চেক করুন। আয়োজক দলের পক্ষে –Yahya (আলাপ) ১৬:১২, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনাথ অ-মুক্ত চিত্র:আইএফআইসি ব্যাংক লিমিটেড.jpg সম্পর্কে

[সম্পাদনা]
⚠

চিত্র:আইএফআইসি ব্যাংক লিমিটেড.jpg আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।

লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৯:১১, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, ইদ মোবারক আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের। আপনার ও আপনার পরিবারের জন্য আনন্দময় ইদের শুভেচ্ছা রইলো। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা ২১টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় ৪৩২৫টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:৫৫, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

[সম্পাদনা]

সুপ্রিয় Mmrsafy,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ

[সম্পাদনা]
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৫০, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন