"ডুব দেরে মন কালী বলে।
হৃদি রত্নাকরের অগাধ জলে ।।"
হ্যালো দোস্তো,
অধম অবাঙ্ময় অর্থাৎ বাক্যরহিত। কিন্তু ইহা উইকিপিডিয়া সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ অসুবিধার। তবে মুই বাংলা ভাষার নিবন্ধ প্রসারে র জন্য
ইন্তেকাল অবধি কায়-মনো-বাক্যে আত্মনিয়োগে রাজি। ষষ্ঠ বৃহত্তম ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাঙালীজাতির উইকিপিডিয়াতে মৌলিক নিবন্ধের সংখ্যা যারপরনাই কম। বিশেষত বাংলা ভাষাতত্ত্ব ও সাহিত্যের ক্ষেত্র সুপ্রসারযোগ্য।
উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:১৫, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
সম্পাদকের পদক
বাংলা উইকিতে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১২:২৪, ৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
নিরলস অবদানের পদক
উইকিপিডিয়ায় আপনি নিরলস ভাবে কাজ করে চলেছেন। আপনার এই কর্মযজ্ঞ অব্যাহত হোক। — ফেরদৌস • ১০:২৫, ১২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
দলগত কাজের পদক
সুপ্রিয় Obangmoy,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) সোমবার ৪:৫৭, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সাধারণতন্ত্র দিবস পদক
সুপ্রিয় Obangmoy,
ভারতের ৭০তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে ভারত, ভারতের সংবিধান, ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রভৃতি বিষয় সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। - খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:০৬, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯
সুপ্রিয় Obangmoy! উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। ~মহীন(আলাপ), মঙ্গলবার ৫:৫৩, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
১০০০+ নিবন্ধের প্রণেতা
দেখতে দেখতে আপনি প্রায় ১০০০টির বেশি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আমার কাছ থেকে আপনাকে এই ছোট্ট ১০০০+ নিবন্ধের প্রণেতা উইকিপদকটি দিলাম। আশা করি আপনি আরো দ্রুত ২০০০ নিবন্ধের মাইলফলক স্পর্শ করবেন।