উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক নারী দিবস
অবয়ব
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ২০১৫ সালের ৮ই মার্চ ২৪ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হবে।
- বিষয় - বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় নারী
- শুরু - বাংলাদেশ ও ভারতীয় সময় অনুসারে, ৮ই মার্চ, ০০-০১ ঘন্টা (ইউটিসি ৬:০০ ও +৫:৩০)
- শেষ- বাংলাদেশ ও ভারতীয় সময় অনুসারে, ৮ই মার্চ, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি ৬:০০ ও +৫:৩০)
- নতুন নিবন্ধের সংখ্যা - ৯
- মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা - ৫
কি করা হয়েছে
[সম্পাদনা]- ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে
- সাইটনোটিশ তৈরী - করা হয়েছে
- ফেসবুক ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে, লিঙ্ক
প্রস্তুতি
[সম্পাদনা]- এডিটাথনে অংশগ্রহণকারীরা কে কোন নিবন্ধে (নতুন বা বর্তমান) কাজ করবেন সেটা আগে থেকে ঠিক করে নিয়ে উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক নারী দিবস#কর্মবিভাজন অংশে তালিকাভুক্ত করুন।
কি করবেন
[সম্পাদনা]- বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় নারী সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
- বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় নারী সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন।
- যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
- উইকিডাটার সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
- নিবন্ধ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিক ভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণীভূক্ত করুন।
কি করবেন না
[সম্পাদনা]- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
- সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।
নতুন নিবন্ধ
[সম্পাদনা]- এরনা স্নেইডার হুভার
- অসীমা চট্টোপাধ্যায়
- নারীবাদের প্রথম ঢেউ
- নারীবাদের দ্বিতীয় ঢেউ
- টেসি থমাস
- পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়
- হরিপ্রভা তাকেদা
- সুদীপ্তা সেনগুপ্ত
- সুমিতা রায়
মানোন্নয়নকৃত পুরাতন নিবন্ধের তালিকা
[সম্পাদনা]অংশগ্রহণে ইচ্ছুক
[সম্পাদনা]- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- সজিবুর (আলাপ) ০৯:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Shuvanon razik (আলাপ) ১৭:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Aasif (আলাপ) ১৮:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- শুভ (আলাপ) ০২:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- তানভির (আলাপ) ০৯:০৩, ১ মার্চ ২০১৫ (ইউটিসি)
- কিশোর স্বপ্ননীল (আলাপ) ০৩:২১, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)
- অংকন (আলাপ) ০৭:৩৭, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)
- রাকিব (আলাপ) ২০:৫৬, ৩ মার্চ ২০১৫ (ইউটিসি)
- কল্যাণ সরকার (আলাপ) ০৯:০০, ৫ মার্চ ২০১৫ (ইউটিসি)
- তন্ময় বীর (আলাপ) ১৮:৩৬, ৬ মার্চ ২০১৫ (ইউটিসি)
- মৌর্য্য বিশ্বাস (আলাপ) ১৩:০৫, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)