বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক নারী দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ২০১৫ সালের ৮ই মার্চ ২৪ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হবে।

  • বিষয় - বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় নারী
  • শুরু - বাংলাদেশ ও ভারতীয় সময় অনুসারে, ৮ই মার্চ, ০০-০১ ঘন্টা (ইউটিসি ৬:০০ ও +৫:৩০)
  • শেষ- বাংলাদেশ ও ভারতীয় সময় অনুসারে, ৮ই মার্চ, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি ৬:০০ ও +৫:৩০)
  • নতুন নিবন্ধের সংখ্যা - ৯
  • মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা - ৫

কি করা হয়েছে

[সম্পাদনা]
  • ইভেন্ট পাতা তৈরী -  করা হয়েছে
  • সাইটনোটিশ তৈরী -  করা হয়েছে
  • ফেসবুক ইভেন্ট পাতা তৈরী -  করা হয়েছে, লিঙ্ক

প্রস্তুতি

[সম্পাদনা]

কি করবেন

[সম্পাদনা]
  1. বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় নারী সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
  2. বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় নারী সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন।
  3. যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
  4. উইকিডাটার সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
  5. নিবন্ধ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিক ভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণীভূক্ত করুন।

কি করবেন না

[সম্পাদনা]
  1. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
  2. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
  3. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।

নতুন নিবন্ধ

[সম্পাদনা]
  1. এরনা স্নেইডার হুভার
  2. অসীমা চট্টোপাধ্যায়
  3. নারীবাদের প্রথম ঢেউ
  4. নারীবাদের দ্বিতীয় ঢেউ
  5. টেসি থমাস
  6. পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়
  7. হরিপ্রভা তাকেদা
  8. সুদীপ্তা সেনগুপ্ত
  9. সুমিতা রায়

মানোন্নয়নকৃত পুরাতন নিবন্ধের তালিকা

[সম্পাদনা]
  1. আনন্দীবাঈ যোশী
  2. নারীবাদ
  3. অবলা বসু
  4. সরলা রায়
  5. সুশীলাসুন্দরী

অংশগ্রহণে ইচ্ছুক

[সম্পাদনা]
  1. বোধিসত্ত্ব (আলাপ) ১৯:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  2. সজিবুর (আলাপ) ০৯:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  3. Shuvanon razik (আলাপ) ১৭:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  4. Aasif (আলাপ) ১৮:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  5. শুভ (আলাপ) ০২:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  6. তানভির (আলাপ) ০৯:০৩, ১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  7. কিশোর স্বপ্ননীল (আলাপ) ০৩:২১, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  8. অংকন (আলাপ) ০৭:৩৭, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  9. রাকিব (আলাপ) ২০:৫৬, ৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  10. কল্যাণ সরকার (আলাপ) ০৯:০০, ৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  11. তন্ময় বীর (আলাপ) ১৮:৩৬, ৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  12. মৌর্য্য বিশ্বাস​ (আলাপ) ১৩:০৫, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অংশগ্রহণ করলেন

[সম্পাদনা]
  1. অংকন (আলাপ)
  2. বোধিসত্ত্ব (আলাপ)
  3. ব্যা করণ (আলাপ)
  4. Sajibur (আলাপ) ০৯:০২, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  5. Rini Roy (আলাপ)
  6. কল্যাণ সরকার (আলাপ)