খোদেজা খাতুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খোদেজা খাতুন
জন্ম(১৯১৭-০৮-১৫)১৫ আগস্ট ১৯১৭
মৃত্যু৩ ফেব্রুয়ারি ১৯৯০(1990-02-03) (বয়স ৭২)
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়

খোদেজা খাতুন (১৫ আগস্ট ১৯১৭ - ৩ ফেব্রুয়ারি ১৯৯০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী।[১]

শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]

১৯৩৯ সালে খোদেজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি বাংলার দ্বিতীয় মুসলিম নারী হিসেবে উক্ত ডিগ্রী লাভ করেন। ১৯৪১ সালে কোলকাতার লেডি ব্রাবোর্নি কলেজে প্রভাষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। ভারত বিভাগের পরে ১৯৪৭ সালে তিনি ঢাকায় চলে আসেন। [১]

১৯৬০ সাল থেকে তিনি ইডেন কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে আট বছর কাজ করে রাজশাহীতে চলে আসেন। সেখানে রাজশাহী সরকারী মহিলা কলেজের প্রিন্সিপাল হিসেবে চার বছর কাজ করেন।[১]

কাজ[সম্পাদনা]

  •   বেদোনার এই বালুচরে (১৯৬৩)
  •   রূপকথার রাজ্যে (১৯৬৩)
  •   শেষ প্রহরের আলো (১৯৬৯)
  • সাগরিকা (১৯৬৯)
  •   বগুড়ার লোকসাহিত্য (১৯৭০)
  •   একটি সুর একটি গান (১৯৮২)
  •   ভিনদেশী সেরা গল্প (১৯৮৪)
  • আমার দীর্ঘ ভ্রমণ (১৯৮৫)
  •   সপ্তপুষ্প (৩ খণ্ড) (১৯৮৪, ১৯৮৯ এবং ১৯৯০)

পুরস্কার[সম্পাদনা]

  • রাষ্ট্রপতি স্বর্ণ পদক(১৯৬৭)
  •   নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী পদক (১৯৭৭)
  •   আব্দুর রাজ্জাক স্মারক পদক (১৯৮৪)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মোঃ মাসুদ পারভেজ। "খাতুন,_খোদেজা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ নভে ৪, ২০১৫