উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন
প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন ২০২০ সমাপ্ত হয়ে গিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অসংখ্য ধন্যবাদ।
এই এডিটাথন শেষ হয়ে গেলেও আপনি নিবন্ধ তালিকায় থাকা নিবন্ধগুলি তৈরি বা সম্প্রসারণ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে পারেন।
বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন দেশের প্রশাসনিক বিভাগ বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়ন এই এডিটাথনের মূল উদ্দেশ্য। এই সংস্করণে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রশাসনিক বিভাগের কাঠামো সংক্রান্ত নিবন্ধ এবং প্রথম স্তরের প্রশাসনিক বিভাগ সম্বন্ধীয় নিবন্ধ তৈরির প্রতি জোর দেওয়া হয়েছে।
নিয়মাবলী[সম্পাদনা]নিচে এই এডিটাথন সম্পর্কিত নিয়মাবলী দেওয়া হলো। অনুগ্রহ করে সম্পূর্ণ নিয়মাবলীটি পড়বেন। কোনও বিভ্রান্তির ক্ষেত্রে আপনি পর্যালোচকদের সাথে তাদের আলাপ-পৃষ্ঠায় যোগাযোগ করতে পারেন অথবা এই এডিটাথনের আলোচনা পাতায় সহায়তা চাইতে পারেন। ১) সময়কাল
২) অংশগ্রহণ
৩) নিবন্ধ তালিকা
৪) নিবন্ধ সম্পাদনা
৫) নিবন্ধের মান
অংশগ্রহণকারীদের তালিকা[সম্পাদনা]এই এডিটাথনে অংশগ্রহণ করতে এখানে নাম নথিভুক্ত করুন। অংশগ্রহণকারী
জমাকৃত নিবন্ধের তালিকা[সম্পাদনা]এই এডিটাথন শেষ হয়ে যাওয়ার ফলে সকল জমাকৃত নিবন্ধ সংগ্রহশালায় স্থানান্তর করা হয়েছে। নিবন্ধ পর্যালোচনা[সম্পাদনা]অংশগ্রহণকারীদের প্রতি আবেদন: অনুগ্রহ করে এখানে সরাসরি নিবন্ধ যুক্ত করবেন না। নিবন্ধ জমা দেওয়ার জন্য এই লিংকটি ব্যবহার করুন। ধন্যবাদ।
পর্যালোচক তালিকা
পর্যালোচনার জন্য নিবন্ধ তালিকা
সংগঠক[সম্পাদনা]
এই অনলাইন এডিটাথন মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা সংগঠিত, এবং সংগঠকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে এই অনলাইন এডিটাথনের যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো এডিটাথনটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। এই অনলাইন এডিটাথন সংক্রান্ত যে কোনো ধরনের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে সংগঠকগণের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই পাতার নিয়ম বা অন্য কোনো কিছু কোনো সংস্থার সাথেই আইনী সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়। |