উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়া এডিটাথন, জুন ২০২২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা উইকিপিডিয়া এডিটাথন, জুন ২০২২

উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৭ই জুন দিনব্যাপী এডিটাথন আয়োজিত হচ্ছে। বাংলা উইকিপিডিয়ায় জেন্ডারগ্যাপ, বিজ্ঞান প্রভৃতি বিষয়ক নিবন্ধের তালিকা তৈরির পাশাপাশি নিবন্ধের গুণগত মান বিশ্লেষণ করা হবে। পাশাপাশি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এর নিবন্ধ পর্যালোচনাও এই এডিটাথনের অন্যতম উদ্দেশ্য।

নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।

গুরুত্বপূর্ণ সূত্র
স্থান ও সময়
  • স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা, বাংলাদেশ।
  • এই এডিটাথন ১৭ই জুন সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত (বাংলাদেশ সময়, ইউটিসি +৬) চলবে।
নিয়মাবলী
  1. জেন্ডারভিত্তিক অসমতা, নারী, বিজ্ঞান বিষয়ক যেকোন নতুন নিবন্ধের তালিকা করা যেতে পারে।
  2. অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার নিবন্ধ পর্যালোচনার ক্ষেত্রে উক্ত প্রতিযোগিতার নিয়মাবলী কার্যকর হবে।
  3. নিবন্ধ তৈরি করা হলে: অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার অনুচ্ছেদ যুক্ত করুন। তথ্যসূত্রবিহীন, যান্ত্রিক, বা গুগল অনুবাদ হলে গ্রহণযোগ্য হবে না।
  1. সম্পূর্ণ কার্যক্রমজুড়ে বন্ধুত্বপূর্ণ নীতিমালা কার্যকর থাকবে।
  2. যথাসময়ে অনুষ্ঠানস্থলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
  3. অনুষ্ঠানে আসা ও অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সকলপ্রকার দায়িত্ব অংশগ্রহণকারী বহন করবেন।
  4. স্বাস্থ্যজনিত নিরাপত্তার স্বার্থে সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।