লক্ষ্মীপুর ইউনিয়ন, বরুড়া
লক্ষ্মীপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে লক্ষ্মীপুর ইউনিয়ন, বরুড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৫′৪৬″ উত্তর ৯১°২′১২″ পূর্ব / ২৩.২৬২৭৮° উত্তর ৯১.০৩৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ নুরুল ইসলাম |
আয়তন | |
• মোট | ১৩.৫০ বর্গকিমি (৫.২১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৯,৩৫৬ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
লক্ষ্মীপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]আয়তন = ১৩.৫০ বর্গ কি: মি:।
জনসংখ্যা
[সম্পাদনা]লোক সংখ্যা = ২৯,৩৫৬ জন।
ইতিহাস
[সম্পাদনা]লক্ষ্মীপুর ইউনিয়ন পূর্বে পয়ালগাছা দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বরুড়া উপজেলার সর্ব-দক্ষিণে লক্ষ্মীপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পয়ালগাছা ইউনিয়ন, পূর্বে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]লক্ষ্মীপুর ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
এই ইউনিয়নটি নিম্নলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- পেরুল
- খাজুরিয়া
- নোয়াদ্দা
- অষ্টদোনা
- দুর্গাপুর
- কালিকাপুর
- ধুলিয়ামুড়ি
- মইশাইর
- ডাবুরিয়া
- মুড়াকোটা
- দৌলতপুর
- লক্ষ্মীপুর
- বদরপুর
- সিংগুরিয়া
- পাচপাড়া
- মনুয়া
- ডুমুরিয়া
- নলুয়া চাঁদপুর
- নোয়াপাড়া
- নলুয়া
- প্রসাদপুর
- পাঁচথুবী
- শ্বশুরকাটা
- রতনপুর
- নিশ্চন্তপুর
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়
- লক্ষীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়
- নোয়াপাড়া এন ডি মন্সি দাখিল মাদ্রাসা
- পাঁচথুবী ফাযিল মাদ্রাসা
- রহমতগঞ্জ দারুল উলুম মাদ্রাসা
- মইশাহির দারুল উলুম মাদ্রাসা
- মইশাহির এফতেদায়ী নুরানী মাদ্রাসা
- নলুয়া চাঁদপুর আলী ইবনে তালেব নুরানী হাফিজিয়া মাদ্রাসা
- নলুয়া চাঁদপুর বেপারী বাড়ী মাদ্রাসাতুল নুর আল ইসলামীয়া
- নলুয়া চাঁদপুর পাটোয়ারী বাড়ী দারুল উলুম মহিলা মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]উপজেলা শহর থেকে ১০ কি: মি: পশ্চিম দিকে লক্ষিপুর ইউনিয়ন।
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নে কোনো নদী নেই। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে কার্জন খাল, যা ইউনিয়নের পূর্ব সীমানা বরাবর যথাক্রমে ডাবুরিয়া, লক্ষ্মীপুর, দৌলতপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]- লক্ষ্মীপুর বাজার
- নলুয়া চাঁদপুর রাস্তায় মাথা বাজার
- নলুয়া চাঁদপুর হাফিজ মার্কেট
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: আবুল হাশেম
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |