পদুয়া ইউনিয়ন, দাউদকান্দি
পদুয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে পদুয়া ইউনিয়ন, দাউদকান্দির অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°৪২′৪৯″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৭১৩৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | দাউদকান্দি উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫১৬ |
পদুয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
দাউদকান্দি উপজেলার পশ্চিমাংশে পদুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে গোয়ালমারী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে দৌলতপুর ইউনিয়ন, দক্ষিণে পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়ন, পশ্চিমে ধনাগোদা নদী ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
পদুয়া ইউনিয়ন দাউদকান্দি উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দাউদকান্দি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
★সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়। ★সোনাকান্দা মাদ্রাসা। ★সোনাকান্দা এতিমখানা।
- ভংগার চক কিন্ডারগার্টেন।
- কয়রা পুর কিন্ডারগার্টেন।
- কয়রা পুর এতিমখানা।
- উজিয়ারা প্রাথমিক বিদ্যালয়।
- উজিয়ারা কিন্ডারগার্টেন।
- মোল্লাকান্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
- মোলাকান্দি মাদ্রাসা।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
★সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়। ★সোনাকান্দা মাদ্রাসা। ★সোনাকান্দা এতিমখানা।
ভংগার চক কিন্ডারগার্টেন। কয়রা পুর কিন্ডারগার্টেন। কয়রা পুর এতিমখানা। উজিয়ারা প্রাথমিক বিদ্যালয়। উজিয়ারা কিন্ডারগার্টেন। মোল্লাকান্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মোলাকান্দি মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা -- জাহেদুল ইসলাম জুয়েল।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। দাউদকান্দি টোল প্লাজা থেকে সি,এন,জি তে ২০-২৫ মিনিট সময় লাগবে।
পদুয়া ইউনিয়ন এর পশ্চিম পাশে গোমতী নদী অবস্থিত, তাই নৌকা বা ট্রলারের ব্যাবহার রয়েছে। এবং প্রতিটি গ্রামে যাওয়ার জন্য রাস্তা আছে।
খাল ও নদী[সম্পাদনা]
★ গোমতী নদী / ধনাগদা নদী। পদুয়া ইউনিয়নের পাশদিয়ে প্রবাহমান। গোমতী নদী থেকে কয়েকটি খাল প্রবাহমান পদুয়া ইউনিয়নয়ে।
সম্পাদনায় - জাহেদুল ইসলাম, জুয়েল।
হাট-বাজার[সম্পাদনা]
★কয়রাপুর বাজার।
পদুয়া ইউনিয়নের পাসে ই রয়েছে গোয়ালমারী বাজার। ওপর পাসে আছে গোমতী নদীর কোলে গড়ে উঠা শ্রী-রায়ের চর বাজার। সম্পাদনায় - জাহেদুল ইসলাম জুয়েল।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |