আড্ডা ইউনিয়ন
আড্ডা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আড্ডা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২০′৪০″ উত্তর ৯০°৫৯′২৪″ পূর্ব / ২৩.৩৪৪৪৪° উত্তর ৯০.৯৯০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
আড্ডা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
আড্ডা ইউনিয়নের আয়তন ১২.৪ বর্গকিলোমিটার।
জনসংখ্যা[সম্পাদনা]
৫৬,৯২৩ জন
ইতিহাস[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
বরুড়া উপজেলার পশ্চিমাংশে আড্ডা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আদ্রা ইউনিয়ন, পূর্বে ভাউকসার ইউনিয়ন ও শাকপুর ইউনিয়ন, উত্তরে ঝলম ইউনিয়ন ও চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
আড্ডা ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, হেফজ খান রয়েছে। শিক্ষিতের হার:৫৬.৯৯%
আড্ডা ডিগ্রী কলেজ, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়, পিলগিরী খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়, ছিদ্দিকুন্নেছা মহিলা মাদ্রাসা, ছোটতুলাগাঁও মহিলা কলেজ অন্যতম।
ইউনিয়নের পাশ দিয়ে কোন নদী বয়ে যায় নি। তবে বড় একটি খাল রয়েছে যেটি কৃষ্ণপুর থেকে পিলগিরীর ভিতর দিয়ে বড় তুলাগাঁওয়ের দিকে চলে গেছে। একসময় এ খালটি বেশ চওড়া আর স্রোতস্বিনী ছিলো। বড় বড় নৌকা চলাচল করতো। কিন্তু বর্তমানে দুপাশে দখলদারী আর সঠিকভাবে খাল পরিস্কার, খনন এবং তত্বাবধানের অভাবে খালটি মৃতপ্রায়।
আড্ডা বাজার, পিলগিরী বাজার, বাগমারা বাজার, অশ্বদিয়া বাজার
শায়েস্তা খাঁর আমলে তৈরী আনোয়ার খাঁ জামে মসজিদ ও ঈদগাহ। পিলগিরীর মাওলানা মমতাজ উদ্দিনের তৈরী "মমতাজিয়া হাফেজিয়া মাদ্রাসা"
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |