বাকই উত্তর ইউনিয়ন
বাকই উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বাকই উত্তর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৭′৫২″ উত্তর ৯১°৫′৫৫″ পূর্ব / ২৩.২৯৭৭৮° উত্তর ৯১.০৯৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | লালমাই উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ৯ জানুয়ারি ২০১৭ |
আয়তন | |
• মোট | ১৪.৪১১ বর্গকিমি (৫.৫৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | প্রায় ২৫,২২৩ |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
বাকই উত্তর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বাকই উত্তর ইউনিয়নের আয়তন প্রায় ৩৫৬১ একর।
জনসংখ্যা
[সম্পাদনা]অত্র ইউনিয়নে ২৫,২২৩ জন লোক বসবাস করে
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লালমাই উপজেলার সর্ব-পশ্চিমে বাকই উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে বাগমারা দক্ষিণ ইউনিয়ন, পূর্বে পেরুল উত্তর ইউনিয়ন, দক্ষিণে লাকসাম উপজেলার বাকই ইউনিয়ন, উত্তর-পশ্চিমে বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন এবং উত্তরে বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বাকই উত্তর ইউনিয়ন লালমাই উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
ইতিহাস
[সম্পাদনা]বাকই উত্তর ইউনিয়ন পূর্বে লাকসাম উপজেলার অধীনে ছিল। ২০১৭ সালে নবগঠিত লালমাই উপজেলার সাথে এই ইউনিয়নকে সংযুক্ত করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মোহনপুর আলিম মাদ্রাসা
- হাতীলোটা দারুস সুন্নাহ্ নেছারিয়া দাখিল মাদ্রাসা
- ভাবকপাড়া জনতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কুমিল্লা - লাকসাম সড়কের পশ্চিমে এবং কুমিল্লা - চাঁদপুর সড়কের বিজরা বাজারের পূর্বে অবস্থিত।
কাচা রাস্তাঃ- ৪৫ কি.মি., পাকা রাস্তাঃ- ২২ কি.মি., আদা পাকা রাস্তাঃ- ১২ কি.মি.।
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নের একমাত্র নদী ডাকাতিয়া নদী, যা ইউনিয়নের পূর্ব সীমানা বরাবর যথাক্রমে হাতীলোটা, ভাবকপাড়া বাজার, শিকারীপাড়া, রসূলপুর, মধুশ্চর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]- নূরপুর বাজার
- ভাবকপাড়া বাজার
- কাপাশতলা বাজার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- মোহাম্মদ মিজানুর রহমান
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |