বটতলী ইউনিয়ন, নাঙ্গলকোট
বটতলী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বটতলী ইউনিয়ন, নাঙ্গলকোটের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪′২৪″ উত্তর ৯১°১১′২২″ পূর্ব / ২৩.০৭৩৩৩° উত্তর ৯১.১৮৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ২৮-১২-২০১৭ |
আসন | ১২ |
সরকার | |
• চেয়ারম্যান | এন কে এম সিরাজুল আলম (বাংলাদেশ আওয়ামীলীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
বটতলী বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে বটতলী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিম উত্তরে জোড্ডা পশ্চিম ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে দৌলখাঁড় ইউনিয়ন, দক্ষিণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন এবং পশ্চিমে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন দক্ষিন পুর্বে বক্সগঞ্জ ইউনিয়ন উত্তর পূর্বে ঢালুয়া ইউনিয়ন উত্তরে মৌকারা ইউনিয়ন অবস্থিত ।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বটতলী ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়
- বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়।
- মাদ্রাসা
- বটতলী কাশেমুল উলুম দাখিল মাদ্রাসা।
- বটতলী সামছুল উলুম দাখিল মাদ্রাসা।
- বটতলী বায়তুচ্ছালাম মাদ্রাসা।
- জামেয়া সিরাতে মুস্তাক্বিম জয়াগ মাদ্রাসা।
- কাশিপুর নেছারিয়া দাখিল বালিকা মাদ্রাসা।
- জিনিয়ারা বায়তুল হুদা মাদরাসা ও ইয়াতিমখানা।
- জিনিয়ারা নেছারিয়া ছালেহীয়া মাদরাসা ও ইয়াতিমখানা।
- প্রাথমিক বিদ্যালয়
- বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- জয়াগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ওশান স্কুল এন্ড কলেজ বাতাবাড়িয়া।
- উল্লাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- কিন্ডারগার্টেন
- ক্রিয়েটিভ একাডেমি।
- বটতলী কিন্ডারগার্টেন।
- জয়াগ মোড় ইক্বরা ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা।
উপসনালয়[সম্পাদনা]
- জিনিয়ারা পূর্ব-পাড়া জামে মসজিদ।
- জিনিয়ারা বাইতুল হূদা জামে মসজিদ।
- জিনিয়ারা বাইতুল ইব্রাহিম জামে মসজিদ।
- কাশিপুর নূরে মদিনা জামে মসজিদ।
- মাশারপাড়া পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ
- আল-কারীম জামে মসজিদ মাশারপাড়া
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
- নাঙ্গলকোট হতে মিয়ার বাজার হয়ে বটতলী।
- দোলখাঁড় হতে লক্ষীপুর হয়ে বটতলী।
- জোড্ডা বাজার হতে পূর্বে বটতলী
- বক্সগঞ্জ বাজার হতে উত্তর পশ্চিমে।
- ঢালুয়া বাজার থেকে ধনমুড়ি হয়ে বটতলী।
- কুমিল্লা শহর থেকে লাঙ্গলকোট হয়ে দক্ষিনে।
- চট্টগ্রাম থেকে ফেনী হয়ে উত্তর পশ্চিমে বটতলী।
- নোয়াখালী থেকে উত্তর পূর্বে বটতলী
- ঢাকা থেকে দক্ষিনে বটতলী
- কক্সবাজার থেকে উত্তরে বটতলী
- মাশারপাড়া থেকে সামান্য উত্তরে বটতলী।
খাল ও নদী[সম্পাদনা]
বাসুদাঁই খাল, কাশিপুর খাল, নারাচৌ খাল, লক্ষীপুর খাল, নারাচৌ দিঘি, মাশারপাড়া দিঘি,
হাট-বাজার[সম্পাদনা]
বটতলী ইউনিয়নের প্রধান হাট-বাজার হলো বটতলী বাজার। সপ্তাহে দুইদিন রবিবার এবং বুধবার হাট-বাজার বসে
এছাড়াও রয়েছে উল্লাখালী বাজার, ধনমুড়ী বাজার এবং কোচপাড়া বাজার।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |