ভারেল্লা ইউনিয়ন
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (February 2021) |
ভারেল্লা উত্তর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ভারেল্লা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩২′৫২″ উত্তর ৯১°৪′৩০″ পূর্ব / ২৩.৫৪৭৭৮° উত্তর ৯১.০৭৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বুড়িচং উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | এডভোকেট ইস্কান্দার আলী ভুঁইয়া আমির (সতন্ত্র) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২০ |
ভারেল্লা উত্তর ইউনিয়ন বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন। মোট সাতটি গ্রাম নিয়ে এ ইউনিয়নটি গঠিত।[১]
আয়তন[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
বুড়িচং উপজেলার উত্তর-পশ্চিমাংশে ভারেল্লা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে পীরযাত্রাপুর ইউনিয়ন, দক্ষিণে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন ও এলাহাবাদ ইউনিয়ন এবং উত্তরে গোমতী নদী ও ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন অবস্থিত।
ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ অফিস কংশনগর গ্রামে অবস্থিত যা কংশনগর বাজার সংলগ্ন।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
ভারেল্লা ইউনিয়ন বুড়িচং উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
★কলেজ- ১.পারুয়ারা আবদুল মতিন খসরু বিশ্ববিদ্যালয় কলেজ
★উচ্চ বিদ্যালয়- ১.কংশনগর উচ্চ বিদ্যালয় ২.কুসুমপুর উচ্চ বিদ্যালয় ৩.ভারেল্লা শাহ নুরুদ্দিন হাইস্কুল। ৪. রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়
★প্রাথমিক বিদ্যালয়- ১.পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২.কংশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩.রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪.কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫.নারাচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬.পারুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭.ভারেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮. রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-২
★মাদ্রাসা- ১.কংশনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা ২.পারুয়ারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩.ভারেল্লা শাহ ইসরাঈল কামিল মাদরাসা ৪.কুসুমপুর নুরানী তালিমুল কোরআন মাদরাসা ৫.রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদরাসা
এছাড়াও আরও অনেক কওমি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন রয়েছে। ১.ভারেল্লা কিন্ডার গার্ডেন ২.লিটল মুন একাডেমি, কুসুমপুর
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
ভারেল্লা উত্তর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।ইউনিয়নটির মধ্য দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের অবস্থান। ইউনিয়নটির পাশ দিয়ে গোমতী নদী বয়ে যাওয়ায় নদী পথেও যোগাযোগের ব্যবস্থা রয়েছে।ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তাই পাকা।
খাল ও নদী[সম্পাদনা]
গোমতী নদী
হাট-বাজার[সম্পাদনা]
১.কংশনগর বাজার ২.পারুয়ারা বাজার ৩.ভারেল্লা বাজার
দর্শনীয় স্থান[সম্পাদনা]
★পশ্চিম সিংহ পশ্চিম পাড়া শান্তি রোড
★গোমতী নদী
জনপ্রতিনিধি[সম্পাদনা]
চেয়ারম্যানঃ- এডভোকেট মোঃ ইস্কান্দার আলী ভূঁইয়া (আমির)
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |