গোবিন্দপুর ইউনিয়ন, লাকসাম
গোবিন্দপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে গোবিন্দপুর ইউনিয়ন, লাকসামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৩′৩৪″ উত্তর ৯১°৬′২১″ পূর্ব / ২৩.২২৬১১° উত্তর ৯১.১০৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | লাকসাম উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১৯৪৩ |
আয়তন | |
• মোট | ৯ বর্গকিমি (৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৫,১৩১ |
• জনঘনত্ব | ৩,৯০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৭০ |
ওয়েবসাইট | gobindapurup |
গোবিন্দপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]গোবিন্দপুর ইউনিয়নের আয়তন ৯ বর্গ কি.মি.।[১]
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম লাকসাম উপজেলার অধীনে বর্তমান মোহাম্মদপুর গ্রামে গোবিন্দপুর ইউনিয়নের কার্যালয় গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম সরকার বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়।
গোবিন্দপুর ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পূর্বে গোবিন্দপুর ইউনিয়নের অধিকাংশ ছিল হিন্দুদের আধিপত্য। রাধারমন গোবিন্দ ও আশু গোবিন্দ ছিলেন গোবিন্দপুর গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই প্রথম গোবিন্দপুর গ্রামের নামের প্রস্তাবকারী ছিলেন। তাদের এই প্রস্তাবের কারণে গ্রামটির নামকরণ করা হয়।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লাকসাম উপজেলার দক্ষিণাংশে গোবিন্দপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কান্দিরপাড় ইউনিয়ন, উত্তর-পূর্বে লাকসাম পৌরসভা, পূর্বে উত্তরদা ইউনিয়ন, দক্ষিণে মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন এবং পশ্চিমে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]গোবিন্দপুর ইউনিয়ন লাকসাম উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লাকসাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]লাকসাম উপজেলা থেকে মনোহরগঞ্জ যেতে পৌরসভার ০৭ নং ওয়ার্ড গাজীমুড়ার পরেই মোহাম্মদপুর গ্রামে গোবিন্দপুর ইউনিয়নের কার্যালয় অবস্থিত। উপজেলা সদর হতে ইউনিয়নের দূরত্ব ১ কি.মি.। একই সড়কে মনোহরগঞ্জ থেকে মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় বাজার থেকে ৩ কি.মি. আসলেই গোবিন্দপুর ইউনিয়ন অবস্থিত।
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নের একমাত্র নদী ডাকাতিয়া নদী, যা ইউনিয়নের উত্তর সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে ঘাঘরিয়া[২] ও নলুয়া[৩]। ঘাঘরিয়া খালটি ইউনিয়নের দক্ষিণ সীমানা মেল্লা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এবং নলুয়া খালটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম নিকট ডাকাতিয়া নদীর থেকে শুরু হয়ে উত্তরদা ইউনিয়নের বুক চিরে দক্ষিণ দিক বরাবর প্রবাহিত হয়ে রাজাপুর (দঃ) নূরানী মাদ্রাসার নিকট এসে ঘাঘরিয়া খালে মিশেছে।
হাট-বাজার
[সম্পাদনা]- ইছাপুরা নতুন বাজার
- গাজিরপাড় পল্লি বাজার
- মেল্লা বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- আলী আশ্রাব চাঁদপুরী শাহ দরবার শরীফ
- মেল্লা মৎস বীজ ও উৎপাদন খামার
- শ্রী শ্রী পঞ্চবটী কালী মন্দির
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://gobindapurup.comilla.gov.bd/bn/site/page/38mH-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0
- ↑ https://weeklylaksambarta.com/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%B6-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%83/
- ↑ https://www.bssnews.net/bangla/national/26985
বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |