রায়কোট উত্তর ইউনিয়ন
রায়কোট উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে রায়কোট উত্তর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৮″ উত্তর ৯১°১৪′৪৩″ পূর্ব / ২৩.২০২২২° উত্তর ৯১.২৪৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
ওয়েবসাইট | raykotup |
রায়কোট ইউনিয়ন উত্তর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]রায়কোট ইউনিয়নকে ভেঙ্গে রায়কোট উত্তর এবং রায়কোট দক্ষিণ নামে আলাদা দুটি ইউনিয়ন গঠন করা হয়। নবগঠিত দুটি ইউনিয়নকে করেছে ঘাঘরিয়া খাল।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নাঙ্গলকোট উপজেলার উত্তর-পূর্বাংশে রায়কোট ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বাঙ্গড্ডা ইউনিয়ন, পশ্চিমে পেড়িয়া ইউনিয়ন ও মক্রবপুর ইউনিয়ন, দক্ষিণে রায়কোট দক্ষিণ ইউনিয়ন এবং পূর্বে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন ও মুন্সিরহাট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]রায়কোট ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাহিনী উচ্চ বিদ্যালয়
- লক্ষ্মীপদুয়া উচ্চ বিদ্যালয়
- রায়কোট উচ্চ বিদ্যালয়
- সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
- যজ্ঞশাল দাখিল মাদ্রাসা
- আল আরাফাহ দাখিল মাদ্রাসা
- চারজানিয়া দাখিল মাদ্রাসা
- দাসনাইপাড়া মহিলা দাখিল মাদ্রাসা
- উত্তর মাহিনী লতিফিয়া মহিলা দাখিল মাদ্রাসা
- মাহিনী আব্দুল কাদের জিলানী হাফেজিয়া মাদ্রাসা
- দক্ষিণ মাহিনী ইব্রাহিমিয়া নূরানী মাদ্রাসা
- মাহিনী(ছগরীপাড়া) আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসা
- আল জামেয়াতুল ইসলামিয়া দারুল কোরআন, মাহিনী
- লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল
- শিশু মিতালি কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]অনেক সুন্দর ব্যবস্থা পূর্বে চোদ্দগ্রাম থেকে খুব সুন্দর রাস্তা পচ্ছিমে লাকসাম ও নাঙ্গলকোট থেকে খুব সুন্দর রাস্তা
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নে একমাত্র নদী পুরনো ডাকাতিয়া নদী, যা ইউনিয়নের পূর্ব সীমানা বরাবর বয়ে গিয়েছে। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে ঘাঘরিয়া খাল। যা অত্র ইউনিয়নের পিপড্যা গ্রাম থেকে শুরু হয়ে দক্ষিণ সীমানা বরাবর যথাক্রমে বেকামলিয়া, শ্রীরামপুর, দক্ষিণ মাহিনী, মালিপাড়া, শ্যামিরখিল, অলিপুর গ্রামে পাশ দিয়ে প্রবাহিত হয়ে মনোহরগঞ্জ বাজারের নিকট ডাকাতিয়া নদীতে মিশেছে।
হাট-বাজার
[সম্পাদনা]- মাহিনী বাজার
- লক্ষীপদুয়া বাজার
- অলিপুর বাজার
- শান্তির বাজার
- ছুপুয়া বাজার
- রায়কোট নতুন বাজার
- জনতা বাজার
- তালতলা বাজার
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- মাওলানা জাফর আহমদ মজুমদার(চেয়ারম্যান)
- বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজুমদার
- মরহুম মাওলানা ইব্রাহিম
- মরহুম মাওলানা হাবিবুল্লাহ
- প্রফেসর রুহুল আমিন ভূইয়া
- মাষ্টার ছিদ্দিকুর রহমান
- মরহুম জয়নাল আবেদীন
- মরহুম আব্দুল করিম মোল্লা
- মাওলানা আবুল হাসেম মোল্লা (আলোচিত তরুন বক্তা)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যানঃ মো. রফিকুল ইসলাম মজুমদার
সংরক্ষিত আসনের সদস্যঃ
১. মোসা. সাহেনা বেগম (১, ২ ও ৩ নং ওয়ার্ড)
২. আয়েশা সিদ্দিকা (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড)
৩. মুর্শিদা বেগম (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)
সাধারন আসনের সদস্যঃ
১নং ওয়ার্ড- মাহবুবুল হক
২নং ওয়ার্ড- শাহজাহান মিয়াজী
৩নং ওয়ার্ড- কামাল হোসেন
৪নং ওয়ার্ড- মো. নুরুল ইসলাম
৫নং ওয়ার্ড- নুরুল হক হাজারী
৬নং ওয়ার্ড- মো. মোস্তফা
৭নং ওয়ার্ড- জসিম উদ্দিন মোল্লা
৮নং ওয়ার্ড- মোহাম্মদ মাইন উদ্দিন মজুমদার
৯নং ওয়ার্ড- নজির আহাম্মদ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |