শাকপুর ইউনিয়ন
শাকপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে শাকপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২১′ উত্তর ৯১°২′ পূর্ব / ২৩.৩৫০° উত্তর ৯১.০৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
শাকপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।[১]
আয়তন[সম্পাদনা]
প্রায় ৩৯২৯.০৯ একর।
জনসংখ্যা[সম্পাদনা]
২৮৬৯০ জন মানুষের মাঝে ১৩৭০০ জন পুরুষ, ১৪৯৯০ জন মহিলা আর সর্বমোট ভোটার সংখ্যা ১২৯১৫ জন।
ইতিহাস[সম্পাদনা]
শাকপুর ইউনিয়ন পূর্বে দেওড়া দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
বরুড়া উপজেলার মধ্যাংশে শাকপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে গালিমপুর ইউনিয়ন, দক্ষিণে ভাউকসার ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে আদ্রা ইউনিয়ন, পশ্চিমে আড্ডা ইউনিয়ন [[পশ্চিম উত্তরে ঝলম ইউনিয়ন এবং উত্তরে বরুড়া পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
শাকপুর ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
উচ্চবিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেনসহ মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান আছে।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
বরুড়া মাদ্রাসা মার্কেট থেকে সি এন জি , রিক্সা ও অটো যোগে শাকপুর যাওয়া যায়।
খাল ও নদী[সম্পাদনা]
নদী নেই, তবে কার্জন খাল নামের একটি খালের অনেক শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো গ্রাম জুড়ে
== হাট-বাজার ==
দুইটি শাকপুর পুরাতন বাজার, হাট সাপ্তাহিক শুক্রবার ও সোমবার। শাকপুর নতুন বাজার, এ হাট বসে প্রতি রবিবার ও বৃহস্পতিবার
দর্শনীয় স্থান[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যানঃ আব্দুল খালেক মুন্সি
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "শাকপুর ইউনিয়ন"। http (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
শাকপুর ইউনিয়নের সরকারি ওয়েবসাইট
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |