মৈশাতুয়া ইউনিয়ন
মৈশাতুয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মৈশাতুয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১১′২৮″ উত্তর ৯১°৩′৪৯″ পূর্ব / ২৩.১৯১১১° উত্তর ৯১.০৬৩৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মনোহরগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৬.১৫ বর্গকিমি (৬.২৪ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৭০ |
ওয়েবসাইট | moishatuaup |
মৈশাতুয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]মৈশাতুয়া ইউনিয়নের আয়তন প্রায় ১৬.১৫ বর্গ কি.মি.।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মনোহরগঞ্জ উপজেলার উত্তরাংশে মৈশাতুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ঝলম উত্তর ইউনিয়ন ও ঝলম দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে খিলা ইউনিয়ন, পূর্বে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন, উত্তরে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মৈশাতুয়া ইউনিয়ন মনোহরগঞ্জ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মনোহরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নের একমাত্র নদী ডাকাতিয়া নদী। যা ইউনিয়নের উত্তর ও পশ্চিম সীমানা বরাবর বয়ে গিয়েছে।
আর উল্লেখযোগ্য মধ্যে রয়েছে ঘাঘরিয়া খাল, যা পুরনো ডাকাতিয়া নদী হতে উৎপন্ন হয়ে ইউনিয়নের দক্ষিণ সীমানা বরাবর খানাতুয়া, গোয়ালীয়ারা, হাটিরপাড় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের কাছে ডাকাতিয়া নদীতে মিশেছে।
হাট-বাজার
[সম্পাদনা]- মৈশাতুয়া বাজার
- আশিরপার বাজার
- মনোহরগঞ্জ বাজার
- আমতলী বাজার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |