ঝলম উত্তর ইউনিয়ন
ঝলম উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং ঝলম উত্তর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ঝলম উত্তর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৮″ উত্তর ৯১°১′৪৯″ পূর্ব / ২৩.২০২২২° উত্তর ৯১.০৩০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মনোহরগঞ্জ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৭০ |
ওয়েবসাইট | jholamnorthup |
ঝলম উত্তর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ঝলম উত্তর ইউনিয়নের আয়তন ৩,১৯২ একর।
জনসংখ্যা
[সম্পাদনা]ঝলম উত্তর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,১৪৮ জন। এর মধ্যে পুরুষ ১০,৩৭৬ জন এবং নারী ৯,৭৭২ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মনোহরগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে ঝলম উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে ঝলম দক্ষিণ ইউনিয়ন, পূর্বে মৈশাতুয়া ইউনিয়ন, উত্তরে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৫ সালের ১০ জানুয়ারি ১৫টি গ্রাম নিয়ে ঝলম উত্তর ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ঝলম উত্তর ইউনিয়ন মনোহরগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মনোহরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ধিকচাঁন্দা
- বড় কেশতলা
- হাড়িয়া হোসেনপুর
- দৈয়ারা
- দেবপুর
- মেহেলদারকোট
- চৌরাইশ
- ছনুয়া
- লালচাঁদপুর
- প্রতাপপুর
- বাংলাইশ
- ছিখটিয়া
- নোয়াগাঁও
- মহজমপুর
- গোবিন্দপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]- তিনটি উচ্চ বিদ্যালয়
১.লালচাঁদপুর উচ্চ বিদ্যালয় ২.বড় কেশতলা উচ্চ বিদ্যালয় ৩.নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়
- সাতটি প্রথমিক বিদ্যালয়
- একটি ফাজিল মাদ্রাসা
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- বড় কেশতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- বড় কেশতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়
- লালচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়
- দৈয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- বাংলাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ছনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়
- দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- চৌরাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাদরাসা
- লালচাঁদপুর আজহারিয়া ফাযিল(স্নাত্বক)
- চৌরাইশ দাখিল মাদ্রাসা
- নোয়াগাঁও ইবতেদায়ী মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]৪ নং উওর ঝলম ইউনিয়নের একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অটোরিক্সায় সিএনজি ইত্যাদি ব্যবহার করা যায়
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]- বড় কেশতলা বাজার
- লালচাঁদপুর বাজার
- দৈয়ারা বাজার
উল্লেখযোগ্য স্থান
[সম্পাদনা]ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর পাড়, যেখানে সকাল-বিকাল পর্যন্ত বহু লোকের সমাগম হয়।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: আবদুল মজিদ খান রাজু
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |