উজিরপুর ইউনিয়ন, চৌদ্দগ্রাম
উজিরপুর | |
---|---|
ইউনিয়ন | |
২নং উজিরপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে উজিরপুর ইউনিয়ন, চৌদ্দগ্রামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৯′৫৯″ উত্তর ৯১°১৭′১৬″ পূর্ব / ২৩.৩৩৩০৬° উত্তর ৯১.২৮৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চৌদ্দগ্রাম উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৫০ |
ওয়েবসাইট | ujirpurup |
উজিরপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।
জনসংখ্যা
[সম্পাদনা]এই ইউনিয়নটি গ্রামীণ এবং শহরের পরিবেশে গঠিত হওয়ায় ইউনিয়নটি একটি জনবহুল ইউনিয়ন।এই ইউনিয়নে প্রায় ৪৫ হাজার লোকের বসবাস।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চৌদ্দগ্রাম উপজেলার উত্তর-পূর্বাংশে উজিরপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে কালিকাপুর ইউনিয়ন, পশ্চিমে কাশিনগর ইউনিয়ন, উত্তরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]উজিরপুর ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]- কলেজঃ-
- মিঞা বাজার কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়ঃ-
- মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়।
- মিয়া বাজার তোষন রফিক বালিকা উচ্চ বিদ্যালয়।
- ভাটবাড়ী আইডিয়াল স্কুল।
- প্রাথমিক বিদ্যালয়ঃ-
- মিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মিয়া বাজার আইডিয়াল একাডেমি।
- মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও ছোট বড় ২০ টি বিদ্যালয় রয়েছে এই ইউনিয়নে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]এই ইউনিয়নের মিয়া বাজার এর উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গেছে। তাই এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানের। এই ইউনিয়নের প্রত্যেকটি রাস্তাই পাকা। ইউনিয়নের ঘাসিগ্রাম গ্রামে ইউনিয়ন পরিষদ অবস্থিত।
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নের ঐতিহ্য কাকঁড়ী নদী। ইউনিয়নের মিয়া বাজার এর বেলঘর ও ঘাসিগ্রাম এর উপর দিয়ে বয়ে গেছে ইউনিয়নের ঐতিহ্যবাহী এই কাকঁড়ী নদী।
হাট-বাজার
[সম্পাদনা]উজিরপুর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার হলো মিয়া বাজার। ঘাসিগ্রাম, বেলঘর,শুয়ারখিলসহ আশেপাশের কয়েকটি গ্রাম নিয়ে এই বাজার গঠিত। বাজারের মধ্যখানে মিয়া বাজার কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ইউনিয়ন এর দর্শনীয় স্থানের মধ্যে প্রধান হলো কাকঁড়ী নদী। এই ইউনিয়ন এর চারদিক সবুজে ঘেরা মনোরম সৌন্দর্যে ভরপুর।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]চেয়ারম্যান - জনাব মোঃ নায়িমুর রহমান মজুমদার