বাকশীমূল ইউনিয়ন
বাকশীমূল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বাকশীমূল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩২′৪৭″ উত্তর ৯১°১১′১২″ পূর্ব / ২৩.৫৪৬৩৯° উত্তর ৯১.১৮৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বুড়িচং উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২০ |
বাকশীমূল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
বাকশীমূল ইউনিয়নের আয়তন ২৪.৭০ বর্গকিলোমিটার।
জনসংখ্যা[সম্পাদনা]
বাকশীমূল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,৮৯১ জন। এর মধ্যে পুরুষ ১৫,৩৪৬ জন এবং মহিলা ১৬,৫৪৫ জন। মোট পরিবার ৬,১২৩টি।
ইতিহাস[সম্পাদনা]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
বুড়িচং উপজেলার সর্ব-পূর্বে বাকশীমূল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ও উত্তর-পশ্চিমে রাজাপুর ইউনিয়ন, পশ্চিমে বুড়িচং সদর ইউনিয়ন ও ষোলনল ইউনিয়ন, দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন ও পাঁচথুবী ইউনিয়ন এবং পূর্বে ও উত্তর-পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বাকশীমূল ইউনিয়ন বুড়িচং উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ। এটি ২৯টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:
- বাকশীমূল
- খোদাইধুলী
- মীরপুর
- জামতলা
- ধর্মনগর
- কালিকৃষ্ণনগর
- কোদালীয়া
- গদানগর
- ছোট হরিপুর
- পাল্টিরাজাপুর
- আজ্ঞাপুর
- ছিনাইয়া
- পূর্ব কালিকাপুর
- শ্রীমন্তপুর
- আনন্দপুর
- বলারামপুর
- পিতাম্বর
- কাঞ্চনপুর
- জঙ্গলবাড়ী
- মনোহরপুর
- খারেরা
- মাশরা
- দক্ষিণ মাধবপুর
- পাহাড়পুর
- লোহাইমুড়ী
- ভৈরবপুর
- সৈয়দেরগাঁও
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
বাকশীমূল ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৩টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং ৬টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- বাকশীমূল উচ্চ বিদ্যালয়।
- বাকশীমূল মাদ্রাসা।
- বাকশীমূল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাকশীমূল উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মোক্তাল হোসেন মেমোরিয়্যাল একাডেমী।
- শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়।
- মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
- আজ্ঞাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়।
- কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজ।
- ফকির বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।
- ফকির বাজার সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা।
- পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় -(১)।
- পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় -(২)।
- খারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কালিকৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ছোটহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
খাল ও নদী[সম্পাদনা]
ঘুঙ্ঘুর নদী (মৃতপ্রায়)
পাগলী নদী
কাকদি নদী
হাট-বাজার[সম্পাদনা]
বাকশীমূল ইউনিয়নের প্রধান হাট-বাজারগুলোর মধ্যে রয়েছে ফকির বাজার, কালিকাপুর বাজার এবং বাকশীমূল বাজার ,ছয়গ্রাম বাজার.
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- কাশফুলের বন, বাকশিমুল
- গুচ্ছ গ্রাম
- ফিশারির পাড়
- ৫ পিলার/ ভোলা মুরা/ কলোনি, ছয়গ্রাম বাজার
- জলপাই বাগান, জামতলা
- দুধপুসকুনি এলাকা।
- পদ্ম বিল (সবচেয়ে বিরল হলুদ পদ্মর জন্য বিখ্যাত)
- উডলট ফরেস্ট, প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1 কিলোমিটার প্রস্থ যা ছয়গ্রাম থেকে কালিকাপুর পর্যন্ত।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |