বাকশীমূল ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৩২′৪৭″ উত্তর ৯১°১১′১২″ পূর্ব / ২৩.৫৪৬৩৯° উত্তর ৯১.১৮৬৬৭° পূর্ব / 23.54639; 91.18667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাকশীমূল
ইউনিয়ন
২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ
বাকশীমূল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাকশীমূল
বাকশীমূল
বাকশীমূল বাংলাদেশ-এ অবস্থিত
বাকশীমূল
বাকশীমূল
বাংলাদেশে বাকশীমূল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩২′৪৭″ উত্তর ৯১°১১′১২″ পূর্ব / ২৩.৫৪৬৩৯° উত্তর ৯১.১৮৬৬৭° পূর্ব / 23.54639; 91.18667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাবুড়িচং উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বাকশীমূল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

বাকশীমূল ইউনিয়নের আয়তন ২৪.৭০ বর্গকিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

বাকশীমূল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,৮৯১ জন। এর মধ্যে পুরুষ ১৫,৩৪৬ জন এবং মহিলা ১৬,৫৪৫ জন। মোট পরিবার ৬,১২৩টি।

ইতিহাস[সম্পাদনা]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

বুড়িচং উপজেলার সর্ব-পূর্বে বাকশীমূল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ও উত্তর-পশ্চিমে রাজাপুর ইউনিয়ন, পশ্চিমে বুড়িচং সদর ইউনিয়নষোলনল ইউনিয়ন, দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নপাঁচথুবী ইউনিয়ন এবং পূর্বে ও উত্তর-পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

বাকশীমূল ইউনিয়ন বুড়িচং উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ। এটি ২৯টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:

  • বাকশীমূল
  • খোদাইধুলী
  • মীরপুর
  • জামতলা
  • ধর্মনগর
  • কালিকৃষ্ণনগর
  • কোদালীয়া
  • গদানগর
  • ছোট হরিপুর
  • পাল্টিরাজাপুর
  • আজ্ঞাপুর
  • ছিনাইয়া
  • পূর্ব কালিকাপুর
  • শ্রীমন্তপুর
  • আনন্দপুর
  • বলারামপুর
  • পিতাম্বর
  • কাঞ্চনপুর
  • জঙ্গলবাড়ী
  • মনোহরপুর
  • খারেরা
  • মাশরা
  • দক্ষিণ মাধবপুর
  • পাহাড়পুর
  • লোহাইমুড়ী
  • ভৈরবপুর
  • সৈয়দেরগাঁও

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

বাকশীমূল ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৩টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং ৬টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  1. বাকশীমূল উচ্চ বিদ্যালয়।
  2. বাকশীমূল মাদ্রাসা।
  3. বাকশীমূল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  4. বাকশীমূল উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  5. মোক্তাল হোসেন মেমোরিয়্যাল একাডেমী।
  6. শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়।
  7. মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
  8. আজ্ঞাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  9. ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়।
  10. কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজ।
  11. ফকির বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।
  12. ফকির বাজার সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা।
  13. পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় -(১)।
  14. পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় -(২)।
  15. খারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  16. বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  17. জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  18. কালিকৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  19. ছোটহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  20. মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  21. আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

খাল ও নদী[সম্পাদনা]

ঘুঙ্ঘুর নদী (মৃতপ্রায়)

পাগলী নদী

কাকদি নদী

হাট-বাজার[সম্পাদনা]

বাকশীমূল ইউনিয়নের প্রধান হাট-বাজারগুলোর মধ্যে রয়েছে ফকির বাজার, কালিকাপুর বাজার এবং বাকশীমূল বাজার ,ছয়গ্রাম বাজার.

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • কাশফুলের বন, বাকশিমুল
  • গুচ্ছ গ্রাম
  • ফিশারির পাড়
  • ৫ পিলার/ ভোলা মুরা/ কলোনি, ছয়গ্রাম বাজার
  • জলপাই বাগান, জামতলা
  • দুধপুসকুনি এলাকা।
  • পদ্ম বিল (সবচেয়ে বিরল হলুদ পদ্মর জন্য বিখ্যাত)
  • উডলট ফরেস্ট, প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1 কিলোমিটার প্রস্থ যা ছয়গ্রাম থেকে কালিকাপুর পর্যন্ত।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]