মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন
মুদাফফরগঞ্জ দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৯১°৩′৫″ পূর্ব / ২৩.২১৫০০° উত্তর ৯১.০৫১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | লাকসাম উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬২ |
মুদাফফরগঞ্জ দক্ষিণ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লাকসাম উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন, পূর্বে কান্দিরপাড় ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন, দক্ষিণে মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন, পশ্চিমে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ও রায়শ্রী উত্তর ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন লাকসাম উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লাকসাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
গ্রামসমূহের তালিকা
[সম্পাদনা]- শ্রীয়াং
- কাগৈয়া
- কালিয়াপুর
- রাজাপুর
- ফুলহরা
- নোয়াপাড়া
- মধ্য পাইকপাড়া
- রাজাপুর
- জগতপুর
- পরানপুর
- জনার্দ্দনপুর
- লক্ষীপুর
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নের একমাত্র নদী ডাকাতিয়া নদী, যা ইউনিয়নের দক্ষিণ-পূর্ব সীমানা বরাবর শান্তির বাজার, কালিয়াপুর, শ্রীয়াং গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে কার্জন খাল, যা যথাক্রমে জনার্দ্দনপুর, ফুলহরা, কাগৈয়া, ছোট পরানপুর, জগতপুর, শ্রীয়াং বাজার, কালিয়াপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ শ্রীয়াং এর নিকট ডাকাতিয়া নদীতে মিশে গিয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]- মাওলানা বাজার
- শ্রীয়াং বাজার
- কালিয়াপুর বাজার
- শান্তির বাজার
- রাজাপুর বাজার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |