দৌলখাঁড় ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৪′৩০.০০০″ উত্তর ৯১°১২′২৯.৯৯৯″ পূর্ব / ২৩.০৭৫০০০০০° উত্তর ৯১.২০৮৩৩৩০৬° পূর্ব / 23.07500000; 91.20833306
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৌলখাঁড়
ইউনিয়ন
৯নং দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ
দৌলখাঁড় চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
দৌলখাঁড়
দৌলখাঁড়
দৌলখাঁড় বাংলাদেশ-এ অবস্থিত
দৌলখাঁড়
দৌলখাঁড়
বাংলাদেশে দৌলখাঁড় ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪′৩০.০০০″ উত্তর ৯১°১২′২৯.৯৯৯″ পূর্ব / ২৩.০৭৫০০০০০° উত্তর ৯১.২০৮৩৩৩০৬° পূর্ব / 23.07500000; 91.20833306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলানাঙ্গলকোট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা
 • মোট৪১,৯০৫
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দৌলখাঁড় বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন। এটি প্রাচীন কাল থেকে একটি স্বাধীন প্রাশাসনিক অঞ্চল। স্বাধীন রাজা দ্বারা এই অঞ্চল পরিচালিত হত। আশেপাশের ১৫-২০টি গ্রাম অঞ্চলের আওতাধীন ছিল। পাকিস্তান আমলে এখানে একটি পুলিশফাড়ি ছিল। দৌলখাঁ একটি প্রাচীন জনবসতিপূর্ণ অঞ্চল, পূর্বে এখানে শতভাগ হিন্দু অধ্যুষিত থাকলেও কালক্রমে এখানে খন্দকার ও সৈয়দ দায়ী গণের আগমন গঠলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ এর মাধ্যেমে হিন্দু সংখ্যালঘুতে পরিণত হয় এবং বহু হিন্দুদের এলাকা ত্যাগের মাধ্যেমে এ অঞ্চল নতুন সংস্কৃতি ধারণ করেণ। প্রাচীন আদিবাসী হিসেবে কুমার বাড়ির হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুদের অস্হিত্ব বিরাজমান।

আয়তন[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

গ্রাম ভিত্তিক জনসংখ্যা[সম্পাদনা]

  • কান্দাল-৪৪১৭
  • অশ্বদিয়া-২১২১
  • সোন্দাইল-১৪৯৫
  • ভোলাকোট-১৭২১
  • পাইকোট-২২৪৭
  • দেওভান্ডার-২৬৩৫
  • দৌলখাঁড়-৩২৯৪
  • কেকৈয়া-৭২০
  • আইটপাড়া-৯২০
  • বাম-২৯৯৯
  • বাম বাতাবাড়ীয়া-৬৪৮
  • সোনাচাকা-৫৭২
  • খিলপাড়া-৮২৬
  • মইদার কুয়া-225

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাংশে দৌলখাঁড় ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে [[সেনবাগ উপজেলার ছাতার পাইয়া ও নাঙ্গলকোট জোডডা পশ্চিম ইউনিয়ন,) উত্তরে নাঙ্গলকোট বটতলী ইউনিয়ন ও জোড্ডা পূর্ব ইউনিয়ন]], পূর্বে বক্সগঞ্জ ইউনিয়ন]] এবং দক্ষিণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন ও কেশারপাড় ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

দৌলখাঁড় ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • খোন্দকার বাড়ী মোক্তব ও মসজিদ (১ম শিক্ষা প্রতিষ্ঠান)
  • আইট পাড়া আজিজিয়া ইসলামিয়া আলীম মাদরাসা
  • আইট পাড়া আজিজিয়া ইসলামিয়া কওমী মাদরাসা
  • দৌলখাঁড় উচ্চ বিদ্যালয়
  • দৌলখাঁড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুবাইর বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়
  • কান্দাল উচ্চ বিদ্যালয়
  • কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সোন্দাইল উচ্চ বিদ্যালয়
  • সোন্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

  • নাঙ্গলকোট হতে দৌলখাঁড় ইউনিয়ন পর্যন্ত পাকা সড়ক ১২কিঃ মিঃ
  • দৌলখাঁড় - আইটপাড়া - বাতাবাড়ীয়া পাকা সড়ক ১কিঃ মিঃ
  • দৌলখাঁড় - কেকৈয়া - দেওভান্ডার - কান্দাল পাকা সড়ক ২.৫ কিঃ মিঃ
  • দৌলখাঁড় - খিলপাড়া - বাম পাকা সড়ক ২ কিঃ মিঃ
  • দেওভান্ডার - অশ্বদিয়া - সোন্দাইল পাকা সড়ক ৩ কিঃ মিঃ
  • বটতলী - কাশিপুর পাকা সড়ক ৪ কিঃ মিঃ

খাল[সম্পাদনা]

  • কান্দাল গ্রাম হয়ে নোয়াখালী সীমানা পর্যন্ত
  • নারায়ন ভাতুয়া হয়ে বখশ গঞ্জ বাজার পর্যন্ত
  • দৌলখাঁড় বাজার হয়ে নাঙ্গলকোট মেইন রোড় এর পাশে
  • দৌলখাঁড় বটতলী সড়কের পাশে লক্ষীপুর গ্রাম পর্যন্ত
  • পাইকোট চৌগড়া হয়ে পীর মোহাম্মদ বাজার পর্যন্ত
  • কাশিপুর গ্রাম হয়ে জোড্ডা ইউনিয়ন সীমানা পর্যন্ত

হাট-বাজার[সম্পাদনা]

  • দৌলখাঁড় ইউনিয়নের প্রধান বাজার দৌলখাঁড় বাজার
  • দুবাই বাজার
  • টুকার হাট
  • পীর মোহাঃ বাজার
  • দেওভান্ডার মোড়ের বাজার
  • সৌন্দাইল বাজার

দর্শনীয় স্থান:- দৌলখাঁ খোন্দকার বাড়ি মসজিদ, সৈয়দ বাড়ির মাজার ও ডের বাড়ি,রাজবাড়ি, কুমার বাড়ি,যুগী বাড়ি দৌলখাঁড় রাজ দীঘি, পুরাতন বাজারে অবস্থিত বট বৃক্ষ ও রাজ-ঘাট। হাজীর বাম থেকে কাজীর বাম যাওয়ার রাস্তা, দুই পাশে সারি সারি তালগাছ, হাজীর বাম ডাঃ আলি আহমেদ(পশু চিকিৎসক) এর বাড়ি থেকে নোয়াখালী সীমানা অবদী আকাঁ বাঁকা রাস্তায় সারি সারি ঝাড়ু গাছ, কান্দালের নিন্মাঞ্চলে বর্ষাকালে নৌকা ভ্রমণ,

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]