দৌলখাঁড় ইউনিয়ন
দৌলখাঁড় | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দৌলখাঁড় ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪′৩০.০০০″ উত্তর ৯১°১২′২৯.৯৯৯″ পূর্ব / ২৩.০৭৫০০০০০° উত্তর ৯১.২০৮৩৩৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
জনসংখ্যা | |
• মোট | ৪১,৯০৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
দৌলখাঁড় বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন। ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৬ সালে লাকসাম এর অধীনে বর্তমান আদ্রা ২২টি গ্রাম নিয়ে অত্র ইউনিয়ন গঠিত হয়।
আয়তন[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
গ্রাম ভিত্তিক জনসংখ্যা[সম্পাদনা]
- কান্দাল-৪৪১৭
- অশ্বদিয়া-২১২১
- সোন্দাইল-১৪৯৫
- ভোলাকোট-১৭২১
- পাইকোট-২২৪৭
- দেওভান্ডার-২৬৩৫
- দৌলখাঁড়-৩২৯৪
- কেকৈয়া-৭২০
- আইটপাড়া-৯২০
- বাম-২৯৯৯
- বাম বাতাবাড়ীয়া-৬৪৮
- সোনাচাকা-৫৭২
- খিলপাড়া-৮২৬
- মইদার কুয়া-225
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাংশে দৌলখাঁড় ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে [[সেনবাগ উপজেলার ছাতার পাইয়া ও নাঙ্গলকোট জোডডা পশ্চিম ইউনিয়ন,) উত্তরে নাঙ্গলকোট বটতলী ইউনিয়ন ও জোড্ডা পূর্ব ইউনিয়ন]], পূর্বে বক্সগঞ্জ ইউনিয়ন]] এবং দক্ষিণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন ও কেশারপাড় ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
দৌলখাঁড় ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- দৌলখাঁড় উচ্চবিদ্যালয়
- দৌলখাঁড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কান্দাল উচ্চ বিদ্যালয়
- কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোন্দাইল উচ্চ বিদ্যালয়
- সোন্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
- নাঙ্গলকোট হতে দৌলখাঁড় ইউনিয়ন পর্যন্ত পাকা সড়ক ১২কিঃ মিঃ
- দৌলখাঁড় - আইটপাড়া - বাতাবাড়ীয়া পাকা সড়ক ১কিঃ মিঃ
- দৌলখাঁড় - কেকৈয়া - দেওভান্ডার - কান্দাল পাকা সড়ক ২.৫ কিঃ মিঃ
- দৌলখাঁড় - খিলপাড়া - বাম পাকা সড়ক ২ কিঃ মিঃ
- দেওভান্ডার - অশ্বদিয়া - সোন্দাইল পাকা সড়ক ৩ কিঃ মিঃ
- বটতলী - কাশিপুর পাকা সড়ক ৪ কিঃ মিঃ
খাল[সম্পাদনা]
- কান্দাল গ্রাম হয়ে নোয়াখালী সীমানা পর্যন্ত
- নারায়ন ভাতুয়া হয়ে বখশ গঞ্জ বাজার পর্যন্ত
- দৌলখাঁড় বাজার হয়ে নাঙ্গলকোট মেইন রোড় এর পাশে
- দৌলখাঁড় বটতলী সড়কের পাশে লক্ষীপুর গ্রাম পর্যন্ত
- পাইকোট চৌগড়া হয়ে পীর মোহাম্মদ বাজার পর্যন্ত
- কাশিপুর গ্রাম হয়ে জোড্ডা ইউনিয়ন সীমানা পর্যন্ত
হাট-বাজার[সম্পাদনা]
- দৌলখাঁড় ইউনিয়নের প্রধান বাজার দৌলখাঁড় বাজার
- ডুবাই বাজার
- টুকার হাট
- পীর মোহাঃ বাজার
- দেওভান্ডার মোড়ের বাজার
- সৌন্দাইল বাজার
== দর্শনীয় স্থান:- দৌলখাঁড় রাজ দীঘি, কান্দালের নিন্মাঞ্চলে বর্ষাকালে নৌকা ভ্রমন।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
এডভোকেট ডঃ জামিরুল আকতার বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
- এমরান কবির চৌধুরী – কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য।
- সৈয়দ মাহমুদ হোসেন – বাংলাদেশের ২২তম বিচারপতি।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান- হাজী আবুল কালাম ভূঁইয়া
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |