ভবানীপুর ইউনিয়ন, বরুড়া
ভবানীপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ভবানীপুর ইউনিয়ন, বরুড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৯১°৬′ পূর্ব / ২৩.৪০০° উত্তর ৯১.১০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
ভবানীপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
এক নজরে[সম্পাদনা]
কুমিল্লা জেলা শহর থেকে লালমাই পাহাড়ের পশ্চিম পাদদেশে এই ভবানীপুর ইউনিয়নটি অবস্থিত। কুমিল্লা জেলা শহর থেকে ভবানীপুর ইউনিয়ন সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা সড়কপথ। সড়কপথে উপজেলা সদর হতে এ অফিসের দুরত্ব ০৭ কি: মি:। ইহার পূর্বে লালমাই পাহাড় পশ্চিমে বরুড়া উপজেলা ও বরুড়া পৌরসভা উত্তরে আগারনগর ইউনিয়ন ও দক্ষিনে শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের স্থাপন কাল - ১৯৬৩ খ্রী:।
০২। মৌলিক তথ্যাবলী:
ক) আয়তন—১১.৮০ বর্গ কি: মি:
খ) লোকসংখ্যা -- ২৪,৫৩৯ জন
গ) গ্রামের সংখ্যা -- ২৫ টি
ঘ) মৌজার সংখ্যা -- ২১ টি
ঙ) ওয়ার্ড সংখ্যা -- ০৯ টি
চ) হাট-বাজার -- ০৬ টি
৩। শিক্ষা প্রতিষ্ঠান:
ক) কলেজ --
খ) মাদ্রাসা -- ০৫ টি
গ) মাধ্যমিক বিদ্যালয়—২ টি (সেসরকারী)
ঘ) সর: প্রাথমিক বিদ্যালয়—০৫ টি
ঙ) সেসরকারী প্রাথমিক বিদ্যালয়—০৩ টি
চ) সেসরকারী এতিমখানা --
ছ) শিক্ষারহার -- ৫৪%
জ) নদ- নদি পুকুরের সংখ্যা -- ৩৫০ টি
ঝ) রাস্তা ও সড়কের পরিমাণ -- ৬০ কি: মি:
ঞ) কবরস্থান/ শ্বশ্মানঘাটের সংখ্যা -- কবরস্থান- ১০০ টি, শ্বশানঘাট- ০৬ টি
ট) গভীর/ অগভীর নলকূপের সংখ্যা- গভীর- ১ টি, অগভীর- ৩৫০ টি
ঠ) জমির পরিমাণ - এক ফসলী- ৩৭ একর, দু,ফসলী- ৪৬৯ একর
তিন ফসলী - ১৯৯৩ একর।
আয়তন[সম্পাদনা]
11.80 skm
জনসংখ্যা[সম্পাদনা]
প্রায় ২১,৫৫০ জন।
ইতিহাস[সম্পাদনা]
ভবানীপুর ইউনিয়ন পূর্বে ভবানীপুর দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
বরুড়া উপজেলার উত্তর-পূর্বাংশে ভবানীপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে শিলমুড়ী উত্তর ইউনিয়ন, পশ্চিমে বরুড়া পৌরসভা, উত্তরে আগানগর ইউনিয়ন ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
ভবানীপুর ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]
- বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়
- এগারোগ্রাম উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]
- বাতাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
- জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- লক্ষ্মীপুর সঃ প্রাঃ বিদ্যালয়।
- ভবানীপুর সঃ প্রাঃ বিদ্যালয়।
- রেনেসাঁ প্রি-ক্যাডেট স্কুল
- ইকিরা কিন্ডারগার্টেন
মাদ্রাসা[সম্পাদনা]
- বাতাইছড়ি দাখিল মাদ্রাসা।
- সুুুুজাতনগর জামিয়া আরাবিয়া দারুলউলুম মাদ্রাসা ও এতিখানা
- হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা
- ভবানীপুর দারুলউলুম মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
খাল ও নদী[সম্পাদনা]
হাট-বাজার[সম্পাদনা]
- বাতাইছড়ি নতুন বাজার (সুজাতনগর)
- বাতাইছড়ি পুরাতন বাজার
- জালগাঁও ফকির মার্কেট
- ভবানীপুর সুপার মার্কেট
- মনতুর বাজার (এগারোগ্রাম)
দর্শনীয় স্থান[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
![]() |
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |