আকুবপুর ইউনিয়ন
আকুবপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আকুবপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৫′৪৯″ উত্তর ৯০°৫৯′২৫″ পূর্ব / ২৩.৭৬৩৬১° উত্তর ৯০.৯৯০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মুরাদনগর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২১ বর্গকিমি (৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,০৮৭ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৪৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আকুবপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মুরাদনগর উপজেলার উত্তরাংশে আকুবপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে আন্দিকোট ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে পূর্বধইর পূর্ব ইউনিয়ন, দক্ষিণে পূর্বধইর পশ্চিম ইউনিয়ন ও বাঙ্গরা পূর্ব ইউনিয়ন, পশ্চিমে শ্রীকাইল ইউনিয়ন, উত্তর-পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন, উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আকুবপুর ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ।
ওয়ার্ড ভিত্তিক গ্রামসমূহের তালিকা
[সম্পাদনা]- ১নং মেটংঘর, হোসনাবাদ
- ২নং কড়ইবাড়ী, ঘোড়াশাল
- ৩নং কোড়েরপাড়, পান্ডুঘর
- ৪নং কাশিমপুর
- ৫নং কাশিমপুর উত্তর, বাঐখার
- ৬নং রাজাবাড়ী, বলীঘর
- ৭নং হিরাকাাশি
- ৮নং আকুবপুর
- ৯নং গাজীপুর, জাঙ্গাল
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কোড়েরপাড় আদর্শ কলেজ
- আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়
- পীর কাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয়
- বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়
- মেটংঘর ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়
- জাঙ্গাল বাদশা মিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
- পান্ডুঘর সামসুদ্দিন আহাম্মাদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়
- গুলশানে চিশতিয়া হাফিজিয়া মাদরাসা, পীর কাশিমপুর
- আকুবপুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা
- মেটংঘর নূরুন আলা নূর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা
- রাজাবাড়ী কাসেমূল উলূম ইসলামিয়া মাদ্রাসা
- পান্ডুঘর হাফেজিয়া মাদ্রাসা
- আকুবপুর ফুলকুঁড়ি কিন্টারগার্টেন
- রোজ বার্ড কিন্ডারগার্টেন, কোড়েরপাড়
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নে কোন নদী নেই। তবে ইউনিয়নের ওয়েবসাইটে আরচি গাঙ্গকে নদী হিসেবে ধরা হয়েছে। আরচি গাঙ্গটি মেটংঘর গ্রামের বুক চিরে প্রবাহিত হয়েছে। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে অদের খাল, যা ইউনিয়নের উত্তর সীমানা বরাবর যথাক্রমে গাজীপুর, জাঙ্গাল, রাজাবাড়ী, বলীঘর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।[১]
হাট-বাজার
[সম্পাদনা]- গাজীরহাট বাজার
- মেটংঘর বাজার
- আমতলী বাজার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |