সোনারগাঁও
উপর থেকে : গোয়ালদি মসজিদ, শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম নগর, পানাম নগর স্থাপত্য, নীল কুঠি, তাজমহল বাংলাদেশ | |
অবস্থান | নারায়ণগঞ্জ জেলা, ঢাকা বিভাগ, বাংলাদেশ |
---|---|
স্থানাঙ্ক | ২৩°৩৮′৫১″ উত্তর ৯০°৩৫′৫২″ পূর্ব / ২৩.৬৪৭৫০° উত্তর ৯০.৫৯৭৭৮° পূর্ব |
ইতিহাস | |
প্রতিষ্ঠিত | প্রাচীন |
পরিত্যক্ত | ঊনবিংশ শতাব্দী |

বড় সরদার বাড়ি যা ঈশা খাঁর জমিদার বাড়ি হিসাবেও পরিচিত, সোনারগাঁও
সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।
ঐতিহাসিক গুরুত্ব[সম্পাদনা]
কররানী রাজবংশ এর প্রথম নবাব তাজ খান কররানী এর সময়কালে এটি ছিল সাম্রাজ্যের রাজধানী।
উল্লেখযোগ্য নিদর্শন[সম্পাদনা]
- ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও।
- ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়।
- এখানে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ-এর দরগা ইত্যাদি নানারকম স্থাপনা রয়েছে।
- সোনারগাঁও-এ শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত।
- পানাম নগর - এই এলাকাটি ১৯শ শতকে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিলো। এখানে মসলিন কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার সুদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে রয়েছে।
- এটি একটি পর্যটন কেন্দ্র এবং সারাবছর অনেক মানুষ এখানে বেড়াতে আসে।
গ্যালারি[সম্পাদনা]
পানাম নগর প্রবেশ পথ
পানাম নগর কাশীনাথ ভবন সন-১৩০৫
পানাম নগর পুরাতন স্থাপনা
শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর এর প্রবেশ পথ
জামদানি শাড়ি বিক্রয় কেন্দ্র
জামদানি শাড়ি
আরও দেখুন[সম্পাদনা]
- সোনারগাঁও উপজেলা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ অক্টোবর ২০২১ তারিখে