প্রবেশদ্বার:পাকিস্তান
![]() |
স্বাগতম
পাকিস্তান প্রবেশদ্বার |
পাকিস্তান
নির্বাচিত নিবন্ধ
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি সামরিক যুদ্ধ। ভারতীয়, বাংলাদেশী ও আন্তর্জাতিক সূত্র অনুযায়ী, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ১১টি ভারতীয় এয়ারবেসে পাকিস্তান আচমকা হানা দিলে অপারেশন চেঙ্গিস খাঁ নামে এই যুদ্ধের সূচনা ঘটলে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী মুক্তিবাহিনীর পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। মাত্র তেরো দিনের এই যুদ্ধ ইতিহাসের অন্যতম স্বল্পদৈর্ঘ্যের একটি যুদ্ধের মধ্যে একটি। যুদ্ধ চলাকালীন পূর্ব ও পশ্চিম ফ্রন্টে ভারতীয় ও পাকিস্তানি বাহিনী পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে সংঘর্ষে লিপ্ত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সামরিক বাহিনীর পূর্ব কমান্ড ঢাকায় আত্মসমর্পণ করলে যুদ্ধ সমাপ্ত হলে পূর্ব পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পাকিস্তান থেকে নিজেদের বিচ্ছিন্ন করে বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
আপনি জানেন কি...
- ... পাকিস্তানের প্রায় প্রায় হাজার কিলোমিটার লম্বা সৈকতরেখা আছে?
- ... করাচি পাকিস্তানের বৃহত্তম শহর
- ... বৈদিক যুগে ইন্দো আর্যদের মাধ্যমে এখানে হিন্দুদের গোড়াপত্তন হয়, যা পরবর্তীতে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে?
- ... পাকিস্তানের সরকারি ভাষা ইংরেজি এবং জাতীয় ভাষা উর্দু?
- ... আল্লামা ইকবালের মৃত্যু বার্ষিকীতে পাকিস্তানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়?
নির্বাচিত জীবনী
নির্বাচিত চিত্র
![]() | |
১৮০০ এর দশকের শেষের দিক থেকে হায়দরাবাদের একটি অত্যন্ত বিরল ছবি। নেরুন কোট (সিন্ধি: نيرُون ڪوٽ) নামে পরিচিত সিন্ধুর তীরবর্তী একটি মৌর্য মাছ ধরা গ্রামের ধ্বংসাবশেষের উপরে ১৭৬৮ সালে মিয়ান গোলাম শাহ কালহোর এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। পূর্বে সিন্ধের রাজধানী, এটি হায়দরাবাদ জেলার সদর দফতর হিসাবে কাজ করেছিল।
ছবি ক্রেডিট: আইডলেগুই |