সাপশিঙি বনছাগল
সাপশিঙি বনছাগল মারখোর | |
---|---|
![]() | |
পাকিস্তানের জাতীয় পশু | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | আর্টিওডাক্টাইলা |
পরিবার: | বোভিডি |
উপপরিবার: | ক্যাপ্রিনি |
গণ: | ক্যাপরা |
প্রজাতি: | C. falconeri |
দ্বিপদী নাম | |
Capra falconeri (Wagner, 1839) |
সাপশিঙি বনছাগল বা মারখোর (উর্দু: مارخور; ফার্সি: مارخور; পশতু: مرغومی মার্গুমায়; ইংরেজি: Markhor; বৈজ্ঞানিক নাম: Capra falconeri) হচ্ছে ক্যাপরা গণের একটি বড় প্রজাতি যেটি আফগানিস্তান, উত্তর পাকিস্তান, দক্ষিণ তাজিকিস্তান, দক্ষিণ উজবেকিস্তান, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে পাওয়া যায়। আইইউসিএন এটিকে বিপন্নশ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে। সমগ্র পৃথিবীতে এই প্রজাতির আর মাত্র ২৫০০টির মতো প্রাণী টিকে আছে এবং গত দু'প্রজন্মে ২০% সংখ্যা কমেছে। পাকিস্তান এদেরকে জাতীয় পশুর স্বীকৃতি দিয়েছে।[১]
নামের উৎপত্তি[সম্পাদনা]
"মারখোর" শব্দটি দুইটি ফার্সি শব্দ ‘মার’ ও ‘খোর’ যোগে গঠিত হয়েছে। ‘মার’ অর্থ "সাপ" এবং 'খোর' অর্থ "ভক্ষক", অর্থ্যাত্ 'মারখোর' দ্বারা বোঝানো হয় - যে সাপ খায়। এরা সাপ মারতে পারে বলে এদের এমন নাম হয়েছে বলে অনেকে মনে করেন। আবার অনেক বিশেষজ্ঞের মতে এদের সাপের মতো পেঁচানো শিং-এর কারণে এদের এমন নাম।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ Valdez, R. (2008). Capra falconeri. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 5 April 2009. Database entry includes a brief justification of why this species is regarded as endangered.