বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:বাংলা ভাষায় ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাহায্য:আধ্বব/ইংরেজি থেকে পুনর্নির্দেশিত)

এই প্রকল্প পাতাতে ইংরেজি ভাষার শব্দসমূহের (ব্যক্তিনাম ও স্থাননামের) প্রতিবর্ণীকরণের পদ্ধতি বর্ণিত হয়েছে।

ইংরেজি ভাষা বংশগতভাবে একটি পশ্চিম জার্মানীয় ভাষা এবং বর্তমানে এটি বিশ্বে সর্বাধিক প্রচলিত আন্তর্জাতিক ভাষা। ইংরেজি বিশ্বে ৩০ কোটিরও বেশি লোকের মাতৃভাষা। মূলত যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডে মাতৃভাষী ইংরেজিভাষীরা বাস করে।

প্রতিবর্ণীকরণ সারণি

নিচের সারণিতে ইংরেজি ভাষার সব ধ্বনিমূলের বর্ণনা দেওয়া হয়েছে এবং সাথে সাথে তাদের বাংলা প্রতিবর্ণীকরণের নিয়ম দেওয়া হয়েছে। ইংরেজি ভাষার বর্ণমালাতে ২৬টি বর্ণ (letter) থাকলেও ধ্বনিতাত্ত্বিক বিচারে ইংরেজি ভাষাতে ২০টি স্বরধ্বনিমূল ও ২৪টি ব্যঞ্জনধ্বনিমূল আছে। এই ৪৪টি ধ্বনিমূলের (phoneme) প্রত্যেকটিরই আবার এক বা একাধিক সহধ্বনি (allophone) থাকতে পারে। ইংরেজি ভাষার ২২টি মৌলিক স্বরধ্বনির বিপরীতে বাংলা ভাষাতে মৌলিক স্বরধ্বনি আছে মাত্র ৭টি। ইংরেজি স্বরধ্বনিগুলির প্রতিটির নিজস্ব গুণ (quality) ও পরিমাণ (quantity) আছে। এমন অনেক ইংরেজি স্বরধ্বনি আছে, যেগুলি বাংলাতে নেই। আবার কিছু কিছু ইংরেজি স্বরধ্বনি বাংলা স্বরধ্বনির কাছাকাছি হলেও এগুলি গুণে ও পরিমাণে আলাদা। কোন অতিরিক্ত চিহ্ন ব্যবহার না করে কেবল বাংলা বর্ণমালার স্বরবর্ণগুলির (অ, আ, ই, ঈ, উ, ঊ, এ, ঐ, ও, ঔ এবং ক্ষেত্রবিশেষে "য়" ব্যঞ্জনবর্ণটি) সাহায্যে ইংরেজি স্বরধ্বনিগুলির সঠিক গুণ ও পরিমাণ বজায় রেখে সঠিক প্রতিবর্ণীকরণ তাই কষ্টসাধ্য।

ইংরেজি ভাষার প্রত্যেকটি ধ্বনি বহুভাবে বানান করা যায়। ধ্বনি ও বানানের এই অনিয়মিত সম্পর্কের কারণে ইংরেজি শব্দের বাংলা বানান খুব একটা সোজা নয়। নিচের সারণিতে যেখানে যেখানে "…" বসেছে, সেখানে ব্যঞ্জনবর্ণ কল্পনা করে নিতে হবে। যেসব ইংরেজি উচ্চারণ প্রধানত কানাডায় ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত শুদ্ধভাষায় (General North American English) শোনা যায়, সেগুলোর পাশে "মাঃ" লেখা হয়েছে। যেসব উচ্চারণ প্রধানত যুক্তরাজ্যের প্রচলিত শুদ্ধভাষায় (Received Pronunciation) শোনা যায়, সেগুলোর পাশে "ব্রিঃ" লেখা হয়েছে।

ব্যঞ্জনধ্বনি
আ-ধ্ব-ব ধ্বনিগত রূপ সহজবোধ্য বাংলা রূপ ইংরেজি বানান উদাহরণ
/p/ প্‌ বা ফ্‌ p, pp, ph, pe, gh pill, happy, Phuket, tape, hiccough
/b/ ব্‌ b, bb, bh bit, rabbit, Bhutan
/t/ ট্‌ বা ঠ্‌ t, tt, ed, pt, th, ct ten, bitter, topped, pterodactyl, thyme, ctenoid
/d/ ড্‌ d, dd, ed, dh dive, ladder, failed, dharma
/g/ গ্‌ g, gg, gue, gh go, stagger, catalogue, ghost
/k/ ক্‌ বা খ্‌ c, k, ck, ch, cc, qu, q, cq, cu, que, kk, kh cat, key, tack, chord, account, liquor, Iraq, acquaint, biscuit, mosque, trekker, khan
/m/ ম্‌ m, mm, mb, mn, mh, gm, chm mine, hammer, climb, hymn, mho, diaphragm, drachm
/n/ ন্‌ n, nn, kn, gn, pn, nh, cn, mn nice, funny, knee, gnome, pneumonia, piranha, cnidarian, mnemonic
/ŋ/ ঙ্‌ / ng, n, ngue, ngh sing, link, tongue, Singh
/ɹ/ র্‌ r, rr, wr, rh, rrh ray, parrot, wrong, rhyme, diarrh(o)ea
/f/ ফ়্‌ f, ph, ff, gh, pph, u fine, physical, off, laugh, sapphire, lieutenant (ব্রিঃ)
/v/ ভ়্‌ v, vv, f vine, savvy, of
/θ/ থ়্‌ th, chth, phth, tth thin, chthonic, phthisis, Matthew
/ð/ দ়্‌ th, the them, breathe
/s/ স্‌ s, c, ss, sc, st, ps, cc, se, ce song, city, mess, scene, listen, psychology, flaccid, horse, juice
/z/ জ়্‌ s, z, x, zz, ss, ze has, zoo, xylophone, fuzz, scissors, breeze
/ʃ/ শ্‌ sh, ti, ci, ssi, si, ss, ch, s, sci, ce, sch, sc shin, nation, special, mission, expansion, tissue, machine, sugar, conscience, ocean, schmooze, crescendo
/ʒ/ ঝ়্‌ si, s, g, z, j, zh, ti division, leisure, genre, seizure, jeté, Zhytomyr, equation
/tʃ/ চ্‌ বা ছ্‌ ch, t, tch, ti, c, cz, tsch chin, nature, batch, bastion, cello, Czech, Deutschmark
/dʒ/ জ্‌ g, j, dg, dge, d, di, gi, ge, dj, gg magic, jump, ledger, bridge, graduate, soldier, Belgian, dungeon, Djibouti, exaggerate
/h/ হ্‌ h, wh, j, ch he, who, fajita, chutzpah
/j/ য়্‌ ইয়/িয় y, i, j, ll yes, onion, hallelujah, tortilla
/l/ ল্‌ l, ll, lh line, hall, Lhasa
/w/ ৱ্‌ ওয়/বোয়// w, u, o, ou, wh (বেশির ভাগ উপভাষায়) we, queen, choir, Ouija board, what
/hw/ হ্‌ৱ্‌ হোয়/হু wh (কিছু উপভাষায়) wheel
স্বরধ্বনি
আ-ধ্ব-ব ধ্বনিগত রূপ সহজবোধ্য বাংলা রূপ ইংরেজি বানান উদাহরণ
/i/ /ি e, ea, ee, e…e, ae, ei, i…e, ie, eo, oe, ie...e, ay, ey, i, y, oi, ue, œ be, beach, bee, cede, Caesar, deceit, machine, field, people, amoeba, hygiene, quay, key, ski, city, chamois, Portuguese, fœtus
/ɪ/ /ি i, y, ui, e, ee, ie, o, u, a, ei, ee, ia, ea, i...e, ai, ey, oe bit, myth, build, pretty, been, sieve, women, busy, damage, counterfeit, sovereign, carriage, mileage, medicine, bargain, Ceylon, oedema
/u/ / oo, u, o, u…e, ou, ew, ue, o…e, ui, eu, œu, oe, ough, wo, ioux, ieu, ault, oup, w tool, luminous, who, flute, soup, jewel, true, lose, fruit, maneuver (মাঃ), manœuver (ব্রিঃ), canoe, through, two, Sioux, lieutenant (মাঃ), Sault Sainte Marie, coup, cwm
/ʊ/ / oo, u, o, oo...e, or, ou, oul look, full, wolf, gooseberry, worsted, courier, should
/eɪ/ এই / a, a…e, ay, ai, ai...e, aig, aigh, ao, au, e, é, e...e, ea, ei, ei...e, eig, eigh, ee, ée, eh, et, ey, ez, er, ie, ae, eg paper, rate, pay, rain, cocaine, arraign, straight, gaol (ব্রিঃ), gauge, ukulele, café, crepe, steak, veil, beige, reign, eight, matinee, soirée, eh, ballet, obey, chez, dossier, lingerie (মাঃ), reggae, thegn
/ə/ অ্য বা / বা অ্যা/্যা a, e, o, u, ai, ou, eig, y, ah, ough, gh, ae, oi another, anthem, awesome, atrium, mountain, callous, foreign, beryl, Messiah, borough (ব্রিঃ), Edinburgh, Michael, porpoise
/oʊ/ (ব্রিঃ /əʊ/) / o, o…e, oa, ow, ou, oe, oo, eau, oh, ew, au, aoh, ough, eo so, bone, boat, know, soul, foe, brooch, beau, oh, sew, mauve, pharaoh, furlough, yeoman
/ɛ/ এ্য / e, ea, a, ae, ai, ay, ea…e, ei, eo, ie, ieu, u, ue, œ met, weather, many, aesthetic, said, says, cleanse, heifer, jeopardy, friend, lieutenant (ব্রিঃ), bury, guess, fœtid
/æ/ অ্যা অ্যা/্যা a, ai, al, au, i hand, plaid, salmon, laugh, meringue
/ʌ/ / u, o, o…e, oe, ou, oo, wo sun, son, come, does, touch, flood, twopennce
/ɔ/ a, au, aw, ough, augh, o, oa, oo, al, uo fall, author, jaw, bought, caught, cord, broad, door, walk, fluorine
/ɑ/ (ব্রিঃ /ɒ/) (ব্রিঃ ) o, a, eau, ach, au, ou lock, watch, bureaucracy, yacht, sausage, cough
/aɪ/ আয়্‌ আই/াই i…e, i, y, igh, ie, ei, eigh, uy, ai, ey, ye, eye, y…e, ae, ais, is, ig, ic, ay, ui fine, Christ, try, high, tie, eidos, height, buy, aisle, geyser, dye, eye, type, maestro, aisle, isle, sign, indict, tayra, guide
/ɑr/ (ব্রিঃ /ɑ/) আর্‌ (ব্রিঃ পশ্চাৎ ) আর/ার ar, a, er, ear, a…e, ua, aa, au, ou car, father, sergeant, heart, are, guard, bazaar, aunt
/ɛr/ (ব্রিঃ /ɛə/) এ্যর্‌ (ব্রিঃ এ্যয়া) এয়ার/েয়ার er, ar, ere, are, aire, eir, air, aa, aer, ayr, ear stationery, stationary, where, ware, millionaire, heir, hair, Aaron, aerial, Ayr, bear
/ɔɪ/ অয়্‌ অয়/য় oi, oy, aw, uoy oy…e, eu foil, toy, lawyer, buoy, gargoyle, Freudian
/aʊ/ অ্যাও আউ/াউ ou, ow, ough, au, ao out, now, bough, tau, Laos
/ər/ (ব্রিঃ /ɜ/) অ্যর্‌ (ব্রিঃ অ্য) আর/ার er, or, ur, ir, yr, our, ear, err, eur, yrrh, ar, oeu, olo, uer fern, worst, turn, thirst, myrtle, journey, earth, err, amateur, myrrh, grammar, hors d'oeuvre, colonel, Guernsey
/ju/ য়ু ইউ/িউ u, u…e, eu, ue, iew, eau, ieu, ueue, ui, ewe, ew music, use, feud, cue, view, beautiful, adieu*, queue, nuisance, ewe, few

বিশেষ ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণ

ইংরেজি ভাষার কিছু কিছু শব্দ পরিস্থিতিভেদে ভিন্নভাবে উচ্চারিত হতে পারে[]। এই শব্দগুলির প্রতিবর্ণীকরণেও তা প্রতিফলিত হওয়া প্রয়োজন।

A

এই অনির্দিষ্টতাবাচক নির্দেশক শব্দটি (indefinite article) সাধারণত (আরও সঠিকভাবে অ্য-এর মত) উচ্চারিত হয়। যেমন - a boy আ বয় (অ্য বয়্‌), a girl আ গার্ল (অ্য গর্‌ল্‌‌)।

The

The শব্দটি পরিস্থিতিভেদে দ্য কিংবা দি উচ্চারিত হয়। এটা নির্ভর করে শব্দটির ঠিক পরে কোন ধরনের ধ্বনি উচ্চারিত হচ্ছে তার উপর। যদি the-এর পরবর্তী ধ্বনিটি ব্যঞ্জন হয়, তবে এর উচ্চারণ হবে দ্য, যেমন -- the ball দ্য বল (দ়্য বল্‌), the school দ্য স্কুল (দ়্য স্কূল্‌), the one দ্য ওয়ান (দ়্য ৱান্‌), ইত্যাদি। যদি the-এর পরবর্তী ধ্বনিটি স্বরধ্বনি হয়, তবে এর উচ্চারণ হবে দি, যেমন -- the apple দি অ্যাপ্‌ল (দ়ী অ্যাপ্‌ল্‌), the hour দি আওয়ার (দ়ী অ্যাওয়ার্‌), the opening দি ওপেনিং (দ়ী ঔপেনিং), ইত্যাদি।

তবে কথা বলার সময় জোর দিয়ে বলতে চাইলে ব্যঞ্জনের আগেও "দি" (দ়ী) বলা যায়। যেমন - This is the place to live. "দিস ইজ দি প্লেস টু লিভ" (দ়িস্‌ ইজ়্‌ দ়ী প্লেইস্‌ ঠু লিভ়্‌)। এই বিশেষ ক্ষেত্রটি অবশ্য লিখিত বিশ্বকোষীয় ভুক্তিতে ইংরেজি নাম প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য নয়।

তথ্যসূত্র

  1. The American Heritage® Book of English Usage. 1996.

আরও দেখুন