ইউরেশীয় পাত
ইউরেশীয় পাত | |
---|---|
![]() ইউরেশিয়ান পাত | |
Type | বৃহৎ |
Approximate area | ৬,৭৮,০০,০০০ কিমি২ (২,৬২,০০,০০০ মা২)[১] |
Movement1 | দক্ষিণ |
Speed1 | ৭–১৪ মিমি (০.২৮–০.৫৫ ইঞ্চি)/year |
Features | ইউরোপ, এশিয়া, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর |
1Relative to the African Plate |
ইউরেশীয় প্লেট একটি টেকটনিক প্লেট। ইউরেশিয়া মহাদেশের অধিকাংশ এই প্লেটের উপর অবস্থিত। ইউরেশিয়া মহাদেশ হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশের ভূভাগের যোগফল, যার থেকে উল্লেখযোগ্যভাবে বাদ যাবে ভারতীয় উপমহাদেশ, আরব উপদ্বীপ আর পূর্ব সাইবেরিয়ার চেরস্কি পর্বতমালার পূর্ব দিকের এলাকা। পশ্চিমে মধ্য আটলান্টিক শৈলশিরা এবং উত্তরে গাক্কেল শৈলশিরার মধ্যে অবস্থিত মহাসাগরীয় ভূত্বক ইউরেশিয়ার অর্ন্তভুক্ত।
এই পাতের পূর্ব দিকের সীমানার উত্তরে আছে উত্তর আমেরিকান পাত আর দক্ষিণে আছে ফিলিপাইন সাগর পাত, আর সম্ভবত ওখোটস্ক এবং আমুরিয়ান পাত। এর দক্ষিণ সীমানার পশ্চিমে আফ্রিকান পাত; মধ্যে আরবীয় পাত আর পূর্ব দিকে ইন্দো-অস্ট্রেলীয় পাত।
- ↑ "Sizes of Tectonic or Lithospheric Plates"। Geology.about.com। ২০১৪-০৩-০৫। সংগ্রহের তারিখ ২০১৫-১২-২৬।