পাকিস্তান সরকার
পাকিস্তান সরকার (উর্দু: حکومتِ پاکستان) একটি স্বাধীন সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়।[১] এখানে রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচন করা হয়, তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে থাকেন এবং একজন পরোক্ষভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসাবে দায়িত্বে পালন করে থাকেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিয়োগ এবং শর্তসমূহ সাংবিধানিক ভাবে আলাদা। ৬ সেপ্টেম্বর, ২০০৮ সালে নির্বাচন কলেজ (সচিবালয়, পাকিস্তান গণপরিষদ, এবং চারটি প্রাদেশিক গণপরিষদের সমন্বয়ে গঠিত) আসিফ আলি জারদারিকে পাকিস্তানের ১১তম রাষ্ট্রপতি হিসাবে পরবর্তী ৫ বছরের জন্য নির্বাচন করে। প্রধানমন্ত্রী সাধারণত ন্যাশনাল এসেম্বলির বৃহত্তম দলের নেতাকে নির্বাচন করা হয়। এবং আইন সভার উভয় চেম্বারের নির্বাচিত সদস্যদের নিয়ে মন্ত্রীপরিষদ গঠন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা জিলানী পাকিস্তান পিপলস্ পার্টি থেকে নির্বাচিত। তিনি ২৫ মার্চ ২০০৮ থেকে ক্ষমতায় আছেন।
পরিচ্ছেদসমূহ
প্রাদেশিক সরকার[সম্পাদনা]
স্থানীয় সরকার[সম্পাদনা]
কাশমির সরকার[সম্পাদনা]
মন্ত্রণালয়[সম্পাদনা]
বিভাগসমূহ[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "About Government"। Government of Pakistan। ২০০৭-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৫।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- পাকিস্তান সরকার (ইংরেজি)