ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন
![]() | |
পাবলিক সম্প্রচার | |
শিল্প | গণমাধ্যম |
পূর্বসূরী | ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯২৭ |
প্রতিষ্ঠাতা | জন রেইথ (মহাপরিচালক) জর্জ ভিলিয়ার্স |
সদরদপ্তর | ব্রডকাস্টিং হাউস, লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | ক্রিস প্যাটেন (চেয়ারম্যান, বিবিসি ট্রাস্ট) টিম ডেভি (মহাপরিচালক) |
পরিষেবাসমূহ | টেলিভিশন, রেডিও, অনলাইন |
আয় | ![]() |
![]() | |
![]() | |
মোট সম্পদ | ![]() |
মালিক | দ্য ক্রাউন (Publicly-Owned) |
ওয়েবসাইট | bbc.co.uk |
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সংক্ষেপে বিবিসি, (ইংরেজি: British Broadcasting Corporation, BBC) যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা। টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি এবং তথ্য সেবা সরবরাহ করা বিবিসির প্রধান কাজ। বিবিসি ১৯২২ সালে প্রতিষ্ঠা করা হয়। বিবিসি এর সদর দপ্তর হলো "ব্রডকাস্টিং হাউস"। যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ১৯২২ সালের ১৮ অক্টোবর ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড নামে ইহা প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক ভাবে ৬টি ব্রিটিশ কোম্পানি মিলিত হয়ে এই লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করে। এই ছয়টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হল: মার্কোনী, রেডিও কমিউনিকেশন কোম্পানি, মেট্রোপলিটন-ভিকার্স (মেট্রোভিক), জেনারেল ইলেকট্রিক, ওয়েষ্টার্ণ ইলেকট্রিক ও ব্রিটিশ থমসন-হউষ্টন (বিটিএইচ)। ১৯২২ সালের ১৪ নভেম্বর লন্ডনের মার্কোনী হাউসের ২এলও স্টেশন থেকে প্রথম অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে ১১ অক্টোবর, ১৯৪১ সাল থেকে।
আরও দেখুন[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে বিবিসি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- BBC (বাংলা)
- www.bbc.co.uk: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |