ঝলম ইউনিয়ন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
ঝলম | |
---|---|
ইউনিয়ন | |
৫নং ঝলম ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ঝলম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২২′৫২″ উত্তর ৯০°৫৯′৫৭″ পূর্ব / ২৩.৩৮১১১° উত্তর ৯০.৯৯৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
ওয়েবসাইট | jhalamup |
ঝলম বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]জনসংখ্যা
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]ঝলম ইউনিয়ন পূর্বে ঝলম দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বরুড়া উপজেলার পশ্চিমাংশে ঝলম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চিতড্ডা ইউনিয়ন, উত্তর-পূর্বে খোশবাস দক্ষিণ ইউনিয়ন, পূর্বে বরুড়া পৌরসভা ও শাকপুর ইউনিয়ন, দক্ষিণে আড্ডা ইউনিয়ন এবং পশ্চিমে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ঝলম ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ঝলম অঞ্চলে অনেকগুলো উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য,ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজ,শশইয়া ডি এম উচ্চবিদ্যালয়, ঝলম ইউনিয়ন ইসলামি শিক্ষায় সমৃদ্ধ,ছোট বড় অনেকগুলো ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে,যার ফলে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে এই এলাকার মুসলিম সমাজ
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খাল ও নদী
[সম্পাদনা]ঝলম ইউনিয়নের মধ্যে কোন নদী নেই,তবে এই এলাকার পূর্ব পাশ হয়ে দেশের বিখ্যাত খাল,কার্জন খাল রয়েছে,যেটি সরাসরি ডাকাতিয়া নদী হয়ে চাঁদপুরের পদ্না নদীতে মিলিত হয়েছে
হাট-বাজার ঝলমবাজার
[সম্পাদনা]এই এলাকার ছোটখাটো কয়েকটা বাজার রয়েছে,এগুলো হলো ঝলম বাজার,শশইয়া বাজার,মহিদপুর বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ঝলমে কোন দর্শনীয় স্হান নেই,তবে নতুন করে কয়েকটা দর্শনীয় খাবার হোটেল তৈরি হয়েছে যার পরিবেশ খুবই সুন্দর। হোটেলগুলো হলো, হক কাবাব হাউজ এবং নাজলা কাবাব
জনপ্রতিনিধি
[সম্পাদনা]চেয়ারম্যান--
মোঃ নুরুল ইসলাম
সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ--
১) আয়েশা বেগম ১,২,৩ নং ওয়ার্ড
২) মিনোয়ারা বেগম ৪,৫,৬ নং ওয়ার্ড
৩) রাধা রানী তালুকদার ৭,৮,৯ নং ওয়ার্ড
সাধারণ সদস্যবৃন্দ----
১) মোঃ রেজাউল করিম
০১ নং ওয়ার্ড
২) মোঃ আবুল বাশার
০২ নং ওয়ার্ড
৩) সফিকুল ইসলাম
৩ নং ওয়ার্ড
৪) মোঃ সিরাজুল ইসলাম
৪ নং ওয়ার্ড
৫) মোঃ কাউছার হোসেন
৫ নং ওয়ার্ড
৬) মোঃ মেহেদী হাসান আনিছ
৬ নং ওয়ার্ড
৭) মোহাম্মদ গোলাম ছরওয়ার
৭ নং ওয়ার্ড
৮) মোঃ মফিজুল ইসলাম
৮ নং ওয়ার্ড
৯) মোঃ মোশাররফ হোসেন
৯ নং ওয়ার্ড
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |