হেরা গুহা

স্থানাঙ্ক: ২১°২৭′২৭.২″ উত্তর ০৩৯°৫১′৩৩.৯″ পূর্ব / ২১.৪৫৭৫৫৬° উত্তর ৩৯.৮৫৯৪১৭° পূর্ব / 21.457556; 39.859417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Hira থেকে পুনর্নির্দেশিত)
গুহার প্রবেশপথ

হেরা (আরবি: حراء‎‎ Ḥirāʾ ) বা হেরা গুহা (غار حراء Ġār Ḥirāʾ ) সৌদি আরবের মক্কায় জাবালে নূর পর্বতে অবস্থিত একটি গুহা।

সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসেবে এই গুহা প্রসিদ্ধ। ইসলাম অনুযায়ী শবে কদরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় সর্বপ্রথম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন।

বর্ণনা[সম্পাদনা]

গুহাটি ৩.৭ মি (১২ ফু) দীর্ঘ এবং ১.৬০ মি (৫ ফু ৩ ইঞ্চি) প্রশস্ত।[১] এটি পর্বতের ২৭০ মি (৮৯০ ফু) উচুতে অবস্থিত।[২] হজ্জের সময় এখানে প্রচুর লোকসমাগম হয়।[২] তবে এই স্থানে আগমন হজ্জের অংশ নয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. In the Cave of Hira’
  2. "Saudi Tourism"। ৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]