বিষয়বস্তুতে চলুন

মুজদালিফা

স্থানাঙ্ক: ২১°২৩′৩৩″ উত্তর ৩৯°৫৬′১৬″ পূর্ব / ২১.৩৯২৫০° উত্তর ৩৯.৯৩৭৭৮° পূর্ব / 21.39250; 39.93778
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুজদালিফা (আরবি:مزدلفة) সৌদি আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি সমতল এলাকা। এই স্থান হজ্জের সাথে সম্পর্কিত। মিনা ও আরাফাতের পথে মিনার দক্ষিণ পূর্বে এর অবস্থান।

মুজদালিফাতে মসজিদ এবং পাথর সংগ্রহ অঞ্চল

প্রতিবছর ৯ জিলহজ তারিখে আরাফাতে অবস্থানের পর মুসলিমরা মুজদালিফায় আসে। এখানে রাত্রিযাপন করা হজ্জের অংশ। পরবর্তীতে মিনায় শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য এখানে থেকে পাথর সংগ্রহ করা হয়।