জাবালে নূর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


জাবালে নূর সৌদি আরবের মক্কা আল-মুকাররমার অন্যতম একটি ঐতিহাসিক পাহাড়। এটি ক্বাবা ঘরের উত্তর-পূর্বে অবস্থিত। এটি ঐতিহাসিক গুরুত্ব লাভ করার কারণ হচ্ছে, নবী মুহাম্মদ এ পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করেন এবং প্রথম ওহী লাভ করেন। [১]

পর্বতের প্রকৃতি[সম্পাদনা]

এই পর্বতের উচ্চতা ৬৪২ মিটার, এবং এটি ৩৮০ মিটার থেকে তীব্রভাবে নেমে ৫০০ মিটারের স্তরে পৌঁছেছে, এর পাদদেশ ৫ কিমি।

হেরা গুহা[সম্পাদনা]

জাবালে নূরে হেরা গুহায় প্রবেশ দ্বার।
মানুষ হেরা গুহায় প্রবেশ করছে

হেরা গুহা এ পাহাড়ের চূড়ায় অবস্থিত, এটা পাহাড়ের উপর একটা ফাঁকাস্থান, এর দরজা উত্তর দিকে, দৈর্ঘ ৪ গজ, প্রস্থ প্রায় দুগজ। এক সাথে পাঁচজন বসতে পারে।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "تعرف على "جبل النور".. أحد أهم الأماكن التاريخية بمكة"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০