বিষয়বস্তুতে চলুন

২০০৬-০৭ স্কটল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৬-০৭ স্কটল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ স্কটল্যান্ড
তারিখ ১৫ ডিসেম্বর – ১৭ ডিসেম্বর
অধিনায়ক হাবিবুল বাশার ক্রেইগ রাইট
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান আফতাব আহমেদ (১১৮) ফ্রেজার ওয়াটস (৪৭)
সর্বাধিক উইকেট আব্দুর রাজ্জাক (৪) গ্লেন রজার্স (২)
সিরিজ সেরা খেলোয়াড় আফতাব আহমেদ (বাংলাদেশ)

স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ২০০৬ সালে ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করে। সফরে একটি প্রস্তুতিমূলক ম্যাচসহ বাকি ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচেই স্কটল্যান্ড পরাজিত হয়।

তারিখ

[সম্পাদনা]
তারিখ ম্যাচ মাঠ
ডিসেম্বর ১৪ সফর ম্যাচ চট্টগ্রাম
ডিসেম্বর ১৫ ১ম ওডিআই চট্টগ্রাম
ডিসেম্বর ১৭ ২য় ওডিআই মিরপুর

স্কোয়াড

[সম্পাদনা]
 বাংলাদেশ []  স্কটল্যান্ড []
  • ক্রেইগ রাইট (অধি:)
  • কলিন স্মিথ (উই:)
  • ওমর হোসেন
  • মাজিদ হক
  • ডগি ব্রাউন
  • ফ্রেজার ওয়াটস
  • রস লায়ন্স
  • নাদিফ পুনিয়া
  • নিল ম্যাককুলাম
  • গেভিন হ্যামিলটন
  • ডগলাস লকহার্ট
  • পল হফম্যান
  • রায়ান ওয়াটসন
  • জন ব্লাইন
  • গ্লেন রজার্স
  • দেওয়াল্ড নেল*

* দেওয়াল্ড নেলকে দলে নেয়া হয় কিন্তু সফর শুরু করার আগে প্রত্যাহার করা হয়।

সফর ম্যাচ

[সম্পাদনা]
১৪ ডিসেম্বর ২০০৬
স্কোরকার্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি বাংলাদেশ
২৫২/৬ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২১৯ (৪৭.২ ওভার)
তামিম ইকবাল ১০৫ (১৩৪)
মাজিদ হক ৩/৩৫ (৭ ওভার)
নাদিফ পুনিয়া ৬৩ (৭৩)
মোশাররফ হোসেন ৪/৩২ (৯.২ ওভার)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি ৩৩ রানে জয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: এনামুল হক (বাংলাদেশ) এবং জিয়াউল ইসলাম (বাংলাদেশ)
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • ম্যাচের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি ১২ জন খেলোয়াড় ব্যবহার করে এবং স্কটল্যান্ড ১৩ জন খেলোয়াড় ব্যবহার করে, ইনিংস প্রতি ১১ জন।

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
১৫ ডিসেম্বর ২০০৬
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৫৩ (৪৫.১ ওভার)
 বাংলাদেশ
১৫৪/৪ (২৯.১ ওভার)
কলিন স্মিথ ৩০ (৫৯)
শাহাদাত হোসেন ৩/৩৮ (৮ ওভার)
আফতাব আহমেদ ৬৬ (৫০)
রস লায়ন্স ২/৫২ (৬.১ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং সিদ্ধান্ত নেয়।
  • স্কটল্যান্ডের পক্ষে গ্লেন রজার্সের ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

[সম্পাদনা]
১৭ ডিসেম্বর ২০০৬
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৭৮/৬ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৩২ (৪১.৩ ওভার)
আফতাব আহমেদ ৫২ (৪৬)
ক্রেইগ রাইট ২/৪৬ (১০ ওভার)
ফ্রেজার ওয়াটস ২৯ (৩৭)
আব্দুর রাজ্জাক ৪/২৩ (১০ ওভার)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং সিদ্ধান্ত নেয়।
  • স্কটল্যান্ডের পক্ষে মাজিদ হকের ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]