২০০৬-০৭ স্কটল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর
অবয়ব
২০০৬-০৭ স্কটল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | স্কটল্যান্ড | ||
তারিখ | ১৫ ডিসেম্বর – ১৭ ডিসেম্বর | ||
অধিনায়ক | হাবিবুল বাশার | ক্রেইগ রাইট | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | আফতাব আহমেদ (১১৮) | ফ্রেজার ওয়াটস (৪৭) | |
সর্বাধিক উইকেট | আব্দুর রাজ্জাক (৪) | গ্লেন রজার্স (২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | আফতাব আহমেদ (বাংলাদেশ) |
স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ২০০৬ সালে ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করে। সফরে একটি প্রস্তুতিমূলক ম্যাচসহ বাকি ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচেই স্কটল্যান্ড পরাজিত হয়।
তারিখ
[সম্পাদনা]তারিখ | ম্যাচ | মাঠ |
---|---|---|
ডিসেম্বর ১৪ | সফর ম্যাচ | চট্টগ্রাম |
ডিসেম্বর ১৫ | ১ম ওডিআই | চট্টগ্রাম |
ডিসেম্বর ১৭ | ২য় ওডিআই | মিরপুর |
স্কোয়াড
[সম্পাদনা]বাংলাদেশ [১] | স্কটল্যান্ড [২] |
---|---|
* দেওয়াল্ড নেলকে দলে নেয়া হয় কিন্তু সফর শুরু করার আগে প্রত্যাহার করা হয়।
সফর ম্যাচ
[সম্পাদনা] ১৪ ডিসেম্বর ২০০৬
স্কোরকার্ড |
ব
|
||
নাদিফ পুনিয়া ৬৩ (৭৩)
মোশাররফ হোসেন ৪/৩২ (৯.২ ওভার) |
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- ম্যাচের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি ১২ জন খেলোয়াড় ব্যবহার করে এবং স্কটল্যান্ড ১৩ জন খেলোয়াড় ব্যবহার করে, ইনিংস প্রতি ১১ জন।
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ১৫ ডিসেম্বর ২০০৬
স্কোরকার্ড |
ব
|
||
কলিন স্মিথ ৩০ (৫৯)
শাহাদাত হোসেন ৩/৩৮ (৮ ওভার) |
আফতাব আহমেদ ৬৬ (৫০)
রস লায়ন্স ২/৫২ (৬.১ ওভার) |
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং সিদ্ধান্ত নেয়।
- স্কটল্যান্ডের পক্ষে গ্লেন রজার্সের ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
[সম্পাদনা] ১৭ ডিসেম্বর ২০০৬
স্কোরকার্ড |
ব
|
||
আফতাব আহমেদ ৫২ (৪৬)
ক্রেইগ রাইট ২/৪৬ (১০ ওভার) |
ফ্রেজার ওয়াটস ২৯ (৩৭)
আব্দুর রাজ্জাক ৪/২৩ (১০ ওভার) |
- স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং সিদ্ধান্ত নেয়।
- স্কটল্যান্ডের পক্ষে মাজিদ হকের ওডিআই অভিষেক হয়।