২০১৮-১৯ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর
অবয়ব
২০১৮-১৯ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
বাংলাদেশ | জিম্বাবুয়ে | ||
তারিখ | ১৯ অক্টোবর – ১৫ নভেম্বর ২০১৮ | ||
অধিনায়ক |
মাহমুদুল্লাহ রিয়াদ (টেস্ট) মাশরাফী বিন মোর্ত্তজা (ওডিআই) | হ্যামিল্টন মাসাকাদজা | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | মুশফিকুর রহিম (২৭০) | ব্রেন্ডন টেলর (২৪৬) | |
সর্বাধিক উইকেট | তাইজুল ইসলাম (১৮) | কাইল জার্ভিস (১০) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ইমরুল কায়েস (৩৪৯) | শন উইলিয়ামস (২২৬) | |
সর্বাধিক উইকেট |
মেহেদী হাসান (৪) মোহাম্মদ সাইফুদ্দিন (৪) নাজমুল ইসলাম (৪) | কাইল জার্ভিস (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ইমরুল কায়েস (বাংলাদেশ) |
জিম্বাবুয়ে ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট জন্য বাংলাদেশ সফর করছে, যা ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [১][২][৩]
দলীয় সদস্য
[সম্পাদনা]টেস্ট | ওডিআই | ||
---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
প্রস্তুতিমূলক খেলা
[সম্পাদনা]৫০ ওভারের ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম বনাম জিম্বাবুয়ে
[সম্পাদনা] ১৯ অক্টোবর ২০১৮
০৯:৩০ |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তিনদিনের ম্যাচ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম বনাম জিম্বাবুয়ে
[সম্পাদনা]২৯–৩১ অক্টোবর ২০১৮
|
ব
|
||
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১ দিনের খেলা সম্ভব ছিল না।
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ২১ অক্টোবর ২০১৮
১৪:৩০ (দিন/রাত) |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ফজলে মাহমুদ (বাংলাদেশ) তার ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
[সম্পাদনা]৩য় ওডিআই
[সম্পাদনা] ২৬ অক্টোবর ২০১৮
১৪:৩০ (দিন/রাত) |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আরিফুল হক (বাংলাদেশ) তার ওডিআই অভিষেক হয়।
- ইমরুল কায়েস ও সৌম্য সরকার জন্য একটি নতুন রেকর্ড সেট করুন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ অংশীদারিত্ব ওয়ানডেতে (২২০)।
- ইমরুল কায়েস তিন ম্যাচের ওডিআই দ্বিপাক্ষিক সিরিজে (৩৪৯) সবচেয়ে বেশি রান করেছেন।
টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]৩–৭ নভেম্বর ২০১৮
|
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আরিফুল হক, নাজমুল ইসলাম (বাংলাদেশ), ওয়েলিংটন মাসাকাদজা ও ব্রেন্ডন মাভুতা (জিম্বাবুয়ে) তার টেস্ট অভিষেক হয়।
- এই ঘটনাস্থল থেকে খেলা প্রথম টেস্ট ছিল।
- তাইজুল ইসলাম (বাংলাদেশ) টেস্টে তার প্রথম ১০ উইকেট দখল করেছিলেন।
২য় টেস্ট
[সম্পাদনা]১১–১৫ নভেম্বর ২০১৮
|
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- খালেদ আহমেদ ও মোহাম্মদ মিঠুন (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- মোহাম্মদ মিঠুন সবচেয়ে অভিজ্ঞ হয়ে ওঠে প্রথম-শ্রেণীর ক্রিকেটার ৮৮ টেস্টে টেস্ট অভিষেকের জন্য বাংলাদেশ থেকে।
- মুশফিকুর রহিম (বাংলাদেশ) টেস্টে দুটি দ্বিগুণ সেঞ্চুরি করার জন্য প্রথম উইকেটরক্ষক হন।
- মুশফিকুর রহিমও তৈরি করেছেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (২১৯), একটি ইনিংসে (৪২১) সর্বাধিক বল মোকাবিলা করেছিলেন, এবং টেস্টে একজন বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ ইনিংসটি (৫৮৯) সর্বাধিক মিনিটেই কাটিয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Sylhet set to become Bangladesh's eighth Test venue"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮।
- ↑ "Media Release : ITINERARY: Zimbabwe in Bangladesh 2018"। Bangladesh Cricket Board। ২৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮।