ভূরুঙ্গামারী উপজেলা
(ভুরুঙ্গামারী উপজেলা থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। |
ভূরুঙ্গামারী | |
---|---|
উপজেলা | |
ভূরুঙ্গামারী | |
ডাকনাম: ভূরুঙ্গামারী | |
বাংলাদেশে ভূরুঙ্গামারী উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৭′২৬″ উত্তর ৮৯°৪১′১৬″ পূর্ব / ২৬.১২৩৮৯° উত্তর ৮৯.৬৮৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
প্রতিষ্ঠা | ১৯১৫ সালে |
সংসদীয় আসন | কুড়িগ্রাম-১ |
আয়তন | |
• মোট | ২৩১.৭০ বর্গকিমি (৮৯.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৩১,৫৭৪ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২.৬(২০১৭) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৬৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৪৯ ০৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভূরুঙ্গামারী উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
ভূরুঙ্গামারী উপজেলাটি কুড়িগ্রাম জেলার উত্তরপূর্ব দিকে অবস্থিত।[২] ২৬°২০´ থেকে ২৬°১৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৬´ থেকে ৮৯°৪৮´ পূর্ব দ্রাঘিমাংশে বিস্তৃত। এর আয়তন ২৩১.৭০ বর্গকিলোমিটার। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম; দক্ষিণে নাগেশ্বরী উপজেলা; পূর্বে ভারতের আসাম এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এটি কুড়িগ্রাম - ১ সংসদীয় এলাকার অধীন; যা নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারী নিয়ে গঠিত। ভূরুঙ্গামারী উপজেলাতে ১২৮টি গ্রাম, ৭০টি মৌজা, ১০টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
- ইউনিয়নগুলো হলো - পাথরডুবি, শিলখুড়ি, তিলাই, পাইকেরছড়া, ভূরুঙ্গামারী, জয়মনিরহাট, আন্ধারীঝাড়, বলদিয়া ইউনিয়ন, চরভূরুঙ্গামারী ও বঙ্গসোনাহাট
ইতিহাস[সম্পাদনা]
মুক্তিযুদ্ধে ভুরুঙ্গামারী[সম্পাদনা]
১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদর মুক্তদিবস।
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারী অনুসারে এখানকার মোট জনসংখ্যা ২,৩১,৫৭৪ জন; যার পুরুষ ১,১৩,৫০২ জন ও মহিলা ১,১৮,০৩৬ জন। ভোটার সংখ্যা ১,৭৫,৬৬২ জন।
শিক্ষা[সম্পাদনা]
- শিক্ষার হার: ৩৯.০৬% (২০২০)
- কলেজ: ৫টি (সরকারি কলেজ ১টি)
- বেসরকারি উচ্চ বিদ্যালয় ৩৪টি
- বালিকা বিদ্যালয়: ৫টি
- জুনিয়র হাইস্কুল: ৩ টি
- ইবতেদায়ী মাদ্রাসা: ১৯টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১১২টি
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ১টি
- কিন্ডারগার্টেন:৩৭ টি
অর্থনীতি[সম্পাদনা]
মূলত কৃষি নির্ভর অর্থনীতি।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- আবদুল হাই শিকদার - প্রখ্যাত কবি ও সাহিত্যিক।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- পাটেশ্বরী/সোনাহাট ব্রিজ।
- মীর জুমলা প্রাচীন মসজিদ
- সোনাহাট স্থলবন্দর ।
- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি।
- জয়মনিরহাট জমিদার বাড়ি।
- জয়মনিরহাট জামে মসজিদ।
- বাগভান্ডার স্লুইস গেইট।
- বগনির পাড় জামে মসজিদ।
- দেওয়ানের খামার জামে মসজিদ।
- ঝাকুয়াটারী জামে মসজিদ।
বিবিধ[সম্পাদনা]
- মসজিদ: ৩৪১টি
- মন্দির: ১৪টি
- গীর্জা: ১টি
- পাবলিক লাইব্রেরী: ১টি
- পাঠাগার: ১টি
- প্রেস ক্লাব: ১টি
- তফশীল অফিস: ১০টি
- কমিউনিটি সেন্টার: ৮টি
- ডাকবাংলো/রেষ্টহাউজ: ১টি
- এনজিও: ১৪টি
- সমাজকল্যাণ সংখ্যা: ২৪টি
- এতিমখানারসংখ্যা: ৯টি
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এক নজরে ভূরুঙ্গামারী উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- ↑ জেলা উন্নয়ন পরিক্রমা। ২০০১-২০০৫, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, ডিসেম্বর ২০০৫
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |