চর ভূরুঙ্গামারী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চরভূরুঙ্গামারী ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
চর ভূরুঙ্গামারী ইউনিয়ন
ইউনিয়ন
৯নং চর ভূরুঙ্গামারী ইউনিয়ন।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাভূরুঙ্গামারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৯.৬০ বর্গকিমি (৩.৭১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোটপ্রায় ২৫,০০০
সাক্ষরতার হার
 • মোট২৪.০১ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চর ভূরুঙ্গামারী বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

নামকরণ[সম্পাদনা]

চর ভূরুঙ্গামারী মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন।

অবস্থান[সম্পাদনা]

চর ভূরুঙ্গামারী ইউনিয়নটি ভূরুঙ্গামারী উপজেলার উত্তর-পূর্ব কোণে অবস্খিত। এই ইউনিয়নের পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে তিলাই ইউনিয়ন পরিষদ, উত্তরে ভারত, দক্ষিণে পাইকেরছড়া ইউনিয়ন।[২]


গ্রাম ও মৌজা[সম্পাদনা]

মৌজার সংখ্যা: ৩টি গ্রামের সংখ্যা: ১৬টি- ১) ইসলামপুর, ২) ভূরুঙ্গামারী, ৩) বহলগুড়ি, ৪) আরাজীপাইকডাঙ্গা, ৫) ব্যাপারীটারী, ৬) চরুয়াটারী, ৭) বানিয়াটারী, ৮) চর ভূরুঙ্গামারী, ৯) মুসুল্লীটারী, ১০) চর ভূরুঙ্গামারী মাধ্য পাড়া, ১১) হুচারবালা, ১২) সিসববাড়ী, ১৩) ইসলামপুর পশ্চিম পাড়া, ১৪) দরগা পাড়া, ১৫) ইসলামপুর পূর্ব পাড়া, ১৬) চর ভূরুঙ্গামারী মধ্যপাড়া। [২]

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • ঈদগাহ-৬টি-১। বহলগুড়ি ঈদগাহ মাঠ, ২। চর ভূরুঙ্গামারী বাজার ঈদগাহ মাঠ, ৩। ত্রিমোহনী ঈদগাহ মাঠ, ৪। বাবুরহাট বাজার ঈদগাহ মাঠ। ৫। হুচারবালা ঈদগাহ মাঠ ও ৬। চরুয়াটারী ঈদগাহ মাঠ
  • বীমা-১। ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কো: লি: ২। পপুলা্র লাইফ ইন্সুরেন্স কো: লি: ৩।বায়রা লাইফ ইন্সুরেন্স কো: লি:
  • হাট-বাজার-২টি-চর ভূরুঙ্গামারী নতুন হাট বাজার ও বাবুর হাট বাজার।[২]

শিক্ষা[সম্পাদনা]

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৫টি
  • রেজি: প্রাথমিক বিদ্যালয় : ১টি
  • উচ্চ বিদ্যালয় : ২টি
  • মাদ্রাসা : ৪টি।[২]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

দেশের বিভিন্ন এলাকা হতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নে আসতে হলে ভূরুঙ্গামারী উপজেলা পর্যন্ত বাসযোগে আসতে হবে। ভূরুঙ্গামারী উপজেলা বাসস্ট্যান্ড হতে অটো রিক্সা, ভটভটি ও রিক্সাযোগে সরাসরি চর ভূরুঙ্গামারী ইউনিয়নে আসা যাবে। উপজেলা সদর হতে চর ভূরুঙ্গামারী পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি পাকা। দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।[২]

প্রখ্যাত ব্যক্তি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উপজেলা, ভুরুঙ্গামারী (৩১ জুলাই ২০২১)। "ভুরুঙ্গামারী উপজেলা"ভুরুঙ্গামারী উপজেলা। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  2. ইউনিয়ন, চর-ভুরুঙ্গামারী (৩১ জুলাই ২০২১)। "চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন"চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১