বোদা উপজেলা
বোদা | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে বোদা উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°১২′৪৬″ উত্তর ৮৮°৩৩′৩৮″ পূর্ব / ২৬.২১২৭৮° উত্তর ৮৮.৫৬০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
আয়তন | |
• মোট | ৩৪৯.৪৭ বর্গকিমি (১৩৪.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,০০,৬৯৩ |
• জনঘনত্ব | ৫৭০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৮৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৭৭ ২৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বোদা উপজেলা বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে পঞ্চগড় সদর উপজেলা, পূর্বে দেবীগঞ্জ উপজেলা, পশ্চিমে আটোয়ারী উপজেলা, এবং দক্ষিণে ঠাকুরগাঁও সদর উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এই উপজেলার ইউনিয়ন সমূহ হল -
- ঝলইশালশিরি ইউনিয়ন
- ময়দানদিঘি ইউনিয়ন
- বেংহারি ইউনিয়ন
- কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন
- বড়শশী ইউনিয়ন
- মাড়েয়া ইউনিয়ন
- চন্দনবাড়ী ইউনিয়ন, বোদা
- বোদা ইউনিয়ন
- সাকোয়া ইউনিয়ন
- পাঁচপীর ইউনিয়ন
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৮৮৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত বোদা পাইলট উচ্চ বিদ্যালয়। যেটি বর্তমানে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে।
বোদা উপজেলায় একটি সরকারি কলেজ রয়েছে, যা পাথরাজ সরকারি কলেজ নামে পরিচিত। কলেজটিকে ২০১৮ সালে সরকারিকরণ করা হয়।
এছাড়া উপজেলাটিতে বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ নামক বালিকা বিদ্যালয় এবং বোদা মহিলা মহাবিদ্যালয় নামক একটি সনামধন্য মহিলা কলেজ রয়েছে।
অর্থনীতি[সম্পাদনা]
অর্থনীতি কৃষি নির্ভর । প্রধান ফসলের মধ্যে ধান, পাট, বাদাম, মরিচ উল্লেখযোগ্য ।
শিল্প প্রতিষ্ঠান[সম্পাদনা]
এখানে অটো রাইস মিল এবং জুট মিল আছে ।
নদীসমূহ[সম্পাদনা]
বোদা উপজেলায় ৩টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে করতোয়া নদী, টাঙ্গন নদী এবং পাথরাজ নদী।[২][৩]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- কমরেড মোহাম্মদ ফরহাদ - বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক
- নুরুল ইসলাম সুজন - সংসদ সদস্য, পঞ্চগড়-২, বর্তমান রেলমন্ত্রী
- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
বিবিধ[সম্পাদনা]
বোদা উপজেলার প্রাণকেন্দ্র নাসির মন্ডল হাট।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বোদা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১ জানুয়ারী ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০৫, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১৭। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |