গাইবান্ধা সদর উপজেলা

স্থানাঙ্ক: ২৫°১৯′২২″ উত্তর ৮৯°৩৭′২৪″ পূর্ব / ২৫.৩২২৭৮° উত্তর ৮৯.৬২৩৩৩° পূর্ব / 25.32278; 89.62333
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাইবান্ধা সদর
উপজেলা
মানচিত্রে গাইবান্ধা সদর উপজেলা
মানচিত্রে গাইবান্ধা সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৫°১৯′২২″ উত্তর ৮৯°৩৭′২৪″ পূর্ব / ২৫.৩২২৭৮° উত্তর ৮৯.৬২৩৩৩° পূর্ব / 25.32278; 89.62333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
প্রতিষ্ঠা১৯৮৬
সংসদীয়গাইবান্ধা-২
আয়তন
 • মোট৩২৪ বর্গকিমি (১২৫ বর্গমাইল)
জনসংখ্যা [১]
 • মোট৪,৩৭,২৬৮
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হারb
 • মোট৪৭.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৩২ ২৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গাইবান্ধা সদর বাংলাদেশের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

গাইবান্ধা সদরের উত্তরে সুন্দরগঞ্জ উপজেলাকুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা, দক্ষিণে পলাশবাড়ী উপজেলা, সাঘাটা উপজেলাফুলছড়ি উপজেলা, পূর্বে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাফুলছড়ি উপজেলা, পশ্চিমে সাদুল্লাপুর উপজেলাপলাশবাড়ী উপজেলা[১]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

গাইবান্ধা সদর উপজেলা ১৮৫৭ সালে গাইবান্ধা থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়।[২] বর্তমানে একটি পৌরসভা, ৯ টি ওয়ার্ড, ১৩৮ টি মৌজা এবং ১২৭ টি গ্রাম নিয়ে গাইবান্ধা সদর উপজেলা।[২]

ইউনিয়নসমূহঃ লক্ষ্মীপুর ইউনিয়ন, মালিবাড়ী ইউনিয়ন, কুপতলা ইউনিয়ন, সাহাপাড়া ইউনিয়ন, বল্লমঝাড় ইউনিয়ন, রামচন্দ্রপুর ইউনিয়ন, বাদিয়াখালী ইউনিয়ন, বোয়ালী ইউনিয়ন, খোলাহাটী ইউনিয়ন, ঘাগোয়া ইউনিয়ন, গিদারী ইউনিয়ন, কামারজানি ইউনিয়ন, মোল্লারচর ইউনিয়ন

ইতিহাস[সম্পাদনা]

গাইবান্ধা জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে[২]। প্রথমে তা মহকুমা ছিল। গাইবান্ধা জেলা রাজশাহী বিভাগের অধীনে ছিল। ২০১০ সালে রংপুর বিভাগ হওয়ায় তা রংপুর বিভাগের অধীনে পড়ে।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

গাইবান্ধা সদর উপজেলার মোট জনসংখ্যা ৪,৩৭,২৬৮ জন। এর মাঝে পুরুষ ২,১৩,৪৮৬ জন এবং মহিলা ২,২৩,৪৫৭জন।[১] জনসংখ্যার ঘনত্ব ১২২৫ জন প্রতি বর্গ কিঃ মিঃ।

শিক্ষা[সম্পাদনা]

গাইবান্ধা সদর উপজেলার সাক্ষরতার হার শতকরা ৪৭.৫ ভাগ। কলেজের সংখ্যা ১০টি, স্কুল ও কলেজ ৪টি, মাধ্যমিক বিদ্যালয় ৫৫টি, নিম্ন মার্ধমিক বিদ্যালয় ০৮টি, ফাজিল মাদ্রাসা ৪টি, দাখিল মাদ্রাসা ১৬টি, এবতেদায়ী মাদ্রাসা ১৬টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩৬টি, রেজিষ্টারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৬১টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১১টি।[৩]

শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

গাইবান্ধা সদর উপজেলার অন্যতম মাধ্যমিক বিদ্যালয় গুলো হলঃ
গাইবান্ধা সদরের অন্যতম কলেজ গুলো হলঃ
  • গাইবান্ধা সরকারি কলেজ
  • গাইবান্ধা সরকারি মহিলা কলেজ
  • গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন
  • গাইবান্ধা আদর্শ কলেজ
  • হাজী ওসমান গণী ডিগ্রী কলেজ, দারিয়াপুর।
গাইবান্ধা সদরের অন্যতম প্রাথমিক বিদ্যালয় গুলো হলঃ
  • আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল দারিয়াপুর
  • গাইবান্ধা সদর উপজ়েলা মডেল স্কুল
  • মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নরদান ইন্টারন্যাশনাল স্কুল
  • ড্রিম ্কিন্ডার গারটেন
  • আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন
  • পুলিশ লাইন স্কুল
  • দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়৷
  • জয়নাল আবেদীন প্রি-ক্যাডেট স্কুল, দারিয়াপুর৷
  • উদাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেংগা বাজার, গাইবান্ধা।
  • মালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাখোয়াত হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
  • গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
  • ইসলামিয়া কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল
  • কড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অর্থনীতি[সম্পাদনা]

গাইবান্ধা সদরে কোন বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নেই। তবে বিসিক শিল্প নগরীতে সামান্য কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এই অঞ্চলের জনগোষ্ঠীর মাথাপিছু আয় ৩৭৫ টাকা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • শাহ্‌ আব্দুল হামিদ (স্বাধীন বাংলাদেশের প্রথম স্পীকার। জন্ম স্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জে। স্থায়ী আবাস গাইবান্ধার ডেভিড কোঃ পাড়ায়।)
  • আখতারুজ্জামান ইলিয়াস (সাহিত্যিক)
  • আবু হোসেন সরকার (পূর্ব পাকিস্তান প্রাদেশীক সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন)
  • বাবু শচীন চাকী ( খেলাধুলা সংগঠক)
  • মাহাবুব এলাহী রন্জু, বীর প্রতীক - (১৯৭১ সাল এর মহান মুক্তিযুদ্ধে অসম সাহসী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে গাইবান্ধা এলাকার গৌরব রন্জু কম্পানীর কমান্ডার) জন্ম স্থান : গাইবান্ধা শহরের মুন্শীপাড়ায়।
  • আলহাজ্জ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ( মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ)

বিখ্যাত খাবার[সম্পাদনা]

রসমঞ্জুরী এর আবিষ্কারক রমেশ ঘোষ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে গাইবান্ধা সদর উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪ 
  2. http://bn.banglapedia.org/index.php?title=গাইবান্ধা_সদর_উপজেলা
  3. http://gaibandhasadar.gaibandha.gov.bd/

বহিঃসংযোগ[সম্পাদনা]